ETV Bharat / state

Dilip on Mamata Banarjee : অখিলেশের খেলা শেষ করতে গিয়েছেন, বারাণসীতে মমতার প্রচার নিয়ে কটাক্ষ দিলীপের - Dilip Ghosh Criticises Election Campaign of Mamata Banarjee in Uttar Pradesh

মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে অখিলেশের সুযোগ নষ্ট করতে গিয়েছেন বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Mamata Banarjee Goes Uttar Pradesh To Finish Akhilesh Yadav Chance in Election) ৷ তাঁর মতে, সেখানে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছেন, তা মানুষ ভালভাবে নেবে না ৷

Mamata Banarjee Goes Uttar Pradesh To Finish Akhilesh Yadav Chance in Election
Mamata Banarjee Goes Uttar Pradesh To Finish Akhilesh Yadav Chance in Election
author img

By

Published : Mar 4, 2022, 11:43 AM IST

নিউটাউন, 4 মার্চ : অখিলেশের খেলা শেষ করতে বারাণসী গিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banarjee Goes Uttar Pradesh To Finish Akhilesh Yadav Chance in Election) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে ভোটপ্রচারের কর্মসূচিকে এভাবেই ব্যাঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Election Campaign of Mamata Banarjee in Uttar Pradesh) ৷ দিলীপ ঘোষের মতে, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তাঁর বিরুদ্ধে যে ভাষা বাংলার মুখ্যমন্ত্রী প্রয়োগ করেছেন, তা সেখানকার মানুষ ভালভাবে নেবে না ৷

পাশাপাশি, বুধবার সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে বারাণসীতে কালো পতাকা দেখানো হয় ৷ যা নিয়ে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল ৷ এবিষয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘ঘরকা মুরগি ডাল বরাবর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের নেত্রী হলে, শুধু কলকাতা নয় ৷ উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা, গোয়া সর্বত্র প্রতিবাদ মিছিল হত ৷’’ তাঁর মতে, কাটমানি খাওয়া তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাতে এই মিছিল করছে ৷

আরও পড়ুন : Mamata Attacks Modi Government : পড়ুয়াদের ফেরাতে গিয়েও মন্ত্রীরা মোদির জয়গান করছেন, অভিযোগ মমতার

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বারাণসীতে বিজেপি কর্মীরা মমতাকে কালো পতাকা দেখাননি ৷ অখিলেশ যাদব খবর করার জন্য কিছু লোককে সেখানে ফিট করে রেখেছিলেন ৷ সেই পরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

নিউটাউন, 4 মার্চ : অখিলেশের খেলা শেষ করতে বারাণসী গিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banarjee Goes Uttar Pradesh To Finish Akhilesh Yadav Chance in Election) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে ভোটপ্রচারের কর্মসূচিকে এভাবেই ব্যাঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Election Campaign of Mamata Banarjee in Uttar Pradesh) ৷ দিলীপ ঘোষের মতে, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তাঁর বিরুদ্ধে যে ভাষা বাংলার মুখ্যমন্ত্রী প্রয়োগ করেছেন, তা সেখানকার মানুষ ভালভাবে নেবে না ৷

পাশাপাশি, বুধবার সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে বারাণসীতে কালো পতাকা দেখানো হয় ৷ যা নিয়ে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল ৷ এবিষয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘ঘরকা মুরগি ডাল বরাবর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের নেত্রী হলে, শুধু কলকাতা নয় ৷ উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা, গোয়া সর্বত্র প্রতিবাদ মিছিল হত ৷’’ তাঁর মতে, কাটমানি খাওয়া তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাতে এই মিছিল করছে ৷

আরও পড়ুন : Mamata Attacks Modi Government : পড়ুয়াদের ফেরাতে গিয়েও মন্ত্রীরা মোদির জয়গান করছেন, অভিযোগ মমতার

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বারাণসীতে বিজেপি কর্মীরা মমতাকে কালো পতাকা দেখাননি ৷ অখিলেশ যাদব খবর করার জন্য কিছু লোককে সেখানে ফিট করে রেখেছিলেন ৷ সেই পরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.