ETV Bharat / state

দলীয় কার্যালয়ের পাশে জ্যোতিপ্রিয়র নামে কাটমানির পোস্টার ! - cut money poster infront of Madhyamgram tmc party office

খাদ্যমন্ত্রীর নামে কাটমানি পোস্টার ৷ মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ের পাশে অনেকগুলো পোস্টার দেখতে পাওয়া যায় ৷

জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Aug 4, 2019, 10:56 PM IST

Updated : Aug 5, 2019, 1:04 AM IST

বারাসত, 4 অগাস্ট: খাদ্যমন্ত্রীর নামে কাটমানি পোস্টার ৷ মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ের পাশে অনেকগুলো পোস্টার দেখতে পাওয়া যায় ৷

আজ সকালে যশোর রোডের ধারে দলের জেলা কার্যালয়ের পাশে কাটমানি ইশু সংক্রান্ত বেশকিছু পোস্টার দেখতে পাওয়া যায় ৷ খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে এই পোস্টার সাঁটানো হয় ৷ পোস্টারে খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা "চিটিংবাজ, কাটমানিবাবু" ৷ এমন কী বেশকিছু পোস্টারে CBI তদন্তের দাবি তোলা হয় ৷ আজ পোস্টারের জেরে এলাকায় চাঞ্চল্য দেখা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে পোস্টারগুলো ছিঁড়ে দেয় ৷

আরও পড়ুন : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান দুর্ব্যবহার করেন, জনসংযোগে গিয়ে শুনলেন জ্যোতিপ্রিয়

এই ঘটনার পিছনে BJP-র হাত রয়েছে বলে অভিযোগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ ফোনে তিনি বলেন, "BJP এখন উন্মত্ত সারমেয় ৷ ওরা যদি ঘেউঘেউ করে, তাহলে আমাকেও ঘেউঘেউ করতে হবে-এমন কোনও মানে নেই ৷ মানুষ‌ই ওদের উচিত শিক্ষা দেবেন ৷ " যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ি বলে মন্তব্য করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলা সহ সভাপতি শংকর দাস ৷ তিনি বলেন, "কাটমানি নিয়ে তৃণমূলের লোকেরাই ক্ষিপ্ত ৷ ওরাই দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাচ্ছে ৷ আর তার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে শাসকদল ৷" এ বিষয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা পোস্টারগুলো ওখানে সাঁটাল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

বারাসত, 4 অগাস্ট: খাদ্যমন্ত্রীর নামে কাটমানি পোস্টার ৷ মধ্যমগ্রামে জেলা তৃণমূলের কার্যালয়ের পাশে অনেকগুলো পোস্টার দেখতে পাওয়া যায় ৷

আজ সকালে যশোর রোডের ধারে দলের জেলা কার্যালয়ের পাশে কাটমানি ইশু সংক্রান্ত বেশকিছু পোস্টার দেখতে পাওয়া যায় ৷ খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে এই পোস্টার সাঁটানো হয় ৷ পোস্টারে খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা "চিটিংবাজ, কাটমানিবাবু" ৷ এমন কী বেশকিছু পোস্টারে CBI তদন্তের দাবি তোলা হয় ৷ আজ পোস্টারের জেরে এলাকায় চাঞ্চল্য দেখা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে পোস্টারগুলো ছিঁড়ে দেয় ৷

আরও পড়ুন : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান দুর্ব্যবহার করেন, জনসংযোগে গিয়ে শুনলেন জ্যোতিপ্রিয়

