দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 7 জানুয়ারি: নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বামেদের প্রশংসা করে তাঁদের প্রতি নরম মনোভাব দেখিয়েছিলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । শুভেন্দুর সেই বাম প্রীতিকে এবার পাত্তাই দিলেন না বিজেপির (BJP) জাতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) । শনিবার দত্তপুকুরের নীলগঞ্জে দলীয় কর্মিসভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে তিনি বলেন, "যে যার মতো করে বলছে ! হতে পারে না ৷"
উল্লেখ্য, 'শহিদ দিবস'-উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, "তৃণমূলের থেকে বামেরা অনেক ভালো । নন্দীগ্রাম আসনে তাঁর জয়ের পিছনে বামেদের ভূমিকা রয়েছে । তাঁদের একাংশের ভোট পেয়েই সেখানে জয়লাভ করেছিলেন তিনি ৷" শুভেন্দুর এই দাবি ঘিরে বাম-বিজেপি জোট জল্পনা আরও উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে । শুভেন্দুর সেই দাবিকে এদিন কার্যত গুরুত্বই দিলেন না দলেরই সাংসদ দিলীপ ঘোষ ।
এদিকে, উত্তর হাওড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক গৌতম চৌধুরীর দাবিকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এতদিন আমরাই বলে আসছিলাম তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি । এখন সেটাই তৃণমূলের লোকেরা বলছে । হয় বোধোদয় হয়েছে । নয়, পাবলিকের মারের ভয়ে এসব বলছে । আরও অনেক কিছু শুনতে পাবেন ৷"
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত সোমবার কলকাতার নজরুল মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের তরফে দিদির সুরক্ষা কবচ নামে এক কর্মসূচি ঘোষণা করা হয় ৷ সেই কর্মসূচি নিয়েই শুক্রবার সাংবাদিক বৈঠক করেন গৌতম চৌধুরী৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘আমাদের কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস ৷ আমাদের ব্র্যান্ড মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ আমাদের আর কিছুই নেই ৷’’ সেই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷
আরও পড়ুন: 'নন্দীগ্রাম না থাকলে, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন', নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর