ETV Bharat / state

ICDS Worker Dies by Suicide: আবাস যোজনায় অনিয়ম করতে চাপ দেওয়ায় আত্মঘাতী আইসিডিএস কর্মী ? তপ্ত স্বরূপনগর - উত্তর 24 পরগনার খবর

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষায় অনিয়ম করার জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ সেই মানসিক চাপ নিতে না পেরেই স্বরূপনগরের আইসিডিএস কর্মী আত্মহত্যার (ICDS Worker Dies by Suicide) পথ বেছে নিয়েছেন ৷ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এই অভিযোগে উত্তাল হল এলাকা (North 24 Parganas news)৷

Did ICDS worker die by suicide after he was pressurised to do irregularities in Awas Yojana
আবাস যোজনায় অনিয়ম করতে চাপ দেওয়ায় আত্মঘাতী আইসিডিএস কর্মী ? তপ্ত স্বরূপনগর
author img

By

Published : Dec 12, 2022, 6:43 PM IST

Updated : Dec 12, 2022, 8:09 PM IST

আবাস যোজনায় অনিয়ম করতে চাপ দেওয়ায় আত্মঘাতী আইসিডিএস কর্মী ? তপ্ত স্বরূপনগর

বসিরহাট, 12 ডিসেম্বর: আইসিডিএস কর্মীর (ICDS Worker Dies by Suicide) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সোমবার উত্তাল হয়ে উঠল উত্তর 24 পরগনার স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ পঞ্চায়েত এলাকা । মৃত ওই আইসিডিএস কর্মীর নাম রেবা বিশ্বাস । তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা । বিডিও অফিসের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা ।

বিক্ষোভকারীদের অভিযোগ,"আবাস যোজনা (Awas Yojana ) প্রকল্পের সমীক্ষায় অনিয়ম করতে ওই আইসিডিএস কর্মীকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল । বলা হচ্ছিল যোগ্য উপভোক্তাদের পরিবর্তে যেন শাসকদলের মদতপুষ্ট প্রভাবশালীরা আবাস যোজনার ঘর পান । সে রকমই রিপোর্ট তৈরি করে তাঁকে পাঠাতে বলা হয়েছিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে । সেই মানসিক চাপ সহ‍্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন আইসিডিএস কর্মী ৷" ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এ দিন সরব হয় গেরুয়া শিবির । যদিও গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ ।

জানা গিয়েছে, বছর 39-এর রেবার বাড়ি স্বরূপনগরের বিশ্বাস পাড়ায় । বছর পনেরো আগে তাঁর স্বামী মারা যান । এরপর থেকে বিশ্বাস পাড়ার বাপের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি । দাদার সংসারের হাল ধরতে একসময় ওই মহিলা নিযুক্ত হন আইসিডিএস-এর কাজে । শাঁড়াপুল-নির্মাণ পঞ্চায়েতেরই আশা কর্মী ছিলেন রেবা । গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজে তাঁকে যেতে হচ্ছিল ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । সেখানে সমীক্ষা করতে গিয়ে শাসকদলের মদতপুষ্ট প্রভাবশালীদের হুমকির মুখে তাঁকে পড়তে হচ্ছিল বলে অভিযোগ । এমনকী প্রভাবশালীদের ঘনিষ্ঠরা যাতে আবাস যোজনার বাড়ি পান তারও রিপোর্ট তৈরি করতে আইসিডিএস কর্মীকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে । পছন্দমতো রিপোর্ট তৈরি না করলে তাঁকে কাজ ছেড়ে দেওয়ার নিদানও দেওয়া হয়েছিল তাঁদের তরফে । সে কথা তাঁর পরিবারকে জানিয়ে ছিলেন তিনি । এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অশান্তির মধ্যে ছিলেন ওই আইসিডিএস কর্মী ।

আরও পড়ুন: আবাস যোজনার সমীক্ষায় বাড়ি বাড়ি ঘুরলেন নামখানার বিডিও

সেই ঘটনার পরপরই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল । স্বভাবতই তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশকিছু প্রশ্ন উঠেছে । তাহলে কি আবাস যোজনা প্রকল্পের দুর্নীতিতে সায় না থাকাতেই তিনি এই চরম সিদ্ধান্তের পথে হাঁটলেন ? নাকি মানসিক চাপ সহ‍্য করতে না পেরে তাঁকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হল ? এ রকমই নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, তখন আইসিডিএস কর্মীর মৃত্যুর বিচার চেয়ে পথে নেমে গর্জে উঠলেন স্থানীয় বিজেপি কর্মীরা । সরব হয়েছেন দোষীদের গ্রেফতারের দাবিতেও । পরে পুলিশের হস্তক্ষেপে এ দিনের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় ।

