ETV Bharat / state

করোনা আবহে মানুষের পাশে থাকাই লক্ষ্য় রথীন ঘোষের

মানুষের হয়ে কাজ করাই প্রথম লক্ষ্য ৷ করোনা আবহে সবার আগে মানুষের কষ্ট লাঘব করতে হবে ৷ রাজ্য়ের মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর একথা বলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ৷ ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগেই করোনায় আক্রান্ত হন রথীন ৷ হোম আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হন তিনি ৷ তবে, শারীরিক দুর্বলতা থাকায় সোমবার রাজভবনের পরিবর্তে বাড়ি থেকেই মন্ত্রী হিসেবে ভার্চুয়ালি শপথ নেন রথীন।

wb_n24_01_minister by rothin ghosh of tmc mla at madhyamgram_vis_byte_raju_10009
করোনা আবহে মানুষের পাশে থাকাই লক্ষ্য় রথীন ঘোষের
author img

By

Published : May 10, 2021, 2:45 PM IST

মধ্যমগ্রাম, 10 মে : করোনা পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব করাই হবে মন্ত্রী হিসাবে আমার প্রথম কাজ ৷ মুখ্যমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করব ৷ রাজ্য মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে ভার্চুয়ালি শপথ নেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এমনই বললেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ৷ ভ্যাকসিন এবং অক্সিজেনের আকাল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।

রবিবার সন্ধ্যাতেই রাজ্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন, তা পরিষ্কার হয়ে যায় ৷ বিশেষ করে এবারের মন্ত্রিসভায় নতুন মুখের দিকে নজর ছিল সকলের ৷ লক্ষ্যণীয়ভাবে, সেই তালিকায় ঠাঁই পেয়েছেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ৷ যাঁকে প্রথমবারেই পূর্ণমন্ত্রী হিসেবে মমতার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে ৷

শাসকদলের দক্ষ সংগঠক হিসাবে পরিচিত রথীন পরপর তিনবার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ৷ এবারও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজশ্রী রাজবংশীকে তিনি প্রায় 49 হাজার ভোটে পরাজিত করেছেন ৷ বিধায়কের পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্বও ছিল রথীন ঘোষের কাঁধে ৷ সেই দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি ৷ যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

এদিকে, মন্ত্রী হওয়ার খবরে সোমবার সকাল থেকেই রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশীদের অনেকেই ৷ কিন্তু, শারীরিক অসুস্থতা থাকায় করোনা আবহের মধ্যে এদিন বাইরে এসে কারও সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেননি রথীন ৷ বাড়ির দোতলার ঘর থেকে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি ৷ সেইসঙ্গে পরে সকলের সঙ্গে দেখা করার আশ্বাসও দেন ৷ রথীন ঘোষের মন্ত্রী হওয়ার খুশিতে এদিন মিষ্টি বিলির পাশাপাশি ব্যান্ড পার্টির আওয়াজেও মুখরিত হয় বিধায়ক রথীন ঘোষের বাড়ির আশপাশ ৷

বাড়ি থেকেই ভার্চুয়ালি শপথ নিলেন রথীন ঘোষ ৷

শারীরিক অসুস্থতার কারণে এদিন রাজভবনে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রথীন ঘোষ ৷ ফলে, মধ্যমগ্রামের বাড়ি থেকেই ভার্চুয়ালি মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ শপথ গ্রহণের পর রথীন ঘোষ বলেন, ‘‘আমি মানুষের হয়ে কিছু করতে পারব, সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন বলেই আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই কারণে আরও বেশি ভালো লাগছে ৷ মুখ্যমন্ত্রীর মাথা উচুঁ রেখে মানুষের হয়ে কাজ করার চেষ্টা করব ৷ মুখ্যমন্ত্রী যে দায়িত্বই দেবেন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব ৷ তাঁর আস্থা এবং বিশ্বাসের অমর্যাদা হতে দেব না ৷’’

আরও পড়ুন : মন্ত্রীদের শপথ গ্রহণ করিয়েই স্বমেজাজে, হিংসা কবলিত এলাকায় যাবেন রাজ্য়পাল

