নিউটাউন, 25 জুলাই : দিল্লি যাওয়া-সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "পশ্চিমবাংলার যা আর্থিক অবস্থা, যেভাবে দুর্নীতি বাড়ছে তাতে সরকার চালানোর মতো পরিস্থিতি আর নেই ৷ তাই মোদিজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ওনাকে গিয়ে বলবেন আমি আর পারছি না , সাহায্য করুন ৷ হাতে পায়ে ধরার চেষ্টা করছেন ।"
বিজেপির পরাজিত হওয়ার প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "পাঁচ বছর আগে বিজেপির সাড়ে 10 শতাংশ ভোট ছিল সেটা এখন 38 শতাংশ হয়েছে ৷ 3 থেকে 77 টা আসন পেয়েছে । পরাজিত হয়েছে তো সিপিআইএম, কংগ্রেস ৷ একেবারে শেষ হয়ে গেছে ওরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেখানেই আছেন ৷ আমরা শুধু এগিয়ে গিয়েছি ।"
আরও পড়ুন : Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত
বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মুখ হতে পারেন ? সাংবাদিকদের এই প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "মুখ হওয়ার জন্য পশ্চিমবাংলায় একটা বাতিক আছে ৷ আগে জ্যোতিবাবুকে মুখ করার চেষ্টা হত, উনি চলে গিয়েছেন ৷ আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশন চাইছেন ৷ তিনবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, মানুষ ওনাকে হারিয়ে দিয়েছেন ৷ বিধানসভাতে উনি নিজেই হেরেছেন ৷ সেই জন্য গাঁয়ে মানে না আপনি মোড়ল করলে কী হবে ৷ অনেক পার্টি আছে যাদের কোনও কাজ নেই তারা ঘুরে ঘুরে পলিটিক্যাল ট্যুরিজম করে বেড়ায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এজেন্সি নিয়েছেন ।"