ETV Bharat / state

Dilip Ghosh slams TMC : ওয়াশিংটনে যান, পারলে রাষ্ট্রপুঞ্জেও যান ; দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ দিলীপের

ত্রিপুরায় তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের ঘটনায় গতকাল দিল্লিতে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা ৷ এই প্রসঙ্গে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams TMC) ৷

Dilip Ghosh attacks TMC
দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
author img

By

Published : Nov 23, 2021, 8:33 AM IST

Updated : Nov 23, 2021, 9:20 AM IST

বসিরহাট, 23 নভেম্বর : ত্রিপুরায় তৃণমূলের উপর আক্রমণের ঘটনায় ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh Eco Park morning walk) কটাক্ষ করে বলেছিলেন, "দুটো ঢিল পড়েছে, তার জন্য নাকি দিল্লি আবার রাষ্ট্রপতি ।" এবার আরও একধাপ এগিয়ে ত্রিপুরার ঘটনা নিয়ে দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্না প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ব্যঙ্গাত্মক সুরে বলেন, "ওঁরা ওয়াশিংটনে যান । পারলে রাষ্ট্রপুঞ্জেও যেতে পারেন ।"

সম্প্রতি বসিরহাটের স্বরূপনগরের পূর্ব পলতা গ্রামে রাস উৎসবকে কেন্দ্র করে একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল । রাস উৎসবের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার বিকেলে পূর্ব পলতা গ্রামের দাসপাড়ায় পরিদর্শনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সেখানেই ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়া এবং সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, "কেউ আক্রান্ত হয়নি । রাস্তায় দাঁড়িয়ে ওরা গান গাইছিল । কেউ যদি বাড়ির সামনে গিয়ে 'খেলা হবে' স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করেন, তাহলে আইন মোতাবেক পুলিশ তো ব্যবস্থা নেবেই । ত্রিপুরায় আইন মেনে আন্দোলন করুক । কোনও অসুবিধে নেই । কিন্তু আইন ভাঙলে পুলিশ কেস করবেই । তাতেই কয়েকজনের প্যান্ট ভিজে গিয়েছে ।"

দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন: দেশ জাগলে আবার কৃষি আইন আনা হবে, দাবি দিলীপের

দিলীপ আরও বলেন, "যাদের গণতন্ত্রের উপর আস্থা নেই । পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, তারাই আবার ত্রিপুরায় গিয়েছে ভোট করাতে । সেখানে কোনও হামলা হয়নি । আক্রান্ত হয়নি কেউই । এরপরও যদি তৃণমূলের মনে হয় আক্রমণ হয়েছে, তাহলে ওয়াশিংটন কিংবা রাষ্ট্রপুঞ্জে গিয়ে অভিযোগ জানাতে পারেন ।"

স্বরূপনগরের অশান্তির ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "দুর্গাপুজোয় বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, ঠিক তারই যেন পুনরাবৃত্তি হয়েছে স্বরূপনগরের রাস উৎসবকে (Swarupnagar Rash Utsav) কেন্দ্র করে । এখানকার মানুষ খুবই ভয়ের মধ্যে রয়েছেন । দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁদের । সেই জন্যে হিন্দুদের পাশে দাঁড়াতে এখানে এসেছি আমি । আমরা সবসময় তাঁদের পাশে রয়েছি । যাতে তাঁরা চিন্তামুক্ত হয়ে ধর্মচারণ করতে পারেন ।"

বসিরহাট, 23 নভেম্বর : ত্রিপুরায় তৃণমূলের উপর আক্রমণের ঘটনায় ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh Eco Park morning walk) কটাক্ষ করে বলেছিলেন, "দুটো ঢিল পড়েছে, তার জন্য নাকি দিল্লি আবার রাষ্ট্রপতি ।" এবার আরও একধাপ এগিয়ে ত্রিপুরার ঘটনা নিয়ে দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্না প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ব্যঙ্গাত্মক সুরে বলেন, "ওঁরা ওয়াশিংটনে যান । পারলে রাষ্ট্রপুঞ্জেও যেতে পারেন ।"

সম্প্রতি বসিরহাটের স্বরূপনগরের পূর্ব পলতা গ্রামে রাস উৎসবকে কেন্দ্র করে একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল । রাস উৎসবের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার বিকেলে পূর্ব পলতা গ্রামের দাসপাড়ায় পরিদর্শনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সেখানেই ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়া এবং সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, "কেউ আক্রান্ত হয়নি । রাস্তায় দাঁড়িয়ে ওরা গান গাইছিল । কেউ যদি বাড়ির সামনে গিয়ে 'খেলা হবে' স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করেন, তাহলে আইন মোতাবেক পুলিশ তো ব্যবস্থা নেবেই । ত্রিপুরায় আইন মেনে আন্দোলন করুক । কোনও অসুবিধে নেই । কিন্তু আইন ভাঙলে পুলিশ কেস করবেই । তাতেই কয়েকজনের প্যান্ট ভিজে গিয়েছে ।"

দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন: দেশ জাগলে আবার কৃষি আইন আনা হবে, দাবি দিলীপের

দিলীপ আরও বলেন, "যাদের গণতন্ত্রের উপর আস্থা নেই । পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, তারাই আবার ত্রিপুরায় গিয়েছে ভোট করাতে । সেখানে কোনও হামলা হয়নি । আক্রান্ত হয়নি কেউই । এরপরও যদি তৃণমূলের মনে হয় আক্রমণ হয়েছে, তাহলে ওয়াশিংটন কিংবা রাষ্ট্রপুঞ্জে গিয়ে অভিযোগ জানাতে পারেন ।"

স্বরূপনগরের অশান্তির ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "দুর্গাপুজোয় বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, ঠিক তারই যেন পুনরাবৃত্তি হয়েছে স্বরূপনগরের রাস উৎসবকে (Swarupnagar Rash Utsav) কেন্দ্র করে । এখানকার মানুষ খুবই ভয়ের মধ্যে রয়েছেন । দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁদের । সেই জন্যে হিন্দুদের পাশে দাঁড়াতে এখানে এসেছি আমি । আমরা সবসময় তাঁদের পাশে রয়েছি । যাতে তাঁরা চিন্তামুক্ত হয়ে ধর্মচারণ করতে পারেন ।"

Last Updated : Nov 23, 2021, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.