করোনা আবহে মন্ত্রী হিসেবে আপনি কোন বিষয়ে বেশি জোর দেবেন ? এই প্রশ্নের উত্তরে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রথীন ঘোষ বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে মানুষের কষ্ট যাতে লাঘব করা যায়, সেদিকেই প্রথমে জোর দেওয়া হবে ৷’’ কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্যই দেশে ভ্যাকসিন এবং অক্সিজেন পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত,ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগেই করোনায় আক্রান্ত হন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ৷ হোম আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হন তিনি ৷

মধ্যমগ্রাম, 10 মে : করোনা পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব করাই হবে মন্ত্রী হিসাবে আমার প্রথম কাজ ৷ মুখ্যমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করব ৷ রাজ্য মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে ভার্চুয়ালি শপথ নেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এমনই বললেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ৷ ভ্যাকসিন এবং অক্সিজেনের আকাল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।

রবিবার সন্ধ্যাতেই রাজ্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন, তা পরিষ্কার হয়ে যায় ৷ বিশেষ করে এবারের মন্ত্রিসভায় নতুন মুখের দিকে নজর ছিল সকলের ৷ লক্ষ্যণীয়ভাবে, সেই তালিকায় ঠাঁই পেয়েছেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ৷ যাঁকে প্রথমবারেই পূর্ণমন্ত্রী হিসেবে মমতার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে ৷

শাসকদলের দক্ষ সংগঠক হিসাবে পরিচিত রথীন পরপর তিনবার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ৷ এবারও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজশ্রী রাজবংশীকে তিনি প্রায় 49 হাজার ভোটে পরাজিত করেছেন ৷ বিধায়কের পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্বও ছিল রথীন ঘোষের কাঁধে ৷ সেই দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি ৷ যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

এদিকে, মন্ত্রী হওয়ার খবরে সোমবার সকাল থেকেই রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশীদের অনেকেই ৷ কিন্তু, শারীরিক অসুস্থতা থাকায় করোনা আবহের মধ্যে এদিন বাইরে এসে কারও সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেননি রথীন ৷ বাড়ির দোতলার ঘর থেকে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি ৷ সেইসঙ্গে পরে সকলের সঙ্গে দেখা করার আশ্বাসও দেন ৷ রথীন ঘোষের মন্ত্রী হওয়ার খুশিতে এদিন মিষ্টি বিলির পাশাপাশি ব্যান্ড পার্টির আওয়াজেও মুখরিত হয় বিধায়ক রথীন ঘোষের বাড়ির আশপাশ ৷

বাড়ি থেকেই ভার্চুয়ালি শপথ নিলেন রথীন ঘোষ ৷

শারীরিক অসুস্থতার কারণে এদিন রাজভবনে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রথীন ঘোষ ৷ ফলে, মধ্যমগ্রামের বাড়ি থেকেই ভার্চুয়ালি মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ শপথ গ্রহণের পর রথীন ঘোষ বলেন, ‘‘আমি মানুষের হয়ে কিছু করতে পারব, সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন বলেই আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই কারণে আরও বেশি ভালো লাগছে ৷ মুখ্যমন্ত্রীর মাথা উচুঁ রেখে মানুষের হয়ে কাজ করার চেষ্টা করব ৷ মুখ্যমন্ত্রী যে দায়িত্বই দেবেন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব ৷ তাঁর আস্থা এবং বিশ্বাসের অমর্যাদা হতে দেব না ৷’’

আরও পড়ুন : মন্ত্রীদের শপথ গ্রহণ করিয়েই স্বমেজাজে, হিংসা কবলিত এলাকায় যাবেন রাজ্য়পাল

করোনা আবহে মন্ত্রী হিসেবে আপনি কোন বিষয়ে বেশি জোর দেবেন ? এই প্রশ্নের উত্তরে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রথীন ঘোষ বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে মানুষের কষ্ট যাতে লাঘব করা যায়, সেদিকেই প্রথমে জোর দেওয়া হবে ৷’’ কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্যই দেশে ভ্যাকসিন এবং অক্সিজেন পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত,ভোটের ফলাফল প্রকাশের ঠিক আগেই করোনায় আক্রান্ত হন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ ৷ হোম আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.