ETV Bharat / state

Dilip Ghosh on Mamata Banerjee: 'ওঁকে আগে কয়লাচুরি বন্ধ করাতে বলুন !' রানিগঞ্জ নিয়ে মমতাকে জবাব দিলীপের

জোশীমঠের ঘটনার (Joshimath Crisis) পর রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার তার জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ কী বললেন তিনি ?

Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area
মমতা বনাম দিলীপ
author img

By

Published : Jan 18, 2023, 12:57 PM IST

দিলীপ ঘোষের জবাব

নিউ টাউন, 18 জানুয়ারি: জোশীমঠ (Joshimath Crisis) প্রসঙ্গে কথা উঠতেই পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনি অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্বেগের জন্য পালটা তাঁকে এবং তাঁর অনুগামীদেরই দায়ী করলেন বিজেপি জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ তাঁর দাবি, দেদার কয়লাচুরি ও কয়লাপাচারের জন্যই রানিগঞ্জে ভৌগোলিক সঙ্কট তৈরি হচ্ছে ৷ তাই কেন্দ্রের ঘাড়ে দোষ না চাপিয়ে কয়লাপাচার আগে বন্ধ করতে হবে ৷ আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই সবার আগে উদ্যোগী হতে হবে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ বুধবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর পর একথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন ?

জোশীমঠের বিস্তীর্ণ এলাকা এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, লাগামছাড়া অবৈজ্ঞানিক নির্মাণকাজের জন্য ক্রমশ ডুবে যাচ্ছে এই পার্বত্য এলাকা ! এর পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও মানুষের খামখেয়ালিপনাই আদতে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ! এই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জের কয়লা খনি এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে গত 10 বছর ধরে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ করা যাচ্ছে না ৷ হঠাৎ যদি এই এলাকায় ধস নামে তাহলে প্রায় 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন ৷ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও !

আরও পড়ুন: খনির বিস্ফোরণে দফায় দফায় বাড়িতে ফাটল, ক্ষতিপূরণের দাবিতে পথে ভুক্তভোগীরা

দিলীপ ঘোষের জবাব:

এ নিয়ে প্রশ্ন করা হলে বুধবার দিলীপ ঘোষ পালটা বলেন, "জোশীমঠে যা হচ্ছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ ৷ কিন্তু, রানিগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, কারণ, ওই এলাকায় দেদার কয়লাচুরি হয় ৷ আর সেটা ওঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের) লোকেরাই করেন ! কয়লাচুরি আটকাতে বলুন আগে ৷ এখানে মোদিজির ঘাড়ে দোষ চাপিয়ে কোনও লাভ নেই !"

লক্ষ্যণীয় বিষয় হল, বিশেষজ্ঞরা কিন্তু জোশীমঠের ঘটনার পর এ রাজ্য়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের মতো পার্বত্য জনপদ নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সেসব কার্যত এড়িয়ে গিয়ে মূলত রানিগঞ্জের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ অন্যদিকে, রানিগঞ্জ ইস্যুতে যাবতীয় দায় রাজ্যের শাসকশিবিরের উপর চাপিয়ে জোশীমঠের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলে অবৈজ্ঞানিক নির্মাণ প্রসঙ্গে একেবারে এড়িয়ে গিয়েছেন দিলীপ !

দিলীপ ঘোষের জবাব

নিউ টাউন, 18 জানুয়ারি: জোশীমঠ (Joshimath Crisis) প্রসঙ্গে কথা উঠতেই পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনি অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্বেগের জন্য পালটা তাঁকে এবং তাঁর অনুগামীদেরই দায়ী করলেন বিজেপি জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ তাঁর দাবি, দেদার কয়লাচুরি ও কয়লাপাচারের জন্যই রানিগঞ্জে ভৌগোলিক সঙ্কট তৈরি হচ্ছে ৷ তাই কেন্দ্রের ঘাড়ে দোষ না চাপিয়ে কয়লাপাচার আগে বন্ধ করতে হবে ৷ আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই সবার আগে উদ্যোগী হতে হবে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ বুধবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর পর একথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন ?

জোশীমঠের বিস্তীর্ণ এলাকা এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, লাগামছাড়া অবৈজ্ঞানিক নির্মাণকাজের জন্য ক্রমশ ডুবে যাচ্ছে এই পার্বত্য এলাকা ! এর পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও মানুষের খামখেয়ালিপনাই আদতে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ! এই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জের কয়লা খনি এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে গত 10 বছর ধরে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ করা যাচ্ছে না ৷ হঠাৎ যদি এই এলাকায় ধস নামে তাহলে প্রায় 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন ৷ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও !

আরও পড়ুন: খনির বিস্ফোরণে দফায় দফায় বাড়িতে ফাটল, ক্ষতিপূরণের দাবিতে পথে ভুক্তভোগীরা

দিলীপ ঘোষের জবাব:

এ নিয়ে প্রশ্ন করা হলে বুধবার দিলীপ ঘোষ পালটা বলেন, "জোশীমঠে যা হচ্ছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ ৷ কিন্তু, রানিগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, কারণ, ওই এলাকায় দেদার কয়লাচুরি হয় ৷ আর সেটা ওঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের) লোকেরাই করেন ! কয়লাচুরি আটকাতে বলুন আগে ৷ এখানে মোদিজির ঘাড়ে দোষ চাপিয়ে কোনও লাভ নেই !"

লক্ষ্যণীয় বিষয় হল, বিশেষজ্ঞরা কিন্তু জোশীমঠের ঘটনার পর এ রাজ্য়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের মতো পার্বত্য জনপদ নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সেসব কার্যত এড়িয়ে গিয়ে মূলত রানিগঞ্জের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ অন্যদিকে, রানিগঞ্জ ইস্যুতে যাবতীয় দায় রাজ্যের শাসকশিবিরের উপর চাপিয়ে জোশীমঠের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলে অবৈজ্ঞানিক নির্মাণ প্রসঙ্গে একেবারে এড়িয়ে গিয়েছেন দিলীপ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.