ETV Bharat / state

শূন্য সে মাঠ, মারাদোনার স্মৃতি হাতড়াচ্ছে বারাসত - Aditya Academy innaugration

উত্তর 24 পরগনার জেলা সদর বারাসত থেকে টাকি রোড হয়ে ছয় কিলোমিটার দূরে আদিত্য অ্যাকাডেমি । 2017 সালে এই অ্যাকাডেমির উদ্বোধনে এসেছিলেন দিয়েগো মারাদোনা । আজ সেই দিনের স্মৃতিচারণ করছে আদিত্য অ্যাকাডেমি । আজও অ্যাকাডেমি কর্তৃপক্ষ মারাদোনার ব্যবহার করা সেই জার্সি ও বুট সযত্নে সংরক্ষণ করে রেখেছে ।

Maradona
শূন্য সে মাঠ, মারাদোনার স্মৃতি হাতরাচ্ছে বারাসত
author img

By

Published : Nov 26, 2020, 6:16 PM IST

Updated : Nov 26, 2020, 9:01 PM IST

বারাসত , 26 নভেম্বর : দিয়েগো মারাদোনা । ফুটবলের রাজপুত্র । দুনিয়াজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর স্মৃতির অসংখ্য হীরক টুকরো । সেই সোনার পায়ে ফুটবল ছুয়েছিল বারাসতের আদিত্য অ্যাকাডেমি । জগতের সব লেনাদেনা চুকিয়ে গতকাল তিনি পাড়ি দিয়েছেন চির ঘুমের দেশে । মারাদোনার স্মৃতি বুকে নিয়ে আজ শূন্য সে মাঠ ।

উত্তর 24 পরগনার জেলা সদর বারাসত থেকে টাকি রোড হয়ে ছয় কিলোমিটার দূরে আদিত্য অ্যাকাডেমি । একটি ইংরেজি মাধ্যম স্কুল । এই স্কুলের মধ্যেই রয়েছে একটি ক্রীড়াঙ্গন । 2017 সালে 12 ফেব্রুয়ারি এই ক্রীড়াঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা । সেদিন ওই মাঠে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও । আরও কয়েকজন তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন । কিন্তু সব নজর ঘিরে ছিল মারাদোনার উপস্থিতি । কথা ছিল, মারাদোনা ওই স্কুলের কচিকাঁচাদের সঙ্গে ফুটবল অনুশীলন করবেন । তারপর মারাদোনা ও সৌরভের দুই দলের মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে । ওই ম্যাচের নাম দেওয়া হয়েছিল, "দিয়েগো বনাম দাদা "। মারাদোনা সেদিন অসুস্থ ছিলেন । তাই কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করার পর তিনি আর সেই ম্যাচটি খেলেননি । তবে জার্সি পরে অন্য খেলোয়ারদের সঙ্গে মাঠে নেমেছিলেন । নিজের দলকে উৎসাহিত করেন । তারপর কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আদিত্য অ্যাকাডেমি থেকে বিদায় নেন তিনি । অ্যাকাডেমি কর্তৃপক্ষ মারাদোনার ব্যবহার করা সেই জার্সি ও বুট সযত্নে সংরক্ষণ করে রেখেছে । ড্রেসিং রুমে 10 নম্বর আসনে বসেছিলেন মারাদোনা । সৌরভ বসেছিলেন 9 নম্বর আসনে । আজও সেই ড্রেসিংরুমের 10 নম্বর আসনে কাউকে বসতে দেওয়া হয় না । সেখানে প্রবেশপথে মারাদোনার ছবি রেখেছে স্কুল কর্তৃপক্ষ ।

Maradona
আদিত্য অ্যাকাডেমি

গতকাল রাতে ফুটবলের রাজপুত্র চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন । স্তব্ধতা তৈরি হয়েছে ফুটবল জগতে । মন খারাপ সবার । বারাসতের আদিত্য অ্যাকাডেমির মাঠেও সেই স্তব্ধতা । আজ সকালে আদিত্য অ্যাকাডেমিতে গিয়ে দেখা যায় মাঠ খাঁ খাঁ করছে । ঘাসে জল দিচ্ছিলেন দুই যুবক । মাঠের দায়িত্বে থাকা কর্মী অরিন্দম নন্দী বলেন, "মারাদোনাকে কাছ থেকে দেখতে পাব, কোনওদিন ভাবিনি । সেদিন যখন মারাদোনা এলেন , আমি সারাক্ষণ মাঠে ছিলাম । ড্রেসিংরুমেও গিয়েছিলাম । মারাদোনা দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) পাশে বসে গল্প করছিলেন । পরে আমাদের স্কুলের ছাত্রদের সঙ্গে মারাদোনা মাঠে গিয়ে খেলেন । আজও সেই ছবিগুলি চোখের সামনে ভাসছে । ভাবতেই পারছি না, মানুষটা আর নেই ।"

স্কুলের নিরাপত্তা আধিকারিক সফিক আলি বলেন , "সেদিন আমাদের সামনে দিয়ে মারাদোনা স্কুলের মাঠে গেলেন । ফুটবল খেললেন । মানুষটা আর নেই ভাবতেই পারছি না । " স্কুলের প্রিন্সিপাল পারমিতা ঘোষাল জানিয়েছেন, কোভিডের কারণে স্কুল এখন বন্ধ রয়েছে । তবু শুক্রবার স্কুলের মাঠে মারাদোনার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ।

