ETV Bharat / state

World Disabled Day: বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমরা নাটকের মাধ্যমে তুলে ধরছেন নিজেদের ভাষা - নাটক

মঞ্চে মঞ্চস্থ হচ্ছে পুরো একটা নাটক। তাতে যেমন সুন্দর তাল তেমনই সুন্দর উপস্থাপনা। চোখ ভরিয়ে দিচ্ছে সকল দর্শকের। তবে যাঁরা আর্টিস্ট তাঁদের নিজেদের মধ্যে রয়েছে বিভিন্ন বৈষম্য। তাঁদের মধ্যে অনেকেই উঠে দাঁড়াতে পারেন না, আবার কেউ কথা বলতে পারেন না, আবার কেউ দেখতেও পান না। কিন্তু রঙ্গমঞ্চে তাঁরা যথেষ্ট সফল। আজ অর্থাৎ, 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস (World Disabled Day)। এই দিনকে লক্ষ্য করেই এই নাটক তাঁরা তুলে ধরছেন সকলের জন্য (Disabled Persons Performed Drama) ।

World Disabled Day
বিশেষভাবে সক্ষমরা নাটকের মাধ্যমে তুলে ধরছেন নিজেদের ভাষা
author img

By

Published : Dec 3, 2022, 10:58 PM IST

মধ্যমগ্রাম, 3 ডিসেম্বর: যাঁরা বিশেষভাবে সক্ষম সমাজের কাছে তাঁরা আজও পিছিয়ে, এমনটাই আমাদের বিশ্বাস ৷ তবে তাঁদের জীবন কিন্তু চলছে নিজেদের মতোই। তাই তাঁদের নিয়ে কাজ করার ভাবনা নিল মধ‍্যমগ্রামের একটি নাটকের দল যার নাম 'জনসংস্কৃতি'। বিশ্ব প্রতিবন্ধী দিবসে (World Disabled Day) মঞ্চস্থ হচ্ছে তাঁদের নাটক।

সুভাষ দে নামে এক দৃষ্টিহীন, তিনি প্রায় 25 বছর ধরে নাটক করছেন। তবে শারীরিক এই প্রতিবন্ধকতার জেরে বহু জায়গায় পিছিয়ে পড়তে হয়েছে তাঁকে । তবে বেসরকারি এক চোখের হাসপাতালের পক্ষ থেকে এবছর তাঁর কর্মজীবনের জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মান । এছাড়াও স্বরূপা দাস নামের এক শিক্ষিকা, যিনি দশ মাস বয়সে শিরদাঁড়ায় টিউমার আক্রান্ত হয়েছিলেন । তারপর অপারেশনের হওয়া সত্ত্বেও তাঁর কোমর থেকে নীচের অংশ প‍্যারালাইজড হয়ে যায় । তবে সেখানেই তিনি থেমে থাকেননি । নাটককে ধরে এগিয়ে গিয়েছেন জীবনে (Specially abled Persons Performed Drama) ।

আরও পড়ুন: কানে শুনেই সমস্যার সমাধান, বিশেষভাবে সক্ষম এখন নামকরা অটো মেকানিক

জনসংস্কৃতির পরিচালক সঞ্জয় গঙ্গোপাধ্যায় বলেন, "যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা সমাজে অনেকটা পিছিয়ে। তাই তাঁদের নিয়ে এই ভাবনা। এই নাটকটা খুবই চ‍্যালেঞ্জের ছিল। কারণ আমি যখন কোনও ক্যারেক্টার বোঝাই তখন বেশ কিছু ছবি ব্যবহার করি। অথবা কথা বলার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলি। তবে এখানে অনেকেই চোখে দেখতে পান না, কেউ আবার কথা বলতে বা শুনতে পারেন না। তাই তাঁরা কিছুই বুঝতে পারছিলেন না। যারা চোখে দেখতে পান না তাঁদের জন্য মঞ্চে আমরা কিছু সেলোটেপ, দড়ি এই গুলো ব্যবহার করেছি। যাতে তাঁরা বুঝতে পারেন কতদূর তাঁদের দূরত্ব। প্রায় 35 দিন ধরে আমরা এটাকে তৈরি করেছি।"

