ETV Bharat / state

সোদপুরে উদ্ধার দম্পতির মৃতদেহ , খুনের অনুমান পুলিশের - সোদপুরে উদ্ধার দম্পতির মৃতদেহ , পুলিশের প্রাথমিক অনুমান খুন!

তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানার পুলিশকে খবর দেন ৷ ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷

murder
author img

By

Published : Sep 29, 2019, 5:10 PM IST

সোদপুর, 29 সেপ্টেম্বর : সোদপুরে ফ্ল্যাট থেকে আজ সকালে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ ৷ এলাকায় কারও সঙ্গে তাঁদের সেরকম যোগাযোগ ছিল না ৷ তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷

ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷

স্থানীয়রা বলেন, মৃত ব্যক্তির নাম সৌমিত্র মুখার্জি (55) ৷ তিনি কিংবা তাঁর স্ত্রী পাড়ার কারও সঙ্গে মিশতেন না ৷ ফলে সৌমিত্র মুখার্জির স্ত্রীর নাম তাঁরা জানেন না ৷

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ মৃতদেহ ছিল ঘরের ভেতর ৷ কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ কোনও ব্যক্তি তাঁদের ঘরে লুটের উদ্দেশ্যে এসে তাঁদের খুন করে পালিয়ে গেছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান ৷ তদন্ত করছে খড়দা থানার পুলিশ ৷

সোদপুর, 29 সেপ্টেম্বর : সোদপুরে ফ্ল্যাট থেকে আজ সকালে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ ৷ এলাকায় কারও সঙ্গে তাঁদের সেরকম যোগাযোগ ছিল না ৷ তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷

ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷

স্থানীয়রা বলেন, মৃত ব্যক্তির নাম সৌমিত্র মুখার্জি (55) ৷ তিনি কিংবা তাঁর স্ত্রী পাড়ার কারও সঙ্গে মিশতেন না ৷ ফলে সৌমিত্র মুখার্জির স্ত্রীর নাম তাঁরা জানেন না ৷

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ মৃতদেহ ছিল ঘরের ভেতর ৷ কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ কোনও ব্যক্তি তাঁদের ঘরে লুটের উদ্দেশ্যে এসে তাঁদের খুন করে পালিয়ে গেছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান ৷ তদন্ত করছে খড়দা থানার পুলিশ ৷

Intro:সোদপুরে একটি আবাসনের নিজের ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ।Body:সোদপুর R. N. .এ্যাভিনিউ পানশিলা মালির বাগান এলাকার পশুপতি অ্যাপার্টমেন্টে নামে এক আবাসনে নিজের ঘর থেকে স্বামী-স্ত্রীর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।আবাসনের ঐ ঘর তিনদিন ধরে বাইরে থেকে দরজা বন্ধ ছিল।আজ হঠাৎই পাশের ফ্ল্যাটের লোকজনরা পচা গন্ধ পেয়ে খড়দহ থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে একটি দরজা খুলে ভেতরে আরও একটি দরজা তালা বন্ধ দেখে সেই তালা ভেঙে ফেলতেই ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করে দুজনের। ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড, আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা লুঠের উদ্দেশ্যে এসে লুঠ করে এই দম্পতিকে খুন করে বাইরে দিয়ে দরজা আটকে দিয়ে পালিয়ে গেছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গৃহকর্তার নাম সৌমিত্র মুখার্জি। বয়স 55।তার স্ত্রীর নাম এখনো জানা যায়নি। এরা স্বামী স্ত্রী দুজন ছাড়া আর কেউ থাকতো না। এরা ফ্ল্যাটের কারোর সাথে তেমন মেলামেশাও করতেন না। সেকারণেই এদের বিষয়ে তেমন কিছু জানা নেই কারোর।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.