ETV Bharat / state

ভাইঝিকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, হাবড়ায় দম্পতিকে গুলি করে খুন - couple shot dead at thier residence in habra

পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ অভিযুক্ত যুবক দম্পতির বাড়িতে প্রবেশ করে ।

couple shot dead at thier residence in habra
হাবড়ায় খুন দম্পতি
author img

By

Published : Sep 16, 2020, 8:59 AM IST

হাবড়া, 16 সেপ্টেম্বর : দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন এক দম্পতি । হাবড়া টুনিঘাটা মণ্ডলপাড়া এলাকার ঘটনা । আজ ভোররাতে রামকৃষ্ণ মণ্ডল (58) ও লীলা মণ্ডল (51)-কে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । মৃতের পরিবারের অভিযোগ, কাশীপুর কলতলা এলাকার যুবক তন্ময় বর রামকৃষ্ণবাবুর ভাইঝিকে উত্ত্যক্ত করত । পরে তাঁকে অপহরণ করার অভিযোগে তন্ময়কে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

পুলিশ সূত্রেও খবর, রামকৃষ্ণবাবুর ভাইঝিকে ইভটিজ় করত তন্ময় । তার প্রতিবাদ করেছিলেন রামকৃষ্ণবাবু । গতরাত আড়াইটে নাগাদ রামকৃষ্ণবাবুর বাড়িতে আসে তন্ময় । প্রথমে ছাদের দরজার তালা ভাঙে । রামকৃষ্ণবাবু ও তাঁর স্ত্রী লীলারানি চোর এসেছে সন্দেহে বাইরে বের হন । কলতলার কাছে প্রথম লীলারানিকে মাথায় গুলি করে তন্ময় । রামকৃষ্ণবাবুর বুকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় লীলারানির । রামকৃষ্ণবাবুকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বারাসাত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । ঘটনাস্থানে আসেন হাবড়া থানার পুলিশ । দম্পতিকে খুনের ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে । মূল অভিযুক্ত তন্ময় বর পলাতক ।

হাবড়া, 16 সেপ্টেম্বর : দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন এক দম্পতি । হাবড়া টুনিঘাটা মণ্ডলপাড়া এলাকার ঘটনা । আজ ভোররাতে রামকৃষ্ণ মণ্ডল (58) ও লীলা মণ্ডল (51)-কে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । মৃতের পরিবারের অভিযোগ, কাশীপুর কলতলা এলাকার যুবক তন্ময় বর রামকৃষ্ণবাবুর ভাইঝিকে উত্ত্যক্ত করত । পরে তাঁকে অপহরণ করার অভিযোগে তন্ময়কে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

পুলিশ সূত্রেও খবর, রামকৃষ্ণবাবুর ভাইঝিকে ইভটিজ় করত তন্ময় । তার প্রতিবাদ করেছিলেন রামকৃষ্ণবাবু । গতরাত আড়াইটে নাগাদ রামকৃষ্ণবাবুর বাড়িতে আসে তন্ময় । প্রথমে ছাদের দরজার তালা ভাঙে । রামকৃষ্ণবাবু ও তাঁর স্ত্রী লীলারানি চোর এসেছে সন্দেহে বাইরে বের হন । কলতলার কাছে প্রথম লীলারানিকে মাথায় গুলি করে তন্ময় । রামকৃষ্ণবাবুর বুকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় লীলারানির । রামকৃষ্ণবাবুকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বারাসাত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । ঘটনাস্থানে আসেন হাবড়া থানার পুলিশ । দম্পতিকে খুনের ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে । মূল অভিযুক্ত তন্ময় বর পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.