এই বিষয়ে মৃতার সহকর্মী জাহিরা খাতুন বলেন, "আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে অনেক জায়গাতেই চাপ তৈরি করা হচ্ছে । যেটা ঘটেছে রেবা বিশ্বাসের ক্ষেত্রেও । সেই চাপ ও নিতে পারেনি । সেই কারণেই হয়তো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৷"

এ দিকে, এ দিন সকালে মৃত আইসিডিএস কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ ।

আবাস যোজনায় অনিয়ম করতে চাপ দেওয়ায় আত্মঘাতী আইসিডিএস কর্মী ? তপ্ত স্বরূপনগর

বসিরহাট, 12 ডিসেম্বর: আইসিডিএস কর্মীর (ICDS Worker Dies by Suicide) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সোমবার উত্তাল হয়ে উঠল উত্তর 24 পরগনার স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ পঞ্চায়েত এলাকা । মৃত ওই আইসিডিএস কর্মীর নাম রেবা বিশ্বাস । তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা । বিডিও অফিসের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা ।

বিক্ষোভকারীদের অভিযোগ,"আবাস যোজনা (Awas Yojana ) প্রকল্পের সমীক্ষায় অনিয়ম করতে ওই আইসিডিএস কর্মীকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল । বলা হচ্ছিল যোগ্য উপভোক্তাদের পরিবর্তে যেন শাসকদলের মদতপুষ্ট প্রভাবশালীরা আবাস যোজনার ঘর পান । সে রকমই রিপোর্ট তৈরি করে তাঁকে পাঠাতে বলা হয়েছিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে । সেই মানসিক চাপ সহ‍্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন আইসিডিএস কর্মী ৷" ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এ দিন সরব হয় গেরুয়া শিবির । যদিও গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ ।

জানা গিয়েছে, বছর 39-এর রেবার বাড়ি স্বরূপনগরের বিশ্বাস পাড়ায় । বছর পনেরো আগে তাঁর স্বামী মারা যান । এরপর থেকে বিশ্বাস পাড়ার বাপের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি । দাদার সংসারের হাল ধরতে একসময় ওই মহিলা নিযুক্ত হন আইসিডিএস-এর কাজে । শাঁড়াপুল-নির্মাণ পঞ্চায়েতেরই আশা কর্মী ছিলেন রেবা । গত কয়েকদিন ধরে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজে তাঁকে যেতে হচ্ছিল ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । সেখানে সমীক্ষা করতে গিয়ে শাসকদলের মদতপুষ্ট প্রভাবশালীদের হুমকির মুখে তাঁকে পড়তে হচ্ছিল বলে অভিযোগ । এমনকী প্রভাবশালীদের ঘনিষ্ঠরা যাতে আবাস যোজনার বাড়ি পান তারও রিপোর্ট তৈরি করতে আইসিডিএস কর্মীকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে । পছন্দমতো রিপোর্ট তৈরি না করলে তাঁকে কাজ ছেড়ে দেওয়ার নিদানও দেওয়া হয়েছিল তাঁদের তরফে । সে কথা তাঁর পরিবারকে জানিয়ে ছিলেন তিনি । এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অশান্তির মধ্যে ছিলেন ওই আইসিডিএস কর্মী ।

আরও পড়ুন: আবাস যোজনার সমীক্ষায় বাড়ি বাড়ি ঘুরলেন নামখানার বিডিও

সেই ঘটনার পরপরই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল । স্বভাবতই তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশকিছু প্রশ্ন উঠেছে । তাহলে কি আবাস যোজনা প্রকল্পের দুর্নীতিতে সায় না থাকাতেই তিনি এই চরম সিদ্ধান্তের পথে হাঁটলেন ? নাকি মানসিক চাপ সহ‍্য করতে না পেরে তাঁকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হল ? এ রকমই নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, তখন আইসিডিএস কর্মীর মৃত্যুর বিচার চেয়ে পথে নেমে গর্জে উঠলেন স্থানীয় বিজেপি কর্মীরা । সরব হয়েছেন দোষীদের গ্রেফতারের দাবিতেও । পরে পুলিশের হস্তক্ষেপে এ দিনের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় ।

এই বিষয়ে মৃতার সহকর্মী জাহিরা খাতুন বলেন, "আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে অনেক জায়গাতেই চাপ তৈরি করা হচ্ছে । যেটা ঘটেছে রেবা বিশ্বাসের ক্ষেত্রেও । সেই চাপ ও নিতে পারেনি । সেই কারণেই হয়তো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৷"

এ দিকে, এ দিন সকালে মৃত আইসিডিএস কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ ।

Last Updated : Dec 12, 2022, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.