ETV Bharat / state

Councillor New Initiative: মানবিক কাউন্সিলর! পশুপাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা - গরমে কাহিল পশুপাখি

বারাসতে প্রথম । তীব্র গরমে পশুপাখিদের তৃষ্ণা মেটাতে ব্যতিক্রমী উদ্যোগ কাউন্সিলরের। রাস্তার মোড়ে মোড়ে জলের পাত্রের ব্যবস্থা করলেন কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 22, 2023, 2:21 PM IST

Updated : Apr 22, 2023, 6:01 PM IST

নয়া উদ্যোগ নিলেন বারাসতের কাউন্সিলর

বারাসত, 21 এপ্রিল: তীব্র গরমে কাহিল পশুপাখি । তৃষ্ণা মেটানোয় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ৷ মানুষের তৃষ্ণা মেটাতে কত কিছু রয়েছে! সমস্যায় পড়েছে অবলা জন্তু জানোয়ার কিংবা পশুপাখি ! তৃষ্ণা মেটাতে এক ফোঁটা পানীয় জল পেতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে । এবার তাদের কথা ভেবে এগিয়ে এলেন বারাসতের নির্দল কাউন্সিলর । রাস্তার ধারে পরপর জলের পাত্র রেখে পশু- পাখিদের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ভট্টাচার্য ৷

চৈতালীদেবী সারা বছরই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কোনও না কোনও উদ্যোগ নিয়ে থাকেন । এবার একেবারে ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেল তাঁকে । নিজের ওয়ার্ডে রাস্তার মোড়ে মোড়ে মাটির পাত্রে জলের ব্যবস্থা করেছেন পশুপাখিদের জন্য ৷ শুধু জলের পাত্রের ব্যবস্থা করাই নয়! রাস্তার ধারে বড় বড় হোডিং লাগিয়ে পশুপাখিদের তৃষ্ণা মেটাতে বাসিন্দাদের এগিয়ে আসার আবেদনও জানিয়েছেন এই নির্দল কাউন্সিলর । স্বভাবতই তাঁর এমন উদ্যোগ সকলের মন কেড়েছে ।

স্থানীয় সূত্রে খবর,পশু-পাখিদের সুস্থ রাখতে প্রতিদিন দু'বেলা নিয়ম করে মাটির পাত্রের জলও পালটানো হচ্ছে । যাতে তাঁরা পরিশ্রুত পানীয় জল পান করতে পারে তাই এই উদ্যোগ । তাপস মল্লিক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "কাউন্সিলর এমন উদ্যোগ নেওয়ায় খুব ভালো লাগছে আমাদের । মানুষ তৃষ্ণার্ত হলে মুখ ফুটে বলতে পারে । কিন্তু,অবলা জন্তু জানোয়ার সেটাও পারেনা । তাই,পশুপাখিদের তৃষ্ণা মেটানোর জন্য সকলের এগিয়ে আসা উচিত । কাউন্সিলরের আবেদন মেনে আমরাও বাড়ির সামনে জলের পাত্র রাখার উদ্যোগ নিয়েছি । ওঁকে কাউন্সিলর হিসেবে পেয়ে আমরা গর্বিত ।"

আরও পড়ুন : আকাশ ভুলে সংসারি হয়েছে বনের মিতুয়া !

একই সুর শোনা গিয়েছে পূর্ণিমা মুহুরি নামে ওয়ার্ডের আরেক বাসিন্দার গলাতেও । তাঁর কথায়, এই ধরনের উদ্যোগ আগে কখনও দেখা যায়নি । চৈতালীদেবী কাউন্সিলর হিসেবে প্রথম এই ধরনের উদ্যোগ নিয়েছেন । এতে আমরাও খুব খুশি । এদিকে, যিনি এই উদ্যোগের কাণ্ডারি সেই 28 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চৈতালী ভট্টাচার্য বলেন, "যা গরম পড়েছে তা আমরা ভালোভাবেই টের পাচ্ছি । প্রত্যেকেরই জলের চাহিদা রয়েছে । পশুপাখিরা তো কথা বলতে পারেনা ৷ তাঁদের কষ্ট মানুষের মতো বুদ্ধিমানদের বুঝে নিতে হবে । তা থেকেই আমরা এমন পরিকল্পনা গ্রহণ করেছি । মানুষের কাছেও আমরা আবেদন রেখেছি,তাঁরাও যেন এভাবে এগিয়ে আসে ।"

