ETV Bharat / state

Dilip Ghosh on Mamata Banerjee: 'ওঁকে আগে কয়লাচুরি বন্ধ করাতে বলুন !' রানিগঞ্জ নিয়ে মমতাকে জবাব দিলীপের - Mamata Banerjee concern over

জোশীমঠের ঘটনার (Joshimath Crisis) পর রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার তার জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ কী বললেন তিনি ?

Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area
মমতা বনাম দিলীপ
author img

By

Published : Jan 18, 2023, 12:57 PM IST

দিলীপ ঘোষের জবাব

নিউ টাউন, 18 জানুয়ারি: জোশীমঠ (Joshimath Crisis) প্রসঙ্গে কথা উঠতেই পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনি অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্বেগের জন্য পালটা তাঁকে এবং তাঁর অনুগামীদেরই দায়ী করলেন বিজেপি জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ তাঁর দাবি, দেদার কয়লাচুরি ও কয়লাপাচারের জন্যই রানিগঞ্জে ভৌগোলিক সঙ্কট তৈরি হচ্ছে ৷ তাই কেন্দ্রের ঘাড়ে দোষ না চাপিয়ে কয়লাপাচার আগে বন্ধ করতে হবে ৷ আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই সবার আগে উদ্যোগী হতে হবে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ বুধবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর পর একথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন ?

জোশীমঠের বিস্তীর্ণ এলাকা এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, লাগামছাড়া অবৈজ্ঞানিক নির্মাণকাজের জন্য ক্রমশ ডুবে যাচ্ছে এই পার্বত্য এলাকা ! এর পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও মানুষের খামখেয়ালিপনাই আদতে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ! এই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জের কয়লা খনি এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে গত 10 বছর ধরে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ করা যাচ্ছে না ৷ হঠাৎ যদি এই এলাকায় ধস নামে তাহলে প্রায় 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন ৷ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও !

আরও পড়ুন: খনির বিস্ফোরণে দফায় দফায় বাড়িতে ফাটল, ক্ষতিপূরণের দাবিতে পথে ভুক্তভোগীরা

দিলীপ ঘোষের জবাব:

এ নিয়ে প্রশ্ন করা হলে বুধবার দিলীপ ঘোষ পালটা বলেন, "জোশীমঠে যা হচ্ছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ ৷ কিন্তু, রানিগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, কারণ, ওই এলাকায় দেদার কয়লাচুরি হয় ৷ আর সেটা ওঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের) লোকেরাই করেন ! কয়লাচুরি আটকাতে বলুন আগে ৷ এখানে মোদিজির ঘাড়ে দোষ চাপিয়ে কোনও লাভ নেই !"

লক্ষ্যণীয় বিষয় হল, বিশেষজ্ঞরা কিন্তু জোশীমঠের ঘটনার পর এ রাজ্য়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের মতো পার্বত্য জনপদ নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সেসব কার্যত এড়িয়ে গিয়ে মূলত রানিগঞ্জের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ অন্যদিকে, রানিগঞ্জ ইস্যুতে যাবতীয় দায় রাজ্যের শাসকশিবিরের উপর চাপিয়ে জোশীমঠের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলে অবৈজ্ঞানিক নির্মাণ প্রসঙ্গে একেবারে এড়িয়ে গিয়েছেন দিলীপ !

দিলীপ ঘোষের জবাব

নিউ টাউন, 18 জানুয়ারি: জোশীমঠ (Joshimath Crisis) প্রসঙ্গে কথা উঠতেই পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনি অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee concern over Raniganj Coalfield Area) ৷ এবার মুখ্যমন্ত্রীর সেই উদ্বেগের জন্য পালটা তাঁকে এবং তাঁর অনুগামীদেরই দায়ী করলেন বিজেপি জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh condemn Mamata Banerjee allegations over Raniganj Coalfield area) ৷ তাঁর দাবি, দেদার কয়লাচুরি ও কয়লাপাচারের জন্যই রানিগঞ্জে ভৌগোলিক সঙ্কট তৈরি হচ্ছে ৷ তাই কেন্দ্রের ঘাড়ে দোষ না চাপিয়ে কয়লাপাচার আগে বন্ধ করতে হবে ৷ আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই সবার আগে উদ্যোগী হতে হবে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ বুধবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর পর একথা বলেন তিনি ৷

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন ?

জোশীমঠের বিস্তীর্ণ এলাকা এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, লাগামছাড়া অবৈজ্ঞানিক নির্মাণকাজের জন্য ক্রমশ ডুবে যাচ্ছে এই পার্বত্য এলাকা ! এর পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও মানুষের খামখেয়ালিপনাই আদতে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ! এই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জের কয়লা খনি এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এ নিয়ে গত 10 বছর ধরে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ করা যাচ্ছে না ৷ হঠাৎ যদি এই এলাকায় ধস নামে তাহলে প্রায় 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন ৷ ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও !

আরও পড়ুন: খনির বিস্ফোরণে দফায় দফায় বাড়িতে ফাটল, ক্ষতিপূরণের দাবিতে পথে ভুক্তভোগীরা

দিলীপ ঘোষের জবাব:

এ নিয়ে প্রশ্ন করা হলে বুধবার দিলীপ ঘোষ পালটা বলেন, "জোশীমঠে যা হচ্ছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ ৷ কিন্তু, রানিগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, কারণ, ওই এলাকায় দেদার কয়লাচুরি হয় ৷ আর সেটা ওঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের) লোকেরাই করেন ! কয়লাচুরি আটকাতে বলুন আগে ৷ এখানে মোদিজির ঘাড়ে দোষ চাপিয়ে কোনও লাভ নেই !"

লক্ষ্যণীয় বিষয় হল, বিশেষজ্ঞরা কিন্তু জোশীমঠের ঘটনার পর এ রাজ্য়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙের মতো পার্বত্য জনপদ নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সেসব কার্যত এড়িয়ে গিয়ে মূলত রানিগঞ্জের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে ৷ অন্যদিকে, রানিগঞ্জ ইস্যুতে যাবতীয় দায় রাজ্যের শাসকশিবিরের উপর চাপিয়ে জোশীমঠের ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলে অবৈজ্ঞানিক নির্মাণ প্রসঙ্গে একেবারে এড়িয়ে গিয়েছেন দিলীপ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.