ETV Bharat / state

''রাজীব কুমারকে বাঁচাতে BJP-র পকেটে জমা মুখ্যমন্ত্রী'', সমাবেশে কটাক্ষ সেলিমের

মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সেলিম ৷ বলেন, ‘‘পিসি, ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা-নারদা থেকে বাঁচানোর জন্য BJP-র পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী । তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাঁওতা দেওয়ার জন্যই ।''

author img

By

Published : Dec 29, 2019, 2:45 PM IST

image
CPIM-এর প্রতিবাদ মিছিল

ব্যারাকপুর, 29 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ ফের পথে নামল CPIM ৷ কাঁকিনাড়া রথতলা মোড় থেকে শ্যামনগর ওয়েভারলি জুটমিল পর্যন্ত চলে এই মিছিল ৷ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব ছিলেন মহঃ সেলিম । এছাড়াও CITU-এর রাজ্য সভাপতি নেপালদেব ভট্টাচার্য, CITU-এর রাজ্য সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় সহ CPIM-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলে । মিছিলে পা মেলান অসংখ্য CPIM-এর কর্মী-সমর্থকরাও ।

image
CPIM-এর প্রতিবাদ মিছিল

মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সেলিম ৷ বলেন, ‘‘পিসি, ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা-নারদা থেকে বাঁচানোর জন্য BJP-র পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী । তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাঁওতা দেওয়ার জন্যই । কারণ বাজপেয়ি সরকারের এর সময় এই আইন তৈরি হয়েছিল । সেই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই । তিনি আইন তৈরিতে সম্মতি দিয়েছিলেন । তাই আজ এই NRC ও NPR এর বিরোধিতা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয় ৷’’

NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে CPI(M) । মূলত তাঁদের দাবি, সকলের জন্য স্থায়ী সম্মানজনক কাজের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে ও অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও নাগরিকত্ব বিল বাতিল করতে হবে ।

ব্যারাকপুর, 29 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ ফের পথে নামল CPIM ৷ কাঁকিনাড়া রথতলা মোড় থেকে শ্যামনগর ওয়েভারলি জুটমিল পর্যন্ত চলে এই মিছিল ৷ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব ছিলেন মহঃ সেলিম । এছাড়াও CITU-এর রাজ্য সভাপতি নেপালদেব ভট্টাচার্য, CITU-এর রাজ্য সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় সহ CPIM-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলে । মিছিলে পা মেলান অসংখ্য CPIM-এর কর্মী-সমর্থকরাও ।

image
CPIM-এর প্রতিবাদ মিছিল

মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সেলিম ৷ বলেন, ‘‘পিসি, ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা-নারদা থেকে বাঁচানোর জন্য BJP-র পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী । তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাঁওতা দেওয়ার জন্যই । কারণ বাজপেয়ি সরকারের এর সময় এই আইন তৈরি হয়েছিল । সেই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই । তিনি আইন তৈরিতে সম্মতি দিয়েছিলেন । তাই আজ এই NRC ও NPR এর বিরোধিতা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয় ৷’’

NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে CPI(M) । মূলত তাঁদের দাবি, সকলের জন্য স্থায়ী সম্মানজনক কাজের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে ও অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও নাগরিকত্ব বিল বাতিল করতে হবে ।

Intro:wb_bkp_01_bhatpara_cpim nrc protest rally_image a_10020.jpg

NRC ও CAA প্রতিবাদ মিছিল সিপিএমের।নেতৃত্বে মহঃ সেলিম Body:পিসি ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা নারদা থেকে বাঁচানোর জন্য বিজেপির পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী। তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাওতা দেওয়ার জন্যই।কারণ বাজপেয়ী সরকারের এর সময় এই আইন তৈরি হয়েছিল।সেই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই।তিনি সেই আইন তৈরিতে সম্মত দিয়েছিলেন। তাই আজকে এই NRC ও NPR এর বিরোধিতা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। আজ কাকিনাড়া রথতলা মোড় থেকে শ্যামনগর ওয়েভারলি জুটমিল পর্যন্ত এনআরসি বিরোধিতায় পথে নামে সিপিএম। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব ছিলেন মহঃ সেলিম। এছাড়াও সি আই টি ইউ এর রাজ্য সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, সি আই টি ইউ রাজ্য সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় সহ সিপিএমের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মিছিলে পা মেলান অসংখ্য সিপিএমের কর্মী-সমর্থকরাও।
এছাড়াও এই মিছিলের উদ্দেশ্য আগামী ৮ই জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। মূলত তাদের দাবী সকলের জন্য স্থায়ী সম্মানজনক কাজের ব্যবস্থা করে বেকার রোধ করতে হবে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও নাগরিকত্ব বিল বাতিল করতে হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.