বারাসত, 6 ফেব্রুয়ারি : রাজ্য-রাজ্যপাল সংঘাত লোক দেখানো ৷ দু'জনেই নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছেন । সেই মতো চলছেন ৷ বৃহস্পতিবার দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে এসে এই মন্তব্য করেন CPI(M) নেতা সুশান্ত ঘোষ ।
বলেন, "দিল্লির উনি (রাজ্যপাল) ও রাজ্যের ইনি (মুখ্যমন্ত্রী), দু'জনেই নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছেন । দু'জনের জিনিস দু'জনে কীভাবে বিক্রি করবেন, স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছেন ৷ দেশের মানুষ বুঝেছেন । রাজ্যের মানুষও বুঝেছেন । সময়ের অপেক্ষা ৷" এ প্রসঙ্গে দুই হকারের উদাহরণ টেনে বিষয়টি ব্যাখ্যা করেন ৷ মুখ্যমন্ত্রীর সততা নিয়েও প্রশ্ন তোলেন ৷ কটাক্ষ করে বলেন, "আগে গোটা রাজ্যে সততার বড় বড় হোডিং, পোস্টার দেখা যেত ৷ এখন আর কোথাও সততার হোডিং, পোস্টার দেখা যায় না । সব উঠে গেছে । রাজ্যের মানুষ জেনে গেছেন সত্যিটা কী ৷ ওঁর (মুখ্যমন্ত্রী) আসল সত্যিটা যাতে বাইরে বেরিয়ে না আসে, সেইজন্য কখনও কারও পায়ে ধরছেন ৷ আর কোথায় গিয়ে বোঝাপড়া করছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে । "
আজ কেন্দ্রের BJP সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি ৷ বলেন, "আচ্ছে দিনের কথা বলে যারা একদিন ক্ষমতায় এসেছিল, তারা এখন আর আচ্ছে দিনের কথা বলছে না । এখন BJP নেতাদের মুখে জাতীয়তাবাদের কথা, আর পাকিস্তানের কথা ৷ দেশের মানুষও বুঝে গেছে BJP-র আচ্ছে দিনের নমুনা । গোটা দেশে অস্থিরতা তৈরি করে মরিয়া হয়ে উঠেছে BJP, RSS ৷ তাতে দেশ বিক্রি হয়ে গেলেও ওদের কোনও অসুবিধে নেই । কারণ, BJP পার্টির তহবিলে কোটি কোটি টাকা রয়েছে । সেই টাকা দিয়ে ওঁরা (BJP) সবকিছু কিনে নিতে পারে ৷ " শাহিনবাগের আন্দোলনের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দিল্লির জনসভা থেকে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এনিয়ে সুশান্ত ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন," ষড়যন্ত্রের মূল কারিগর তো দিল্লির সরকার ও তাদের গোষ্ঠী । দেশের মধ্যে এক অস্থির পরিবেশ তৈরি করে নিজেদের এজেন্ডা কায়েম করতে চাইছে BJP সরকার । " তাঁর কথায়," দেশের 38 জন লোক ব্যাঙ্কের কোটি কোটি টাকা লুঠ করে পালাল ৷ এরমধ্যে 37 জনই গুজরাতের । কেন এই ৩৭ জন বাইরে পালিয়ে গেল? একজনকেও কেন এখনও ফিরিয়ে আনতে পারল না ৷ দেশের মানুষ এসব নিয়েই প্রশ্ন তুলছে । আজ না হোক কাল তারা জানতে চাইবে ।"