ETV Bharat / state

বনগাঁয় কার্টুন কার্টুন মদ কেনার হিড়িক, স্বাস্থ্যবিধি শিকেয় - স্বাস্থ্যবিধি শিকেয়

30 মে অবধি চলা লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত মদের দোকান ৷ এই খবর চাউর হতেই আজ দুপুর থেকে মদের দোকানগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড় ৷

Crowd in wine shops of Bongaon
Crowd in wine shops of Bongaon
author img

By

Published : May 15, 2021, 8:26 PM IST

বনগাঁ, 15 মে : আংশিক লকডাউন ঘোষণা হতেই মদের দোকানে লম্বা লাইন । রইল না স্বাস্থ্যবিধির বালাই । উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, হাবরা ও অশোকনগরের মদের দোকালগুলিতে দেখা গেল একই চিত্র ।

গত বছরে লকডাউনে মদের জন্য সুরাপায়ীদের হাহাকার পড়ে গিয়েছিল ৷ শুরু হয়েছিল কালোবাজারি ৷ লকডাউনে চড়া দামে কিনতে হয়েছিল । মদ না পেয়ে স্যানিটাইজার পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে । এদিকে করনোর দ্বিতীয় ঢেউ সামাল দিতে রবিবার থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । জানিয়ে দেওয়া হয়েছে 30 মে অবধি চলা লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত মদের দোকান ৷

বনগাঁয় কার্টুন কার্টুন মদ কেনার হিড়িক ৷

আরও পড়ুন: বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

এই খবর চাউর হতেই আজ দুপুর থেকে মদের দোকানগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড় ৷ কার্টুন কার্টুন মদ কিনতে দেখা গেল সুরাপ্রেমীদের ৷ অন্যদিকে মদ কেনার লাইনে শিকেয় উঠল স্বাস্থ্যবিধি । গা ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দিয়ে দাঁড়িয়ে মদ কিনলেন সুরাপায়ীরা ৷

বনগাঁ, 15 মে : আংশিক লকডাউন ঘোষণা হতেই মদের দোকানে লম্বা লাইন । রইল না স্বাস্থ্যবিধির বালাই । উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, হাবরা ও অশোকনগরের মদের দোকালগুলিতে দেখা গেল একই চিত্র ।

গত বছরে লকডাউনে মদের জন্য সুরাপায়ীদের হাহাকার পড়ে গিয়েছিল ৷ শুরু হয়েছিল কালোবাজারি ৷ লকডাউনে চড়া দামে কিনতে হয়েছিল । মদ না পেয়ে স্যানিটাইজার পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে । এদিকে করনোর দ্বিতীয় ঢেউ সামাল দিতে রবিবার থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । জানিয়ে দেওয়া হয়েছে 30 মে অবধি চলা লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত মদের দোকান ৷

বনগাঁয় কার্টুন কার্টুন মদ কেনার হিড়িক ৷

আরও পড়ুন: বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

এই খবর চাউর হতেই আজ দুপুর থেকে মদের দোকানগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড় ৷ কার্টুন কার্টুন মদ কিনতে দেখা গেল সুরাপ্রেমীদের ৷ অন্যদিকে মদ কেনার লাইনে শিকেয় উঠল স্বাস্থ্যবিধি । গা ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দিয়ে দাঁড়িয়ে মদ কিনলেন সুরাপায়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.