ETV Bharat / state

School Student Missing: 24 ঘণ্টা পরও সন্ধান মিলল না দক্ষিণেশ্বরের নিখোঁজ স্কুলছাত্রের - দক্ষিণেশ্বর রেলস্টেশন

School Student Missing in Dakshineswar: 24 ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ দক্ষিণেশ্বর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের সন্ধান এখনও মেলেনি । ফলে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ৷ পুলিশি তদন্ত চলছে ৷

School Student Missing
School Student Missing
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 5:54 PM IST

ব‍্যারাকপুর, 3 অক্টোবর: 24 ঘণ্টারও বেশি সময় পার ! দক্ষিণেশ্বর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের সন্ধান মেলেনি এখনও । চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের । নিখোঁজ ওই স্কুল ছাত্রের নাম আকাশ শাসমল । সে দক্ষিণেশ্বর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র । আকাশ অপহৃত হয়েছেন কি না, তা নিয়েও সন্দিহান পরিবারের সদস্যরা । ইতিমধ্যে নিখোঁজ পড়ুয়ার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করলেও তেমন কোনও সূত্র এখনও উঠে আসেনি পুলিশের হাতে । ফলে তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুলিশকে ।

ছোটবেলা থেকেই মামাবাড়িতে বড় হয়ে ওঠা আকাশের । তার মামাবাড়ি দক্ষিণেশ্বরের নিমতলা এলাকাতে । পরিবারের দাবি, সোমবার সকালে আকাশ সাইকেল নিয়ে বেরিয়ে ছিল স্কুলে যাওয়ার উদ্দেশে । দীর্ঘক্ষণ কেটে গেলেও মামাবাড়িতে ওই ছাত্র ফিরে না আসায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা । আত্মীয় স্বজন থেকে চেনা পরিচিত সকলের কাছে খোঁজ করেও পড়ুয়ার কোনও হদিস না মেলায় শেষে পরিবারের তরফে সোমবার বিকেলে মিসিং ডায়রি করা হয় দক্ষিণেশ্বর থানায় । এরপরই তদন্তে নামে পুলিশ ।

দক্ষিণেশ্বর রেলস্টেশনের সামনে সাইকেল গ‍্যারেজে রোজ নিজের সাইকেল রাখত সে । তারপর সেখান থেকে পায়ে হেঁটে স্কুলে পৌঁছাত । গ্যারেজ থেকে আকাশের সাইকেল উদ্ধার করেছে পুলিশ ৷ ফলে সাইকেল রেখেই সে বেরিয়েছিল, তা স্পষ্ট ৷ কিন্তু গান্ধিজয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি ছিল সোমবার ৷

স্কুলে না গিয়ে সে কোথায় গেল ? কোনও অসাধু চক্রের পাল্লায় পড়ল ? নাকি কেউ তাকে অপহরণ করে নিয়ে গেল ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে পরিবারের মনে । যদিও এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি নিখোঁজ ছাত্রের পরিবারের কাছে ।

সূত্রের খবর, গ‍্যারেজে রেখে যাওয়া পড়ুয়ার সাইকেলটি উদ্ধার করা বাদে তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি এখনও । ফলে এনিয়ে উদ্বেগ বাড়ছে তদন্তকারীদের ।

অন‍্যদিকে, তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে । তবে সেখান থেকেও কোনও সূত্র পাওয়া যায়নি । পড়াশোনা নিয়ে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ওই পড়ুয়া স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

আরও পড়ুন: বারাসতে প্রৌঢ়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 2

ব‍্যারাকপুর, 3 অক্টোবর: 24 ঘণ্টারও বেশি সময় পার ! দক্ষিণেশ্বর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের সন্ধান মেলেনি এখনও । চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের । নিখোঁজ ওই স্কুল ছাত্রের নাম আকাশ শাসমল । সে দক্ষিণেশ্বর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র । আকাশ অপহৃত হয়েছেন কি না, তা নিয়েও সন্দিহান পরিবারের সদস্যরা । ইতিমধ্যে নিখোঁজ পড়ুয়ার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করলেও তেমন কোনও সূত্র এখনও উঠে আসেনি পুলিশের হাতে । ফলে তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুলিশকে ।

ছোটবেলা থেকেই মামাবাড়িতে বড় হয়ে ওঠা আকাশের । তার মামাবাড়ি দক্ষিণেশ্বরের নিমতলা এলাকাতে । পরিবারের দাবি, সোমবার সকালে আকাশ সাইকেল নিয়ে বেরিয়ে ছিল স্কুলে যাওয়ার উদ্দেশে । দীর্ঘক্ষণ কেটে গেলেও মামাবাড়িতে ওই ছাত্র ফিরে না আসায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা । আত্মীয় স্বজন থেকে চেনা পরিচিত সকলের কাছে খোঁজ করেও পড়ুয়ার কোনও হদিস না মেলায় শেষে পরিবারের তরফে সোমবার বিকেলে মিসিং ডায়রি করা হয় দক্ষিণেশ্বর থানায় । এরপরই তদন্তে নামে পুলিশ ।

দক্ষিণেশ্বর রেলস্টেশনের সামনে সাইকেল গ‍্যারেজে রোজ নিজের সাইকেল রাখত সে । তারপর সেখান থেকে পায়ে হেঁটে স্কুলে পৌঁছাত । গ্যারেজ থেকে আকাশের সাইকেল উদ্ধার করেছে পুলিশ ৷ ফলে সাইকেল রেখেই সে বেরিয়েছিল, তা স্পষ্ট ৷ কিন্তু গান্ধিজয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি ছিল সোমবার ৷

স্কুলে না গিয়ে সে কোথায় গেল ? কোনও অসাধু চক্রের পাল্লায় পড়ল ? নাকি কেউ তাকে অপহরণ করে নিয়ে গেল ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে পরিবারের মনে । যদিও এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি নিখোঁজ ছাত্রের পরিবারের কাছে ।

সূত্রের খবর, গ‍্যারেজে রেখে যাওয়া পড়ুয়ার সাইকেলটি উদ্ধার করা বাদে তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি এখনও । ফলে এনিয়ে উদ্বেগ বাড়ছে তদন্তকারীদের ।

অন‍্যদিকে, তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে । তবে সেখান থেকেও কোনও সূত্র পাওয়া যায়নি । পড়াশোনা নিয়ে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ওই পড়ুয়া স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

আরও পড়ুন: বারাসতে প্রৌঢ়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.