ETV Bharat / state

PM Awas Yojana: 'আবাস যোজনায় লুট হয়েছে 600 কোটিরও বেশি !' তোপ দিলীপের

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আড়ালে পশ্চিমবঙ্গে 600 কোটি টাকারও বেশি লুট করা হয়েছে ! দত্তপুকুরে আয়োজিত একটি কর্মসূচিতে উপস্থিত হয়ে একথা বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh slams TMC for Pradhan Mantri Awas Yojana Scam
আবাসে ফের সরব দিলীপ ঘোষ ৷
author img

By

Published : Jan 7, 2023, 8:05 PM IST

দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের সরকার ও তৃণমূল ৷

দত্তপুকুর, 7 জানুয়ারি: "প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ব‍্যাপক কেলেঙ্কারি হয়েছে ! লুঠ হয়েছে 600 কোটিরও বেশি টাকা !" শনিবার এমনই দাবি করেছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন উত্তর 24 পরগনার দত্তপুকুরের নীলগঞ্জে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আবাস যোজনায় তৃণমূলের লোকেরাও বঞ্চিত হয়েছেন ৷ যাঁরা টাকা দেননি, তাঁরা বাড়ি পাননি ৷ এই ইস্যুতেই আমরা রাজ্যের বিডিও অফিসগুলিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছি ৷ এর ফলে সাধারণ মানুষও সাহস করে প্রতিবাদ জানাতে শুরু করেছে ৷ এই নিয়ে প্রতিবাদ হওয়া উচিত ৷ যাতে তৃণমূলের মুখোশ খুলে দেওয়া যায় !"

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 17 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়েও এদিন সমালোচনা করেছেন দিলীপ ৷ তাঁর কথায়, "ওই 17 লক্ষ নামের মধ্যেই রয়েছেন প্রকৃত উপভোক্তারা ৷ তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের কেউ বিজেপির সঙ্গে যুক্ত, কেউ আবার সাধারণ মানুষ ৷ বঞ্চিত উপভোক্তারা 20 হাজার টাকা করে কাটমানি দিতে পারেননি বলেই তাঁদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে ৷ আমরা সেই তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম ৷ সেই কারণেই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ৷"

আরও পড়ুন: আবাসে দুর্নীতি নয়, দেরি হয়েছে ! বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

অন্যদিকে, দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বোমাবাজি এবং তৃণমূলের ফ্ল‍্যাগ, ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ দিলীপ মনে করেন, এই ধরনের ঘটনা আদতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷ পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে বলেই এইসব ঘটনা বাড়ছে ৷ তিনি বলেন,"পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের মধ্যে কোন্দল, মারামারি বাড়ছে ৷ কখনও পার্টি অফিস ভেঙে দেওয়া, তো কখনও শাসকদলের ফ্ল‍্যাগ, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া ! এই ধরনের ঘটনা আরও বাড়বে আগামী দিনে ৷ কারণ, পঞ্চায়েত ভোটের টিকিটই তৃণমূলের কাছে সিন্দুকের চাবি ! একবার টিকিট পেলেই পুলিশ জিতিয়ে দেবে তাঁকে ! তারপর পাঁচ বছর লুটেপুটে খাবেন ! সেই কারণেই যত গন্ডগোল !"

অন‍্যদিকে, রাজ্যের 'দুয়ারে সরকার' প্রকল্পকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ প্ল‍াটিনাম ডিজিট্যাল পুরষ্কারে সন্মানিত করা হয়েছে বাংলাকে ৷ সেই বিষয়েও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন কটাক্ষ ! তাঁর কথায়,"আমরা জানি। পুরস্কার দেওয়া হয়েছে ৷ এরপর হয়তো 100 দিনের কাজের টাকাও পেতে পারে ৷ সবচেয়ে বেশি খরচ হয় এই প্রকল্পে ৷ তাই এখানে দুর্নীতিও বেশি হয় ৷ এগিয়ে বাংলার পুরস্কার !"

দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের সরকার ও তৃণমূল ৷

দত্তপুকুর, 7 জানুয়ারি: "প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ব‍্যাপক কেলেঙ্কারি হয়েছে ! লুঠ হয়েছে 600 কোটিরও বেশি টাকা !" শনিবার এমনই দাবি করেছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন উত্তর 24 পরগনার দত্তপুকুরের নীলগঞ্জে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আবাস যোজনায় তৃণমূলের লোকেরাও বঞ্চিত হয়েছেন ৷ যাঁরা টাকা দেননি, তাঁরা বাড়ি পাননি ৷ এই ইস্যুতেই আমরা রাজ্যের বিডিও অফিসগুলিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছি ৷ এর ফলে সাধারণ মানুষও সাহস করে প্রতিবাদ জানাতে শুরু করেছে ৷ এই নিয়ে প্রতিবাদ হওয়া উচিত ৷ যাতে তৃণমূলের মুখোশ খুলে দেওয়া যায় !"

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 17 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়েও এদিন সমালোচনা করেছেন দিলীপ ৷ তাঁর কথায়, "ওই 17 লক্ষ নামের মধ্যেই রয়েছেন প্রকৃত উপভোক্তারা ৷ তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের কেউ বিজেপির সঙ্গে যুক্ত, কেউ আবার সাধারণ মানুষ ৷ বঞ্চিত উপভোক্তারা 20 হাজার টাকা করে কাটমানি দিতে পারেননি বলেই তাঁদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে ৷ আমরা সেই তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম ৷ সেই কারণেই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ৷"

আরও পড়ুন: আবাসে দুর্নীতি নয়, দেরি হয়েছে ! বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

অন্যদিকে, দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বোমাবাজি এবং তৃণমূলের ফ্ল‍্যাগ, ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ দিলীপ মনে করেন, এই ধরনের ঘটনা আদতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷ পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে বলেই এইসব ঘটনা বাড়ছে ৷ তিনি বলেন,"পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের মধ্যে কোন্দল, মারামারি বাড়ছে ৷ কখনও পার্টি অফিস ভেঙে দেওয়া, তো কখনও শাসকদলের ফ্ল‍্যাগ, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া ! এই ধরনের ঘটনা আরও বাড়বে আগামী দিনে ৷ কারণ, পঞ্চায়েত ভোটের টিকিটই তৃণমূলের কাছে সিন্দুকের চাবি ! একবার টিকিট পেলেই পুলিশ জিতিয়ে দেবে তাঁকে ! তারপর পাঁচ বছর লুটেপুটে খাবেন ! সেই কারণেই যত গন্ডগোল !"

অন‍্যদিকে, রাজ্যের 'দুয়ারে সরকার' প্রকল্পকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ প্ল‍াটিনাম ডিজিট্যাল পুরষ্কারে সন্মানিত করা হয়েছে বাংলাকে ৷ সেই বিষয়েও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন কটাক্ষ ! তাঁর কথায়,"আমরা জানি। পুরস্কার দেওয়া হয়েছে ৷ এরপর হয়তো 100 দিনের কাজের টাকাও পেতে পারে ৷ সবচেয়ে বেশি খরচ হয় এই প্রকল্পে ৷ তাই এখানে দুর্নীতিও বেশি হয় ৷ এগিয়ে বাংলার পুরস্কার !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.