ETV Bharat / state

Dengue in Deganga: আবারও দেগঙ্গায় ডেঙ্গিতে মৃত বধূ, বাড়ছে আতঙ্ক - ডেঙ্গিতে মৃত্যু

আবারও দেগঙ্গায় ডেঙ্গিতে (Dengue in Deganga) মৃত্যু হল এক গৃহবধূর ৷ এই ঘটনায় ক্রমে আতঙ্ক বাড়ছে ওই এলাকায় ৷ পরিস্থিতি সামাল দিতে সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে (Deganga dengue death)৷

Dengue claims one more life at Deganga
আবারও দেগঙ্গায় ডেঙ্গিতে মৃত বধূ, বাড়ছে আতঙ্ক
author img

By

Published : Oct 20, 2022, 8:10 PM IST

দেগঙ্গা, 20 অক্টোবর: একদিন কাটতে না কাটতেই ফের ডেঙ্গিতে (Dengue in Deganga) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Deganga dengue death)। এ বার প্রাণ হারালেন বছর 34-র এক গৃহবধূ । মৃতার নাম রেহানা বিবি । এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উত্তর কালিয়ানী পশ্চিম পাড়ায় ।

মঙ্গলবার হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর 24-র এক গৃহবধূর মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে । তার কিছুদিন আগে দেগঙ্গার চাঁপাতলা এবং নূরনগর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলা ও প্রৌঢ়ের মৃত্যু ঘটেছিল । সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ডেঙ্গিতে মৃত্যু ঘটল দেগঙ্গাতে । স্বভাবতই আতঙ্কিত এলাকার লোকজন । ইতিমধ্যে ডেঙ্গি প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।

জানা গিয়েছে, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ । জ্বর না কমায় সেদিনই পরিবারের লোকেরা তাঁকে নিয়ে যান দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে রক্ত পরীক্ষা হলে ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে তাঁর । দু'দিন ওই হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর চিকিৎসা চললেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না । বরং অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় বুধবার চিকিৎসকের পরামর্শমতো তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । রাতে ওই বধূর শারীরিক অবস্থা সংকটজনক হলে তাঁকে সেখান থেকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক । কিন্তু সংকটজনক পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্ত ওই গৃহবধূকে কলকাতায় নিয়ে যাওয়ার মতো হাতে আর সময় ছিল না পরিবারের কাছে । তাই নিরুপায় হয়ে তাঁরা বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন রোগীকে । সেখানেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি । এই ঘটনা এলাকায় জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে ।

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট, বাড়ছে উদ্বেগ

মৃত গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম বলেন, "তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েই । ডেথ সার্টিফিকেটে বিষয়টির উল্লেখও রয়েছে । প্রশাসনের উচিত ডেঙ্গির প্রকোপ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া । নইলে এ রকম ঘটনা আরও ঘটতে পারে ৷"

Dengue claims one more life at Deganga
হাসপাতালে বিক্ষোভ বিজেপি নেতার

এ দিকে, উত্তর 24 পরগনার গ্রামীণ এলাকাগুলির মধ্যে এই দেগঙ্গাতেই ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে খবর প্রশাসন সূত্রে । প্রায় প্রতিদিনই কোনও না কোনও মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন এখানে । স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীর ভিড়ও বাড়ছে ক্রমশ ।তারই মধ্যে রোগীরা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ । ফলে বাড়ছে হয়রানিও । এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে দলবল নিয়ে ঢুকে স্বাস্থ্য কর্মীদের আঙুল উঁচিয়ে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে ।

যদিও পালটা স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন ওই বিজেপি নেতা । সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

দেগঙ্গা, 20 অক্টোবর: একদিন কাটতে না কাটতেই ফের ডেঙ্গিতে (Dengue in Deganga) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Deganga dengue death)। এ বার প্রাণ হারালেন বছর 34-র এক গৃহবধূ । মৃতার নাম রেহানা বিবি । এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উত্তর কালিয়ানী পশ্চিম পাড়ায় ।

মঙ্গলবার হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর 24-র এক গৃহবধূর মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে । তার কিছুদিন আগে দেগঙ্গার চাঁপাতলা এবং নূরনগর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলা ও প্রৌঢ়ের মৃত্যু ঘটেছিল । সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ডেঙ্গিতে মৃত্যু ঘটল দেগঙ্গাতে । স্বভাবতই আতঙ্কিত এলাকার লোকজন । ইতিমধ্যে ডেঙ্গি প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।

জানা গিয়েছে, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ । জ্বর না কমায় সেদিনই পরিবারের লোকেরা তাঁকে নিয়ে যান দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে রক্ত পরীক্ষা হলে ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে তাঁর । দু'দিন ওই হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর চিকিৎসা চললেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না । বরং অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় বুধবার চিকিৎসকের পরামর্শমতো তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । রাতে ওই বধূর শারীরিক অবস্থা সংকটজনক হলে তাঁকে সেখান থেকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক । কিন্তু সংকটজনক পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্ত ওই গৃহবধূকে কলকাতায় নিয়ে যাওয়ার মতো হাতে আর সময় ছিল না পরিবারের কাছে । তাই নিরুপায় হয়ে তাঁরা বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন রোগীকে । সেখানেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি । এই ঘটনা এলাকায় জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে ।

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট, বাড়ছে উদ্বেগ

মৃত গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম বলেন, "তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েই । ডেথ সার্টিফিকেটে বিষয়টির উল্লেখও রয়েছে । প্রশাসনের উচিত ডেঙ্গির প্রকোপ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া । নইলে এ রকম ঘটনা আরও ঘটতে পারে ৷"

Dengue claims one more life at Deganga
হাসপাতালে বিক্ষোভ বিজেপি নেতার

এ দিকে, উত্তর 24 পরগনার গ্রামীণ এলাকাগুলির মধ্যে এই দেগঙ্গাতেই ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে খবর প্রশাসন সূত্রে । প্রায় প্রতিদিনই কোনও না কোনও মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন এখানে । স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীর ভিড়ও বাড়ছে ক্রমশ ।তারই মধ্যে রোগীরা ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ । ফলে বাড়ছে হয়রানিও । এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে দলবল নিয়ে ঢুকে স্বাস্থ্য কর্মীদের আঙুল উঁচিয়ে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে ।

যদিও পালটা স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন ওই বিজেপি নেতা । সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.