নয়া উদ্যোগ নিলেন বারাসতের কাউন্সিলর

বারাসত, 21 এপ্রিল: তীব্র গরমে কাহিল পশুপাখি । তৃষ্ণা মেটানোয় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ৷ মানুষের তৃষ্ণা মেটাতে কত কিছু রয়েছে! সমস্যায় পড়েছে অবলা জন্তু জানোয়ার কিংবা পশুপাখি ! তৃষ্ণা মেটাতে এক ফোঁটা পানীয় জল পেতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে । এবার তাদের কথা ভেবে এগিয়ে এলেন বারাসতের নির্দল কাউন্সিলর । রাস্তার ধারে পরপর জলের পাত্র রেখে পশু- পাখিদের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ভট্টাচার্য ৷

চৈতালীদেবী সারা বছরই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কোনও না কোনও উদ্যোগ নিয়ে থাকেন । এবার একেবারে ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেল তাঁকে । নিজের ওয়ার্ডে রাস্তার মোড়ে মোড়ে মাটির পাত্রে জলের ব্যবস্থা করেছেন পশুপাখিদের জন্য ৷ শুধু জলের পাত্রের ব্যবস্থা করাই নয়! রাস্তার ধারে বড় বড় হোডিং লাগিয়ে পশুপাখিদের তৃষ্ণা মেটাতে বাসিন্দাদের এগিয়ে আসার আবেদনও জানিয়েছেন এই নির্দল কাউন্সিলর । স্বভাবতই তাঁর এমন উদ্যোগ সকলের মন কেড়েছে ।

স্থানীয় সূত্রে খবর,পশু-পাখিদের সুস্থ রাখতে প্রতিদিন দু'বেলা নিয়ম করে মাটির পাত্রের জলও পালটানো হচ্ছে । যাতে তাঁরা পরিশ্রুত পানীয় জল পান করতে পারে তাই এই উদ্যোগ । তাপস মল্লিক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "কাউন্সিলর এমন উদ্যোগ নেওয়ায় খুব ভালো লাগছে আমাদের । মানুষ তৃষ্ণার্ত হলে মুখ ফুটে বলতে পারে । কিন্তু,অবলা জন্তু জানোয়ার সেটাও পারেনা । তাই,পশুপাখিদের তৃষ্ণা মেটানোর জন্য সকলের এগিয়ে আসা উচিত । কাউন্সিলরের আবেদন মেনে আমরাও বাড়ির সামনে জলের পাত্র রাখার উদ্যোগ নিয়েছি । ওঁকে কাউন্সিলর হিসেবে পেয়ে আমরা গর্বিত ।"

আরও পড়ুন : আকাশ ভুলে সংসারি হয়েছে বনের মিতুয়া !

একই সুর শোনা গিয়েছে পূর্ণিমা মুহুরি নামে ওয়ার্ডের আরেক বাসিন্দার গলাতেও । তাঁর কথায়, এই ধরনের উদ্যোগ আগে কখনও দেখা যায়নি । চৈতালীদেবী কাউন্সিলর হিসেবে প্রথম এই ধরনের উদ্যোগ নিয়েছেন । এতে আমরাও খুব খুশি । এদিকে, যিনি এই উদ্যোগের কাণ্ডারি সেই 28 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চৈতালী ভট্টাচার্য বলেন, "যা গরম পড়েছে তা আমরা ভালোভাবেই টের পাচ্ছি । প্রত্যেকেরই জলের চাহিদা রয়েছে । পশুপাখিরা তো কথা বলতে পারেনা ৷ তাঁদের কষ্ট মানুষের মতো বুদ্ধিমানদের বুঝে নিতে হবে । তা থেকেই আমরা এমন পরিকল্পনা গ্রহণ করেছি । মানুষের কাছেও আমরা আবেদন রেখেছি,তাঁরাও যেন এভাবে এগিয়ে আসে ।"

Last Updated : Apr 22, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.