বারাসত, 4 অগাস্ট: খাদ্যমন্ত্রীর নামে কাটমানি পোস্টার ৷ মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ের পাশে অনেকগুলো পোস্টার দেখতে পাওয়া যায় ৷
আজ সকালে যশোর রোডের ধারে দলের জেলা কার্যালয়ের পাশে কাটমানি ইশু সংক্রান্ত বেশকিছু পোস্টার দেখতে পাওয়া যায় ৷ খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে এই পোস্টার সাঁটানো হয় ৷ পোস্টারে খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা "চিটিংবাজ, কাটমানিবাবু" ৷ এমন কী বেশকিছু পোস্টারে CBI তদন্তের দাবি তোলা হয় ৷ আজ পোস্টারের জেরে এলাকায় চাঞ্চল্য দেখা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে পোস্টারগুলো ছিঁড়ে দেয় ৷
আরও পড়ুন : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান দুর্ব্যবহার করেন, জনসংযোগে গিয়ে শুনলেন জ্যোতিপ্রিয়
এই ঘটনার পিছনে BJP-র হাত রয়েছে বলে অভিযোগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ ফোনে তিনি বলেন, "BJP এখন উন্মত্ত সারমেয় ৷ ওরা যদি ঘেউঘেউ করে, তাহলে আমাকেও ঘেউঘেউ করতে হবে-এমন কোনও মানে নেই ৷ মানুষই ওদের উচিত শিক্ষা দেবেন ৷ " যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ি বলে মন্তব্য করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলা সহ সভাপতি শংকর দাস ৷ তিনি বলেন, "কাটমানি নিয়ে তৃণমূলের লোকেরাই ক্ষিপ্ত ৷ ওরাই দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাচ্ছে ৷ আর তার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে শাসকদল ৷" এ বিষয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা পোস্টারগুলো ওখানে সাঁটাল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