অশোকনগর, 23 মে: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুরে। গুরতর জখম অবস্থায় ওই যুবককে কলকাতার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমায় জখম যুবকের নাম নুরউদ্দিন শেখ (24)। শনিবার বাড়ির ছাদে বসে বোমা বাঁধার সময় বিস্ফোরণটি হয়। যাতে গুরুতর জখম হয় নুরউদ্দিন। চিকিৎসার জন্য প্রথমে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল ঘুরে কলকাতার RG কর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যদিও বোমা বাঁধার কথা স্বীকার করেনি পরিবার। তাদের দাবি, রাস্তা থেকে কেউ নুরউদ্দিনকে লক্ষ্য করে বোম ছুড়েছে। তাতেই সে জখম হয়।
এদিকে, বোমা বিস্ফোরণে যুবকের যখম হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। CP(I)M-এর অভিযোগ, আহত যুবক তৃণমূল সমর্থক।
CP(I)M নেতা তথা অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, "তৃণমূল এখনও তৃণমূলেই রয়েছে। চারদিকে দুর্যোগ চলছে। কোরোনা, তারপর ঘূর্ণিঝড়। তারমধ্যেও ওদের বোমা বাঁধার দরকার হচ্ছে। আমার ধরণা, তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে মারার জন্যই ওই বোমা বাঁধছিল। পুলিশের উচিত, জখম ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে কে বোমা বাঁধতে বলেছিল, সেটা বের করা।"
যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, "আমি ঘটনাটা শুনেছি। তবে ছেলেটি আমাদের দলের কেউ নয়। CP(I)M অযথা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।"