ETV Bharat / state

খড়দহে মিলল বিপন্ন প্রজাতির বাঘরোলের দেহ

খড়দহে উদ্ধার হল বিপন্ন প্রজাতির বাঘরোলের মৃতদেহ ৷ প্রাণীটির মৃত্যু কীভাবে হল তা খতিয়ে দেখছে বনবিভাগ ।

author img

By

Published : Jan 22, 2020, 7:23 PM IST

dead-baghrol-found-in-khardah
বাঘরোল

খড়দহ, 22 জানুয়ারি: এবার খড়দহের দোপেড়ে এলাকায় মিলল বিপন্ন প্রজাতির বাঘরোলের দেহ ৷ বুধবার সকালে এলাকার একটি আমবাগানে মৃত বাঘরোলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কীভাবে মৃত্যু হল প্রাণীটির তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বন বিভাগকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে গিয়ে বাঘরোলের দেহটি উদ্ধার করে বনকর্মীরা ।

শুনুন বনকর্মী অমল কুমার মিত্রের বক্তব্য
প্রসঙ্গত, কোন্নগরের পর গতকাল নদীয়াতেও খোঁজ মিলেছিল বাঘরোলের । এবার খড়দহেও মিলল বিরল প্রজাতির এই প্রাণীর দেহ ৷ বনকর্মী অমল কুমার মিত্র জানান, প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট প্রজাতির । কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ।

খড়দহ, 22 জানুয়ারি: এবার খড়দহের দোপেড়ে এলাকায় মিলল বিপন্ন প্রজাতির বাঘরোলের দেহ ৷ বুধবার সকালে এলাকার একটি আমবাগানে মৃত বাঘরোলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কীভাবে মৃত্যু হল প্রাণীটির তা খতিয়ে দেখছে পুলিশ । পরে বন বিভাগকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে গিয়ে বাঘরোলের দেহটি উদ্ধার করে বনকর্মীরা ।

শুনুন বনকর্মী অমল কুমার মিত্রের বক্তব্য
প্রসঙ্গত, কোন্নগরের পর গতকাল নদীয়াতেও খোঁজ মিলেছিল বাঘরোলের । এবার খড়দহেও মিলল বিরল প্রজাতির এই প্রাণীর দেহ ৷ বনকর্মী অমল কুমার মিত্র জানান, প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট প্রজাতির । কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ।
Intro:খড়দহ দোপেড়ে এলাকায় বিরল প্রজাতির বাঘরোল এর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় Body:খড়দহ থানা এলাকায় দোপেড়ে অঞ্চলে একটি আমবাগানের মধ্যে আজ সকালে একটি মৃত বাগরোল দেখতে পায় এলাকার মানুষ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই দল দল সাধারন মানুষ দেখতে আসে অপরিচিত এই প্রানীকে। খরদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিভাবে মৃত্যু হলো এই প্রানীর তা খতিয়ে দেখছে পুলিশ। দোপেড়ের ঐ প্রানী মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের কর্মী অমল কুমার মিত্র জানান প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট নামেই পরিচিত। প্রাণীটির ময়নাতদন্ত করেই জানা যাবে মৃত্যুর সঠিক কারন।

বাইটঃ-
অমল কুমার মিত্র (বন দপ্তর কর্মী)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.