ETV Bharat / state

ভোটের আগে টাকা উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব - bidhannagar

নাকা চেকিংয়ের সময় টাকা উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করলেন বিধাননগরের CP। ঘটনার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার করা টাকা
author img

By

Published : Apr 10, 2019, 2:56 AM IST

কলকাতা, ১০ এপ্রিল : নাকা চেকিংয়ের সময় টাকা উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করলেন বিধাননগরের CP। সোমবার রাতে লেকটাউন থানা এলাকায় নাকা চেকিংয়ে উদ্ধার হয় ৪ লাখ ৩৬ হাজার টাকা। সেই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে VIP রোডের লেকটাউন মোড়ে নাকা চেকিং চলছিল। সেসময় দিল্লির রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি গাড়ি সন্দেহের বশে আটকায় পুলিশ। গাড়িতে চালক সহ চার জন ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় চার জনের মধ্যে সালেম, অরুণ জালান এবং গোপাল শেট্টি নামে তিন ব্যক্তি দিল্লির বাসিন্দা এবং আফিস খান নামক অপর এক ব্যক্তি রাজারহাট এলাকার বাসিন্দা। এরপর গাড়িটি তল্লাশি করে দেখা যায় ডিকিতে রাখা আছে দুটি বস্তা। তা খুলতেই বেশিরভাগ ১০ টাকা এবং কিছু ৫০ টাকার নোটে উদ্ধার করা হয় ৪ লাখ ৩৬ হাজার ৪৪০ টাকা। এরপর চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর, মধ্য কলকাতা থেকে কনসাইনমেন্ট হিসাবে টাকা মধ্যমগ্রামের দিকে পাচারের নির্দেশ দেওয়া হয়েছিল ওই চার জনকে। কী কারণে টাকা পাচারের চেষ্টা করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও রাজনৈতিক দলের টাকা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযুক্তদের দাবি উত্তর ২৪ পরগনার একটি নৈশ পানশালাতে টাকা পাঠানোর কথা ছিল।

অন্যদিকে গতকাল দুপুরে বাগুইআটি থানার পুলিশ মোট ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করল। মঙ্গলবার সকালে VIP রোডের হলদিরামের কাছে একটি বিলাস বহুল গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়। ধৃত গাড়ি মালিকের নাম সঞ্জয় সাহা। তাঁকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও ৫ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। শুরু তদন্ত।

কলকাতা, ১০ এপ্রিল : নাকা চেকিংয়ের সময় টাকা উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করলেন বিধাননগরের CP। সোমবার রাতে লেকটাউন থানা এলাকায় নাকা চেকিংয়ে উদ্ধার হয় ৪ লাখ ৩৬ হাজার টাকা। সেই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে VIP রোডের লেকটাউন মোড়ে নাকা চেকিং চলছিল। সেসময় দিল্লির রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি গাড়ি সন্দেহের বশে আটকায় পুলিশ। গাড়িতে চালক সহ চার জন ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় চার জনের মধ্যে সালেম, অরুণ জালান এবং গোপাল শেট্টি নামে তিন ব্যক্তি দিল্লির বাসিন্দা এবং আফিস খান নামক অপর এক ব্যক্তি রাজারহাট এলাকার বাসিন্দা। এরপর গাড়িটি তল্লাশি করে দেখা যায় ডিকিতে রাখা আছে দুটি বস্তা। তা খুলতেই বেশিরভাগ ১০ টাকা এবং কিছু ৫০ টাকার নোটে উদ্ধার করা হয় ৪ লাখ ৩৬ হাজার ৪৪০ টাকা। এরপর চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে খবর, মধ্য কলকাতা থেকে কনসাইনমেন্ট হিসাবে টাকা মধ্যমগ্রামের দিকে পাচারের নির্দেশ দেওয়া হয়েছিল ওই চার জনকে। কী কারণে টাকা পাচারের চেষ্টা করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও রাজনৈতিক দলের টাকা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযুক্তদের দাবি উত্তর ২৪ পরগনার একটি নৈশ পানশালাতে টাকা পাঠানোর কথা ছিল।

অন্যদিকে গতকাল দুপুরে বাগুইআটি থানার পুলিশ মোট ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করল। মঙ্গলবার সকালে VIP রোডের হলদিরামের কাছে একটি বিলাস বহুল গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়। ধৃত গাড়ি মালিকের নাম সঞ্জয় সাহা। তাঁকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও ৫ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। শুরু তদন্ত।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.