ETV Bharat / state

BJP Protest: কেন্দ্রীয় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

author img

By

Published : Oct 22, 2022, 7:56 PM IST

তৃণমূল নেতার বিরুদ্ধে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ (Corruption Allegation Against TMC Leader) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৷ ঘটনার প্রতিবাদে আজ আকাইপুর স্টেশন রোড অবরোধ করে বিজেপি (BJP Protest in North 24 Pargana) ৷

corruption-allegation-against-tmc-leader-bjp-protest-in-north-24-pargana
corruption-allegation-against-tmc-leader-bjp-protest-in-north-24-pargana

গোপলনগর, 22 অক্টোবর: সরকারি প্রকল্প নিজের নামে করে নেওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে (Corruption Allegation Against TMC Leader) ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তরুণ পাল তৃণমূলের যুবনেতা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৷ প্রতিবাদে এদিন আকাইপুর রেল গেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব (BJP Protest in North 24 Pargana) ৷ অভিযোগ সাদা কাগজে ওই মহিলাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল অভিযুক্ত তৃণমূল নেতা ৷ এর পর মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের 1 লক্ষ 69 হাজার 444 টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছে বিজেপি ৷

অভিযোগ তরুণ পাল আকাইপুর হুদার বাসিন্দা সন্ধ্যা বৈদ্য নামে এক মহিলা নামে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে আবেদন করেন ৷ ওই মহিলা কলা চাষ করবেন বলে ওই প্রকল্পে টাকা চেয়ে আবেদন করেছিলেন ৷ সেই সময় তরুণ পাল তাঁকে সাহায্য করার নামে একটি সাদা কাগজে সই করিয়ে নেন ৷ পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, তরুণ পাল নিজের নামে ওই আবেদন করেছিলেন এবং প্রকল্পের টাকা আত্মসাৎ করেন ৷ সন্ধ্যা বৈদ্য এ নিয়ে সম্প্রতি আকাইপুর গ্রাম পঞ্চায়েত ও গোপালপুর থানায় অভিযোগ জানান ৷

কেন্দ্রীয় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন: মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও

বিষয়টি জানানি হতেই, বিজেপি দুর্নীতি অভিযোগে সরব হয়েছে ৷ শনিবার দুপুরে আকাইপুর রেল গেটের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের অভিযোগ শুধু সন্ধ্যা বৈদ্য নন, আকাইপুরে এমন অনেকের সঙ্গে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে ৷ যদিও সব অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত তরুণ পাল ৷ তিনি দাবি করেছেন, ওই প্রকল্পের কোনও টাকা তিনি পাননি ৷ বিজেপি রাজনৈতিক স্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে ৷

গোপলনগর, 22 অক্টোবর: সরকারি প্রকল্প নিজের নামে করে নেওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে (Corruption Allegation Against TMC Leader) ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তরুণ পাল তৃণমূলের যুবনেতা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৷ প্রতিবাদে এদিন আকাইপুর রেল গেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব (BJP Protest in North 24 Pargana) ৷ অভিযোগ সাদা কাগজে ওই মহিলাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল অভিযুক্ত তৃণমূল নেতা ৷ এর পর মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের 1 লক্ষ 69 হাজার 444 টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছে বিজেপি ৷

অভিযোগ তরুণ পাল আকাইপুর হুদার বাসিন্দা সন্ধ্যা বৈদ্য নামে এক মহিলা নামে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে আবেদন করেন ৷ ওই মহিলা কলা চাষ করবেন বলে ওই প্রকল্পে টাকা চেয়ে আবেদন করেছিলেন ৷ সেই সময় তরুণ পাল তাঁকে সাহায্য করার নামে একটি সাদা কাগজে সই করিয়ে নেন ৷ পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, তরুণ পাল নিজের নামে ওই আবেদন করেছিলেন এবং প্রকল্পের টাকা আত্মসাৎ করেন ৷ সন্ধ্যা বৈদ্য এ নিয়ে সম্প্রতি আকাইপুর গ্রাম পঞ্চায়েত ও গোপালপুর থানায় অভিযোগ জানান ৷

কেন্দ্রীয় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন: মানিককে দেখেই আদালতে উঠল 'চোর চোর' রব, দেখানো হল জুতোও

বিষয়টি জানানি হতেই, বিজেপি দুর্নীতি অভিযোগে সরব হয়েছে ৷ শনিবার দুপুরে আকাইপুর রেল গেটের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের অভিযোগ শুধু সন্ধ্যা বৈদ্য নন, আকাইপুরে এমন অনেকের সঙ্গে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে ৷ যদিও সব অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত তরুণ পাল ৷ তিনি দাবি করেছেন, ওই প্রকল্পের কোনও টাকা তিনি পাননি ৷ বিজেপি রাজনৈতিক স্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.