দেগঙ্গা, 8 অগাস্ট: মূক ও বধির বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েতের ইয়াজপুর দেবালয়ে ৷ মৃত বিশ্বনাথ দাসের বয়স 60 বছর ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী সুভাষ দাস পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াজপুরের দেবালয়ে পরিবার নিয়ে বাস বিশ্বনাথ দাসের ৷ কিছুদিন ধরেই প্রতিবেশী সুভাষ দাসের সঙ্গে সমস্যা চলছিল ৷ শুক্রবার বিকেলে বাড়ি থেকে দেগঙ্গার গোদার মোড়ে বাজারে যাচ্ছিলেন বিশ্বনাথ দাস ৷ অভিযোগ, সেই সময়ই তাঁর পথ আটকায় সুভাষ দাস ৷ কিছু বুঝে ওঠার আগেই মূক ও বধির ওই বৃদ্ধকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে সে ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ৷ জখম ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা ৷ পরে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে স্থানান্তরিত করা হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এই বিষয়ে মৃতের স্ত্রী রাধারাণী দাস বলেন, "সকাল থেকেই আমার স্বামীকে খুন করার জন্য ঘুরে বেড়াচ্ছিল সুভাষ ৷ খুনের আগে প্রাণনাশের হুমকিও দিয়েছিল ৷ পরিকল্পনা করেই খুন করা হয়েছে ৷ দোষীর কড়া শাস্তি চাই ৷" প্রতিবেশী শান্তি দাস বলেন, "উনি কথা বলতে পারতেন না ৷ কিন্তু কোনও অন্যায় দেখলে ইশারায় তার প্রতিবাদ করতেন ৷ হয়তো খুনির কোনও অন্যায়ের প্রতিবাদ করেছিলেন ৷ সেই আক্রোশেই তাঁকে খুন করা হতে পারে ৷ তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা উচিত পুলিশের ৷"
রাতেই দেগঙ্গা থানায় সুভাষ দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, "পারিবারিক বিবাদ নাকি ব্যক্তিগত কোনও আক্রোশের জেরে এই খুন তা তদন্ত করে দেখা হচ্ছে৷ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে ৷"