ETV Bharat / state

পুলিশ কমিশনারের সঙ্গে মিলে ফাঁসানোর চক্রান্ত করছেন দীনেশ : অর্জুন - TMC

কমিশনারেটের সঙ্গে দেখা করে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করেন দীনেশ ত্রিবেদী, অভিযোগ অর্জুন সিংয়ের । কমিশনারেট ও দীনেশের গোপন বৈঠকের অডিয়ো ক্লিপ কমিশনে পাঠিয়েছেন BJP নেতা ।

সাংবাদিক বৈঠকে অর্জুন সিং
author img

By

Published : May 10, 2019, 7:51 PM IST

Updated : May 10, 2019, 7:57 PM IST

ব্যারাকপুর, ১০ মে : স্মারকলিপি দেওয়ার নাম করে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে দীনেশ ত্রিবেদীর গোপন বৈঠকের অডিয়ো ক্লিপ নিয়ে কমিশনের দ্বারস্থ হলেন BJP প্রার্থী অর্জুন সিং । আগামী ১৯ মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের শান্তিপূর্ণ উপনির্বাচনের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ব্যারাকপুর কমিশনারের সঙ্গে আজ বৈঠক করেন বিদায়ি সাংসদ দীনেশ ত্রিবেদী । কিন্তু সেই বৈঠকে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন অর্জুন সিং ।

আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন, "কমিশনারের সঙ্গে দেখা করে আমকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছেন দীনেশ ত্রিবেদী । দলের নেতাকর্মীদের নিয়ে দীনেশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর সঙ্গে গোপন বৈঠকে BJP নেতাকর্মীদের ভুয়ো মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেছেন ।" গোটা বৈঠকের অডিয়ো ক্লিপিং কমিশনে পাঠানোর পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট সুনীল কুমার চৌধুরিকে অপসারণের দাবি করেন অর্জুন ।

শুনুন বক্তব্য

যদিও দীনেশ ত্রিবেদী জানান, ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর শিল্পাঞ্চলে । যার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় । তাই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল দীনেশবাবু জানান, প্রশাসন সংশ্লিষ্ট বিষয় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

উল্লেখ্য, গত বুধবার নোয়াপাড়া পিনকল মোড়ে তৃণমূল কর্মী রাজু সিংকে কুপিয়ে খুন করা হয় । এই ঘটনায় অভিযোগের তির BJP-র দিকে উঠলে তা অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরজুড়ে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় ।

ব্যারাকপুর, ১০ মে : স্মারকলিপি দেওয়ার নাম করে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে দীনেশ ত্রিবেদীর গোপন বৈঠকের অডিয়ো ক্লিপ নিয়ে কমিশনের দ্বারস্থ হলেন BJP প্রার্থী অর্জুন সিং । আগামী ১৯ মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের শান্তিপূর্ণ উপনির্বাচনের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ব্যারাকপুর কমিশনারের সঙ্গে আজ বৈঠক করেন বিদায়ি সাংসদ দীনেশ ত্রিবেদী । কিন্তু সেই বৈঠকে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন অর্জুন সিং ।

আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন, "কমিশনারের সঙ্গে দেখা করে আমকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছেন দীনেশ ত্রিবেদী । দলের নেতাকর্মীদের নিয়ে দীনেশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর সঙ্গে গোপন বৈঠকে BJP নেতাকর্মীদের ভুয়ো মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেছেন ।" গোটা বৈঠকের অডিয়ো ক্লিপিং কমিশনে পাঠানোর পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট সুনীল কুমার চৌধুরিকে অপসারণের দাবি করেন অর্জুন ।

শুনুন বক্তব্য

যদিও দীনেশ ত্রিবেদী জানান, ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর শিল্পাঞ্চলে । যার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় । তাই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল দীনেশবাবু জানান, প্রশাসন সংশ্লিষ্ট বিষয় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

উল্লেখ্য, গত বুধবার নোয়াপাড়া পিনকল মোড়ে তৃণমূল কর্মী রাজু সিংকে কুপিয়ে খুন করা হয় । এই ঘটনায় অভিযোগের তির BJP-র দিকে উঠলে তা অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরজুড়ে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় ।

sample description
Last Updated : May 10, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.