ETV Bharat / state

ক্লাব দখলে বাধা পেয়ে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - Clash

ক্লাব দখলকে কেন্দ্র করে কাঁচরাপাড়ায় বোমাবাজি হয় । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা BJP-র বুথ এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি করে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 9, 2019, 1:22 AM IST

Updated : Jul 9, 2019, 2:13 AM IST

ব্যারাকপুর, 9 জুলাই : কাঁচরাপাড়ার লিচুবাগান এলাকায় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে বোমাবাজি হল সোমবার রাতে । BJP-র বুথ এজেন্ট তাপস ঘোষের বাড়ির সামনেও বোমাবাজি হয় । অভিযোগ, ক্লাব দখলে বাধা দেওয়ায় তাপসবাবুর বাড়ির সামনে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে গেছে বীজপুর থানার পুলিশ । এ ঘটনায় আতঙ্কে গোটা এলাকা ।

কাঁচরাপাড়ার লিচুবাগান এলাকায় বিশ্বনাথ স্মৃতি সংঘ নামে BJP-র একটি ক্লাব রয়েছে । অভিযোগ, এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত মলয় ঘোষ ও দিলীপ ঘোষ গতকাল কয়েকজনকে নিয়ে ক্লাব দখল করতে আসে । এনিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয় । তাপসবাবুরা তাদের হাতে ক্লাবের চাবি তুলে দিতে অস্বীকার করে । তখনকার মতো মলয়, দিলীপরা সেখান থেকে চলে যায়।

ভিডিয়োয় শুনুন তাপস ঘোষের বক্তব্য

আজ রাতে যখন সদস্যরা ক্লাবে বসেছিল তখন দুষ্কৃতীরা সেখানে এসে বোমাবাজি করে । ক্লাবের সামনে বোমাবাজির পাশাপাশি তাপসবাবুর বাড়ির সামনেও দুষ্কৃতীরা বোমা ফাটায় । উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে তাপসবাবুর দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা । BJP-র অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট । এলাকায় সন্ত্রাস ছড়াতেই তারা একাজ করছে ।

ব্যারাকপুর, 9 জুলাই : কাঁচরাপাড়ার লিচুবাগান এলাকায় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে বোমাবাজি হল সোমবার রাতে । BJP-র বুথ এজেন্ট তাপস ঘোষের বাড়ির সামনেও বোমাবাজি হয় । অভিযোগ, ক্লাব দখলে বাধা দেওয়ায় তাপসবাবুর বাড়ির সামনে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে গেছে বীজপুর থানার পুলিশ । এ ঘটনায় আতঙ্কে গোটা এলাকা ।

কাঁচরাপাড়ার লিচুবাগান এলাকায় বিশ্বনাথ স্মৃতি সংঘ নামে BJP-র একটি ক্লাব রয়েছে । অভিযোগ, এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত মলয় ঘোষ ও দিলীপ ঘোষ গতকাল কয়েকজনকে নিয়ে ক্লাব দখল করতে আসে । এনিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয় । তাপসবাবুরা তাদের হাতে ক্লাবের চাবি তুলে দিতে অস্বীকার করে । তখনকার মতো মলয়, দিলীপরা সেখান থেকে চলে যায়।

ভিডিয়োয় শুনুন তাপস ঘোষের বক্তব্য

আজ রাতে যখন সদস্যরা ক্লাবে বসেছিল তখন দুষ্কৃতীরা সেখানে এসে বোমাবাজি করে । ক্লাবের সামনে বোমাবাজির পাশাপাশি তাপসবাবুর বাড়ির সামনেও দুষ্কৃতীরা বোমা ফাটায় । উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে তাপসবাবুর দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা । BJP-র অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট । এলাকায় সন্ত্রাস ছড়াতেই তারা একাজ করছে ।

sample description
Last Updated : Jul 9, 2019, 2:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.