ETV Bharat / state

Dilip Slams Mamata: একটা মুরগি খোঁজা হচ্ছে, কেজরি-মমতা বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপের - একটা মুরগি খোঁজা হচ্ছে

আজ নবান্নে বৈঠক রয়েছে কেজরিওয়াল ও মমতার ৷ সেই বৈঠক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : May 23, 2023, 2:24 PM IST

কেজরি-মমতা বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা, 23 মে: 2024 লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন পশ্চিমবঙ্গে ৷ তাঁর সঙ্গে মঙ্গলবার নবান্নে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এ দিন তিনি বলেন, "গতবার একই ঘটনা ঘটেছিল । মোদির সামনে কে যাবেন ? কেউ যেতে সাহস পাচ্ছেন না । তাই একটা মুরগি খোঁজা হচ্ছে । গতবার মমতা লাফালাফি করেছিলেন । সবাইকে মাছ ভাত খাইয়েছিলেন । তারপর তো ওনার 12টা সিট কমে গিয়েছিল । তাই উনি এবার রাজি হচ্ছেন না । একটু হাওয়া দিলেই উনি অনেক সময় রাজি হয়ে যান । তাই একেকজন করে এসে হাওয়া দিচ্ছে । বলছে, দিদি আপনি রাজি হয়ে যান । ওনাকে আসরে নামানোর চেষ্টা চলছে । কেবল ওনাকে রাজি করাতে একেক সময়ে একেক জন কলকাতায় আসছে । কিন্তু উনি (মমতা) জেনে গিয়েছেন, মোদির সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে ।"

এদিন তৃণমূলের সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন ওই বিজেপি নেতা ৷ অভিষেকের আমি 36, মোদি 72 কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 36 বছরেই যদি কেউ এতো দুর্নীতি করে, 72-এ গিয়ে কী করবে? নরেন্দ্র মোদি 50 বছর ধরে সামাজিক ও রাজনৈতিক জীবনে রয়েছেন । তাঁকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । উনি যেন ভুলে না যান, মোদি-শাহকে ফাঁসাতে মামলে গুজরাত থেকে তুলে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল । তারা সেখানেও গিয়েছেন । কেউ রাস্তা অবরোধ করেনি । কেউ আদালতের বিরুদ্ধে যায়নি । কেউ সরকারকে গালাগাল দেয়নি । বিজেপি নেতারা আগুনের থেকে সোনা চকচকে হয়ে বেরিয়ে আসার মতো আদালত থেকে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে এসেছেন ।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে দিলীপের বক্তব্য, এ দিকে বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন । এ দিকে রক্ষাকবচ চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে । এ বেঞ্চ থেকে ও বেঞ্চ ঘুরে বেড়াচ্ছেন । আদালতের সময় নষ্ট করছেন । সরকারি পয়সা অপচয় করছেন । তাঁকে (অভিষেক) 25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । চাট্টিখানি কথা নয় । এই চালাকি সবাই বোঝে । একাধিক নেতা আগে এই চেষ্টা করেছেন । এ কোর্ট সে কোর্ট ঘুরে তারা ভিতরে গিয়েছেন । অপেক্ষা করুন, কাজ চলছে ।

আরও পড়ুন: কেন্দ্রের অধ্যাদেশ রুখতে রাজ্যে কেজরিওয়াল-ভগবন্ত, দুপুরে নবান্নে বৈঠক

কেজরি-মমতা বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা, 23 মে: 2024 লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন পশ্চিমবঙ্গে ৷ তাঁর সঙ্গে মঙ্গলবার নবান্নে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এ দিন তিনি বলেন, "গতবার একই ঘটনা ঘটেছিল । মোদির সামনে কে যাবেন ? কেউ যেতে সাহস পাচ্ছেন না । তাই একটা মুরগি খোঁজা হচ্ছে । গতবার মমতা লাফালাফি করেছিলেন । সবাইকে মাছ ভাত খাইয়েছিলেন । তারপর তো ওনার 12টা সিট কমে গিয়েছিল । তাই উনি এবার রাজি হচ্ছেন না । একটু হাওয়া দিলেই উনি অনেক সময় রাজি হয়ে যান । তাই একেকজন করে এসে হাওয়া দিচ্ছে । বলছে, দিদি আপনি রাজি হয়ে যান । ওনাকে আসরে নামানোর চেষ্টা চলছে । কেবল ওনাকে রাজি করাতে একেক সময়ে একেক জন কলকাতায় আসছে । কিন্তু উনি (মমতা) জেনে গিয়েছেন, মোদির সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে ।"

এদিন তৃণমূলের সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন ওই বিজেপি নেতা ৷ অভিষেকের আমি 36, মোদি 72 কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 36 বছরেই যদি কেউ এতো দুর্নীতি করে, 72-এ গিয়ে কী করবে? নরেন্দ্র মোদি 50 বছর ধরে সামাজিক ও রাজনৈতিক জীবনে রয়েছেন । তাঁকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । উনি যেন ভুলে না যান, মোদি-শাহকে ফাঁসাতে মামলে গুজরাত থেকে তুলে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল । তারা সেখানেও গিয়েছেন । কেউ রাস্তা অবরোধ করেনি । কেউ আদালতের বিরুদ্ধে যায়নি । কেউ সরকারকে গালাগাল দেয়নি । বিজেপি নেতারা আগুনের থেকে সোনা চকচকে হয়ে বেরিয়ে আসার মতো আদালত থেকে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে এসেছেন ।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে দিলীপের বক্তব্য, এ দিকে বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন । এ দিকে রক্ষাকবচ চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে । এ বেঞ্চ থেকে ও বেঞ্চ ঘুরে বেড়াচ্ছেন । আদালতের সময় নষ্ট করছেন । সরকারি পয়সা অপচয় করছেন । তাঁকে (অভিষেক) 25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । চাট্টিখানি কথা নয় । এই চালাকি সবাই বোঝে । একাধিক নেতা আগে এই চেষ্টা করেছেন । এ কোর্ট সে কোর্ট ঘুরে তারা ভিতরে গিয়েছেন । অপেক্ষা করুন, কাজ চলছে ।

আরও পড়ুন: কেন্দ্রের অধ্যাদেশ রুখতে রাজ্যে কেজরিওয়াল-ভগবন্ত, দুপুরে নবান্নে বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.