দেগঙ্গা (উত্তর 24 পরগনা), 1 অক্টোবর : উচ্চশিক্ষা দফতরের নির্দেশে কলেজ পড়ুয়াদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হল উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ শুক্রবার দেগঙ্গার বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় শহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রায় সাতশো পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের তরফে ৷ কলেজ খোলার আগে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক কাটাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে ৷ কলেজ সূত্রে খবর, চারটি ক্যাম্পের মাধ্যমে দেগঙ্গার ওই মহাবিদ্যালয়ের মোট সাড়ে পাঁচ হাজার পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ এর ফলে উপকৃত হবেন তাঁরা ৷
দেশে করোনার দৈনিক সংক্রমণ কমেছে ৷ রাজ্যেও সংক্রমণের হার নিয়ন্ত্রণে ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চোখ রাঙাতে শুরু করেছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও, মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে টিকাকরণের উপরেই বেশি করে জোর দেওয়ার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা ৷ করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজের পঠনপাঠন ৷ যা পড়াশোনা হচ্ছে, তা পুরোটাই অনলাইনে ৷
আরও পড়ুন : Covid-19 Vaccination : নিয়মের জাঁতাকল মিলছে না ভ্যাকসিন, কাজে ফিরতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা
সংক্রমণের হার কমলে পুজোর পর স্কুল, কলেজ খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের ৷ ইতিমধ্যে তার ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই, স্কুল কলেজে পঠনপাঠন শুরুর আগে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ৷ ইতিমধ্যে, উত্তরবঙ্গের বেশকিছু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়া চালু হয়েছে ৷ এবার তা শুরু হল উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷
আরও পড়ুন : Covid Vaccine Siliguri : কলেজে শিবির করে পড়ুয়াদের টিকাকরণ শিলিগুড়ি পৌরনিগমের