বিশ্ব প্রতিবন্ধী দিবসে মঞ্চস্থ হচ্ছে বিশেষভাবে সক্ষমদের নাটক

প্রায় 13 জন বিশেষভাবে সক্ষম ও 13 জন সাধারণ মানুষকে নিয়ে নাটক করছেন তাঁরা। সমাজে এই 2 স্তরের মানুষকে মিলিয়ে দিতেই এই চেষ্টা তাঁদের। তবে এই চেষ্টায় জনসংস্কৃতির পাশে রয়েছে লন্ডনের একটি থিয়েটার গ্রুপ 'GRAEAE', ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটেনের একক থিয়েটার আর্টিস্টরা।

আরও পড়ুন: নর্থ চ্যানেল জয় করে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা

পূর্ব ও পূর্ব ভারত ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর ড. দেবাঞ্জন চক্রবর্তী জানান, ভারতের স্বাধীনতর 75 বছর উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল একটি প্রজেক্ট দিয়েছে তা হল 'ইন্ডিয়া-ইউকে টুগেদারনেস'। সেখানে প্রায় 40টি আর্টিস্টদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। তারই একটা হল জনসংস্কৃতি প্রোগ্রাম। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই নাটকটি মঞ্চস্থ হবে মধ্যমগ্রামে আজ অর্থাৎ, শনিবার সন্ধ্যায় ৷ এছাড়াও আগামী 8 ডিসেম্বর কলকাতার আইসিসিয়ারে দেখানো হবে এই নাটকটি।

2022 সালে শুধুমাত্র ভারতের স্বাধীনতার 75 বছর নয় এই বছরে ইলিয়াটের লেখা বিখ্যাত কবিতা 'দ্য ওয়েস্ট ল্যান্ডের' 100 বছর পূরণ হয়েছে তাই সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ও তারমধ্যে 'মহাভারত' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী'-কে বিশেষভাবে মিলিয়ে তৈরি করা হচ্ছে এই নাটক। বিশেষভাবে সক্ষমদেরকে নিয়ে জনসংস্কৃতির প্রথম পদক্ষেপে এটি। তবে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটেন থিয়েটার আর্টিস্ট এবং লন্ডনের থিয়েটার স্কুলের সহযোগিতায় ভবিষ্যতেরও স্বপ্ন দেখছেন তাঁরা।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

মধ্যমগ্রাম, 3 ডিসেম্বর: যাঁরা বিশেষভাবে সক্ষম সমাজের কাছে তাঁরা আজও পিছিয়ে, এমনটাই আমাদের বিশ্বাস ৷ তবে তাঁদের জীবন কিন্তু চলছে নিজেদের মতোই। তাই তাঁদের নিয়ে কাজ করার ভাবনা নিল মধ‍্যমগ্রামের একটি নাটকের দল যার নাম 'জনসংস্কৃতি'। বিশ্ব প্রতিবন্ধী দিবসে (World Disabled Day) মঞ্চস্থ হচ্ছে তাঁদের নাটক।

সুভাষ দে নামে এক দৃষ্টিহীন, তিনি প্রায় 25 বছর ধরে নাটক করছেন। তবে শারীরিক এই প্রতিবন্ধকতার জেরে বহু জায়গায় পিছিয়ে পড়তে হয়েছে তাঁকে । তবে বেসরকারি এক চোখের হাসপাতালের পক্ষ থেকে এবছর তাঁর কর্মজীবনের জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মান । এছাড়াও স্বরূপা দাস নামের এক শিক্ষিকা, যিনি দশ মাস বয়সে শিরদাঁড়ায় টিউমার আক্রান্ত হয়েছিলেন । তারপর অপারেশনের হওয়া সত্ত্বেও তাঁর কোমর থেকে নীচের অংশ প‍্যারালাইজড হয়ে যায় । তবে সেখানেই তিনি থেমে থাকেননি । নাটককে ধরে এগিয়ে গিয়েছেন জীবনে (Specially abled Persons Performed Drama) ।