শূন্য সে মাঠ, মারাদোনার স্মৃতি হাতরাচ্ছে বারাসতের আদিত্য অ্যাকাডেমি
মারাদোনা পাড়ি দিয়েছেন অনন্ত ঘুমের দেশে । আর কোনওদিন ফিরবেন না । আজ বারাসতের মাঠে শুধু শূন্যতা । দূরে জিয়লগাছে বেসুরে ডেকে ফেরে এক অচিন পাখি । কেবল ডেকেই চলে । চরাচরে যেনে বেজে চলে সেই গানের কলি...জমবে ধুলা তানপুরাটার তারগুলায় ... । শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় । তখন আমায় নাই বা মনে রাখলে...।

বারাসত , 26 নভেম্বর : দিয়েগো মারাদোনা । ফুটবলের রাজপুত্র । দুনিয়াজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর স্মৃতির অসংখ্য হীরক টুকরো । সেই সোনার পায়ে ফুটবল ছুয়েছিল বারাসতের আদিত্য অ্যাকাডেমি । জগতের সব লেনাদেনা চুকিয়ে গতকাল তিনি পাড়ি দিয়েছেন চির ঘুমের দেশে । মারাদোনার স্মৃতি বুকে নিয়ে আজ শূন্য সে মাঠ ।

উত্তর 24 পরগনার জেলা সদর বারাসত থেকে টাকি রোড হয়ে ছয় কিলোমিটার দূরে আদিত্য অ্যাকাডেমি । একটি ইংরেজি মাধ্যম স্কুল । এই স্কুলের মধ্যেই রয়েছে একটি ক্রীড়াঙ্গন । 2017 সালে 12 ফেব্রুয়ারি এই ক্রীড়াঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা । সেদিন ওই মাঠে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও । আরও কয়েকজন তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন । কিন্তু সব নজর ঘিরে ছিল মারাদোনার উপস্থিতি । কথা ছিল, মারাদোনা ওই স্কুলের কচিকাঁচাদের সঙ্গে ফুটবল অনুশীলন করবেন । তারপর মারাদোনা ও সৌরভের দুই দলের মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে । ওই ম্যাচের নাম দেওয়া হয়েছিল, "দিয়েগো বনাম দাদা "। মারাদোনা সেদিন অসুস্থ ছিলেন । তাই কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করার পর তিনি আর সেই ম্যাচটি খেলেননি । তবে জার্সি পরে অন্য খেলোয়ারদের সঙ্গে মাঠে নেমেছিলেন । নিজের দলকে উৎসাহিত করেন । তারপর কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আদিত্য অ্যাকাডেমি থেকে বিদায় নেন তিনি । অ্যাকাডেমি কর্তৃপক্ষ মারাদোনার ব্যবহার করা সেই জার্সি ও বুট সযত্নে সংরক্ষণ করে রেখেছে । ড্রেসিং রুমে 10 নম্বর আসনে বসেছিলেন মারাদোনা । সৌরভ বসেছিলেন 9 নম্বর আসনে । আজও সেই ড্রেসিংরুমের 10 নম্বর আসনে কাউকে বসতে দেওয়া হয় না । সেখানে প্রবেশপথে মারাদোনার ছবি রেখেছে স্কুল কর্তৃপক্ষ ।

Maradona
আদিত্য অ্যাকাডেমি

গতকাল রাতে ফুটবলের রাজপুত্র চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন । স্তব্ধতা তৈরি হয়েছে ফুটবল জগতে । মন খারাপ সবার । বারাসতের আদিত্য অ্যাকাডেমির মাঠেও সেই স্তব্ধতা । আজ সকালে আদিত্য অ্যাকাডেমিতে গিয়ে দেখা যায় মাঠ খাঁ খাঁ করছে । ঘাসে জল দিচ্ছিলেন দুই যুবক । মাঠের দায়িত্বে থাকা কর্মী অরিন্দম নন্দী বলেন, "মারাদোনাকে কাছ থেকে দেখতে পাব, কোনওদিন ভাবিনি । সেদিন যখন মারাদোনা এলেন , আমি সারাক্ষণ মাঠে ছিলাম । ড্রেসিংরুমেও গিয়েছিলাম । মারাদোনা দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) পাশে বসে গল্প করছিলেন । পরে আমাদের স্কুলের ছাত্রদের সঙ্গে মারাদোনা মাঠে গিয়ে খেলেন । আজও সেই ছবিগুলি চোখের সামনে ভাসছে । ভাবতেই পারছি না, মানুষটা আর নেই ।"

স্কুলের নিরাপত্তা আধিকারিক সফিক আলি বলেন , "সেদিন আমাদের সামনে দিয়ে মারাদোনা স্কুলের মাঠে গেলেন । ফুটবল খেললেন । মানুষটা আর নেই ভাবতেই পারছি না । " স্কুলের প্রিন্সিপাল পারমিতা ঘোষাল জানিয়েছেন, কোভিডের কারণে স্কুল এখন বন্ধ রয়েছে । তবু শুক্রবার স্কুলের মাঠে মারাদোনার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ।

শূন্য সে মাঠ, মারাদোনার স্মৃতি হাতরাচ্ছে বারাসতের আদিত্য অ্যাকাডেমি
মারাদোনা পাড়ি দিয়েছেন অনন্ত ঘুমের দেশে । আর কোনওদিন ফিরবেন না । আজ বারাসতের মাঠে শুধু শূন্যতা । দূরে জিয়লগাছে বেসুরে ডেকে ফেরে এক অচিন পাখি । কেবল ডেকেই চলে । চরাচরে যেনে বেজে চলে সেই গানের কলি...জমবে ধুলা তানপুরাটার তারগুলায় ... । শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় । তখন আমায় নাই বা মনে রাখলে...।
Last Updated : Nov 26, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.