ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় ৩০ লাখ তন্ময় ভট্টাচার্যের - CP(I)M MLA Tanmay Bhattacharya proposes to donate 30 lakh rs to fight against Corona

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম ও তৃণমূল বিধায়ক ও সাংসদরা নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । সেখানে নতুন সংযোজন CP(I)M বিধায়ক তন্ময় ভট্টাচার্য ।

Tanmay Bhattacharya
Tanmay Bhattacharya
author img

By

Published : Mar 26, 2020, 9:33 PM IST

বারাসত, 26 মার্চ: কোরোনা মোকাবিলায় এবার নিজের বিধায়ক তহবিল থেকে ৩০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিলেন উত্তর দমদমের CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । এবিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠিও দেন তিনি । দ্রুত সেই অনুদান যাতে মঞ্জুর হয় সেই বিষয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করে আর্জিও জানিয়েছেন এই CPI(M) বিধায়ক ।

এবিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন,"কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম বিধায়করা নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লাখ টাকা করে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে । সেইমতো আমি সহযোগিতা করার প্রস্তাব দিয়েছি জেলাশাসকের কাছে ৷" তিনি আরও বলেন,"আমার বিধানসভার মধ্যে উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌর হাসপাতাল রয়েছে । ওই দুই হাসপাতালে কোরোনা সংক্রান্ত চিকিৎসার জন্য ১০ লাখ টাকা করে অর্থাৎ ২০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিয়েছি । " এছাড়া জেলা সদর বারাসত হাসপাতাল কিংবা অন্য কোনও মহকুমা হাসপাতালে কোরোনার চিকিৎসার জন্য আরও ১০ লাখ টাকা অনুদান দিতে চেয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠি দিয়েছেন তিনি । পাশাপাশি জেলাশাসেকর সঙ্গে দেখা করে দ্রুত এই অনুদানের টাকা মঞ্জুরের আর্জিও জানান তন্ময় ভট্টাচার্য ।

পাশাপাশি এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সরকারের নির্দেশ মেনে বাইরে না বেরোনোর আবেদনও জানিয়েছেন CPI(M) বিধায়ক । তিনি বলেন,"নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে আকাল না দেখা দেয় সেই বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে । কালোবাজারি রুখতে হবে ।" সেই সঙ্গে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও কোরোনা পরীক্ষার কিটের অভাবে যাতে কারও চিকিৎসা ব্যাহত না হয় তা দেখার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আর্জি জানান তন্ময়বাবু । মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার আবেদন জানান তিনি । সকলের মিলিত প্রচেষ্টায় কোরোনা যুদ্ধে জয়ী হবে দেশ, আশা তাঁর ৷ যদিও জেলার কিছু কিছু জায়গায় লকডাউনে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে বলেও অভিযোগ তোলেন CPI(M)-এর এই বিধায়ক । এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগও করেছেন তিনি ।

প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম ও তৃণমূল বিধায়ক ও সাংসদরা নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । সেখানে নতুন সংযোজন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য ।

বারাসত, 26 মার্চ: কোরোনা মোকাবিলায় এবার নিজের বিধায়ক তহবিল থেকে ৩০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিলেন উত্তর দমদমের CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । এবিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠিও দেন তিনি । দ্রুত সেই অনুদান যাতে মঞ্জুর হয় সেই বিষয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করে আর্জিও জানিয়েছেন এই CPI(M) বিধায়ক ।

এবিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন,"কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম বিধায়করা নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লাখ টাকা করে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে । সেইমতো আমি সহযোগিতা করার প্রস্তাব দিয়েছি জেলাশাসকের কাছে ৷" তিনি আরও বলেন,"আমার বিধানসভার মধ্যে উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌর হাসপাতাল রয়েছে । ওই দুই হাসপাতালে কোরোনা সংক্রান্ত চিকিৎসার জন্য ১০ লাখ টাকা করে অর্থাৎ ২০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিয়েছি । " এছাড়া জেলা সদর বারাসত হাসপাতাল কিংবা অন্য কোনও মহকুমা হাসপাতালে কোরোনার চিকিৎসার জন্য আরও ১০ লাখ টাকা অনুদান দিতে চেয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠি দিয়েছেন তিনি । পাশাপাশি জেলাশাসেকর সঙ্গে দেখা করে দ্রুত এই অনুদানের টাকা মঞ্জুরের আর্জিও জানান তন্ময় ভট্টাচার্য ।

পাশাপাশি এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সরকারের নির্দেশ মেনে বাইরে না বেরোনোর আবেদনও জানিয়েছেন CPI(M) বিধায়ক । তিনি বলেন,"নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে আকাল না দেখা দেয় সেই বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে । কালোবাজারি রুখতে হবে ।" সেই সঙ্গে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও কোরোনা পরীক্ষার কিটের অভাবে যাতে কারও চিকিৎসা ব্যাহত না হয় তা দেখার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আর্জি জানান তন্ময়বাবু । মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার আবেদন জানান তিনি । সকলের মিলিত প্রচেষ্টায় কোরোনা যুদ্ধে জয়ী হবে দেশ, আশা তাঁর ৷ যদিও জেলার কিছু কিছু জায়গায় লকডাউনে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে বলেও অভিযোগ তোলেন CPI(M)-এর এই বিধায়ক । এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগও করেছেন তিনি ।

প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম ও তৃণমূল বিধায়ক ও সাংসদরা নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । সেখানে নতুন সংযোজন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.