আরও পড়ুন: কানে শুনেই সমস্যার সমাধান, বিশেষভাবে সক্ষম এখন নামকরা অটো মেকানিক

জনসংস্কৃতির পরিচালক সঞ্জয় গঙ্গোপাধ্যায় বলেন, "যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা সমাজে অনেকটা পিছিয়ে। তাই তাঁদের নিয়ে এই ভাবনা। এই নাটকটা খুবই চ‍্যালেঞ্জের ছিল। কারণ আমি যখন কোনও ক্যারেক্টার বোঝাই তখন বেশ কিছু ছবি ব্যবহার করি। অথবা কথা বলার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলি। তবে এখানে অনেকেই চোখে দেখতে পান না, কেউ আবার কথা বলতে বা শুনতে পারেন না। তাই তাঁরা কিছুই বুঝতে পারছিলেন না। যারা চোখে দেখতে পান না তাঁদের জন্য মঞ্চে আমরা কিছু সেলোটেপ, দড়ি এই গুলো ব্যবহার করেছি। যাতে তাঁরা বুঝতে পারেন কতদূর তাঁদের দূরত্ব। প্রায় 35 দিন ধরে আমরা এটাকে তৈরি করেছি।"

বিশ্ব প্রতিবন্ধী দিবসে মঞ্চস্থ হচ্ছে বিশেষভাবে সক্ষমদের নাটক

প্রায় 13 জন বিশেষভাবে সক্ষম ও 13 জন সাধারণ মানুষকে নিয়ে নাটক করছেন তাঁরা। সমাজে এই 2 স্তরের মানুষকে মিলিয়ে দিতেই এই চেষ্টা তাঁদের। তবে এই চেষ্টায় জনসংস্কৃতির পাশে রয়েছে লন্ডনের একটি থিয়েটার গ্রুপ 'GRAEAE', ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটেনের একক থিয়েটার আর্টিস্টরা।

আরও পড়ুন: নর্থ চ্যানেল জয় করে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা

পূর্ব ও পূর্ব ভারত ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর ড. দেবাঞ্জন চক্রবর্তী জানান, ভারতের স্বাধীনতর 75 বছর উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল একটি প্রজেক্ট দিয়েছে তা হল 'ইন্ডিয়া-ইউকে টুগেদারনেস'। সেখানে প্রায় 40টি আর্টিস্টদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। তারই একটা হল জনসংস্কৃতি প্রোগ্রাম। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই নাটকটি মঞ্চস্থ হবে মধ্যমগ্রামে আজ অর্থাৎ, শনিবার সন্ধ্যায় ৷ এছাড়াও আগামী 8 ডিসেম্বর কলকাতার আইসিসিয়ারে দেখানো হবে এই নাটকটি।

2022 সালে শুধুমাত্র ভারতের স্বাধীনতার 75 বছর নয় এই বছরে ইলিয়াটের লেখা বিখ্যাত কবিতা 'দ্য ওয়েস্ট ল্যান্ডের' 100 বছর পূরণ হয়েছে তাই সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ও তারমধ্যে 'মহাভারত' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী'-কে বিশেষভাবে মিলিয়ে তৈরি করা হচ্ছে এই নাটক। বিশেষভাবে সক্ষমদেরকে নিয়ে জনসংস্কৃতির প্রথম পদক্ষেপে এটি। তবে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটেন থিয়েটার আর্টিস্ট এবং লন্ডনের থিয়েটার স্কুলের সহযোগিতায় ভবিষ্যতেরও স্বপ্ন দেখছেন তাঁরা।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.