এই ঘটনার পিছনে BJP-র হাত রয়েছে বলে অভিযোগ করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ ফোনে তিনি বলেন, "BJP এখন উন্মত্ত সারমেয় ৷ ওরা যদি ঘেউঘেউ করে, তাহলে আমাকেও ঘেউঘেউ করতে হবে-এমন কোনও মানে নেই ৷ মানুষ‌ই ওদের উচিত শিক্ষা দেবেন ৷ " যদিও এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দায়ি বলে মন্তব্য করেন BJP-র বারাসত সাংগঠনিক জেলা সহ সভাপতি শংকর দাস ৷ তিনি বলেন, "কাটমানি নিয়ে তৃণমূলের লোকেরাই ক্ষিপ্ত ৷ ওরাই দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাচ্ছে ৷ আর তার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে শাসকদল ৷" এ বিষয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা পোস্টারগুলো ওখানে সাঁটাল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:এবার খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কাটমানি পোস্টার পড়ল।তাও আবার মধ্যমগ্রামে জেলা তৃনমূলের কার্যালয়ের পাশে।পরে, পুলিশ এসে পোস্টারগুলো ছিঁড়ে দেয়।Body:রাজু বিশ্বাস,বারাসত:-এবার মধ্যমগ্রামে জেলা তৃনমূল কার্যালয়ের পাশে খোদ দলের জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে কাটমানি পোস্টার পড়ল।আজ সকালে যশোর রোডের ধারে জেলা কার্যালয়ের ঠিক পাশে বেশ কয়েকটি কাটমানি পোস্টার সাঁটানো ছিল।সবটাই তৃনমূলের জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে!পোস্টারের কোথাও জ্যোতিপ্রিয় মল্লিককে "চিটিংবাজ,কাটমানি বাবু থেকে চোর" বলে আখ্যা দেওয়া হয়েছে!আবার কোথাও তাকে "তোলাবাজ,গরু পাচারকারীদের দালাল" বলে সম্বোধন করা হয়েছে।পোস্টারের একেবারে মাথায় ছিল "চোর" শব্দটি।তার ঠিক নীচে ছিল "দিদিকে বলো" কথাটি!পোস্টারগুলোর একেবারে নীচে কোথাও "কাটমানি" বাবুর(BALU) সিবিআই তদন্ত চাই! আবার কোথাও বালু বাবুর কাছের লোকেদের সম্পত্তির হিসাব চেয়ে সিবিআই অথবা সিআইডি তদন্ত চাওয়া হয়েছে! শুধু তাই নয়, সিবিআই কিংবা সিআইডি তদন্ত দিদি করবেন কিনা,তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টারগুলোতে।এর জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রাম শহরে।খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছে পোস্টারগুলো ছিঁড়ে দেয়।জেলা অফিসের সামনে মোতায়েন করা হয় পুলিশ‌ও। ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন,"বিজেপি এখন উন্মত্ত সারমেয়।ওরা যদি ঘেউ ঘেউ করে, তাহলে আমাকেও ঘেউ ঘেউ করতে হবে,এমন কোনও মানে নেই।আমি একজন ভদ্রলোক।যারা এসব করছে তাদের করতে দিন।মানুষ‌ই ওদের উচিত শিক্ষা দিয়ে দেবে"। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি শঙ্কর দাস। তাঁর কথায়,"কাটমানি নিয়ে তৃনমূলের লোকেরাই ক্ষিপ্ত। ওরাই দলের নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাচ্ছে।আর তার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে শাসকদল"। মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে,"কে বা কারা পোস্টারগুলো ওখানে সাঁটাল,তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে"।অন‍্যদিকে,বারাসত সাব‌ওয়ের ভিতরে তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কাটমানি পোস্টার সাঁটানো হয়েছে ডি ওয়াই এফ আইয়ের তরফে। সেখানেও সাব‌ওয়ে তৈরিতে বারাসতের এম পি-র বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ করা হয়েছে। উন্নয়নের নামে কাটমানির টাকা ফেরতের দাবিও করা হয়েছে পোস্টারে।যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে বারাসত শহরে। ইতিমধ্যে বারাসত থানায় এর বিরুদ্ধে অভিযোগ‌ও দায়ের করেছেন তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।Conclusion:কে বা কারা পোস্টারগুলো ওখানে সাঁটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
Last Updated : Aug 5, 2019, 1:04 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.