ETV Bharat / state

Siraj Uddan Park in Barasat: কাকলী ঘোষদস্তিদারের তহবিলে তৈরি সিরাজ উদ্যান ! কোটি-কোটি দুর্নীতির অভিযোগ - Corruption allegation against Siraj Uddan Park

2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনার সিরাজ উদ্দিন পার্কের ভার্চুয়াল উদ্বোধন করেন ৷ এই পার্কটি তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের তহবিলের অর্থে গড়া হয়েছিল ৷ পার্ক ঘিরে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে (Siraj Uddan Park Corruption) ৷

Siraj Uddan Park
সিরাজ উদ‍্যান পার্ক
author img

By

Published : Feb 15, 2023, 8:05 AM IST

Updated : Feb 15, 2023, 4:20 PM IST

বারাসতের সিরাজ উদ্যান নিয়ে দুর্নীতির অভিযোগ

বারাসত, 15 ফেব্রুয়ারি: রক্ষণাবেক্ষণের অভাবে আগেই বন্ধ হয়ে গিয়েছিল বারাসতের সিরাজ উদ‍্যান পার্ক ৷ এবার তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল ! পার্কের সৌন্দর্যায়ন এবং বিভিন্ন রাইডস-এর বরাতের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ ৷ আরও অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া নিয়েও রয়েছে অস্বচ্ছতা ৷ সূত্রের খবর, যে বেসরকারি সংস্থাকে সিরাজ উদ‍্যান পার্ক তৈরির বরাত দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে পার্ক গড়ার অভিযোগ উঠেছে ৷ গোটা ঘটনায় নাম জড়িয়েছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের ৷

দুর্নীতির অভিযোগ সামনে আসতেই পৌর বোর্ডের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে পৌরসভার তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় ৷ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন এবং বর্তমান দুই চেয়ারম্যানকেই দুষেছে গেরুয়া শিবির ৷ যা ঘিরে এখন সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনা জেলার রাজনীতি ৷

বারাসতের চাঁপাডালি বাসস্ট্যান্ডের ঠিক পাশে সিরাজ উদ‍্যান পার্ক ৷ পৌরসভার কয়েক বিঘা জমির উপর ঐতিহ্যবাহী এই পার্কটি গড়ে উঠেছে ৷ পার্ক তৈরিতে স্থানীয় তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের অর্থ রয়েছে ৷ অন‍্যদিকে, পৌরসভার বরাদ্দকৃত অর্থ দেওয়া হয়েছে । সব মিলিয়ে কয়েক কোটি টাকা খরচে গড়ে ওঠে জেলার সদর শহরের সবচেয়ে বড় এই পার্কটি ৷ 2019 সালের 12 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন সিরাজ উদ‍্যান পার্কের । উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: 'দুর্নীতির হাত কবে ধরা পড়বে ?', বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন

আপাতত পার্কটি বন্ধ ৷ পার্কের মূল গেট-সহ পিছনের আরও একটি গেটে এখন বড় তালা ৷ এই পার্কের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নবাব সিরাজউদদ্দৌলার কাহিনী ৷ এই পার্ককে ঘিরে এখন একের পর এক দুর্নীতির অভিযোগ ৷ সূত্রের খবর, নৌকাবিহার, টয়ট্রেন, বোটিং-সহ আমোদ প্রমোদের নানারকম রাইডস আছে ৷ সেগুলি তৈরিতে নিম্নমানের সামগ্রী ব‍্যবহার করার অভিযোগ উঠেছে বরাত পাওয়া বেসরকারি সংস্থার বিরুদ্ধে ৷ তিন বছরে প্রায় কোটি টাকার জিনিস নষ্ট হওয়ায় দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছেন পৌরসভার আধিকারিকরা ৷ তাই বেসরকারি ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পৌরপ্রশাসন ৷ এখন সেই রিপোর্টের অপেক্ষায় পৌর কর্তৃপক্ষ ৷

এ প্রসঙ্গে পৌরসভার বর্তমান চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় বলেন, "তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঠিকই ৷ কিন্তু, বিনা টেন্ডারে বরাত দেওয়ার অভিযোগ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে ৷ আমার মনে হয় না-প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় কোনও বেআইনি কাজ করেছেন ৷ তিনি তো ভালো কাজই করতে চেয়েছিলেন ৷ কিন্তু তার মধ্যে নিম্নমানের সামগ্রীর বিষয়টি উঠে আসবে, তা হয়ত অজানা ছিল ৷ তদন্তে যদি সেরকম কিছু উঠে আসে, তখন পৌর বোর্ড যথাযথ পদক্ষেপ করবে । সাংসদের স্বপ্নের সিরাজ উদ‍্যান পার্ক জনসাধারণের জন্য খুলতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ৷ আশা করছি, শীঘ্রই আমরা তাতে সফল হতে পারব ।" তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "বিষয়টি আমার জানা নেই ৷ আপনার কাছ থেকেই প্রথম শুনলাম ৷ যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেব ৷"

এদিকে, যার সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই তৎকালীন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, "দুর্নীতির অভিযোগ ঠিক নয় । কী কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা আমার কাছে এখনও স্পষ্ট নয় ৷ তবে এটুকু বলতে পারি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছিল ৷ সেই টেন্ডার প্রক্রিয়াতে ছিলেন বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ও ৷ ফলে কেন এখন পার্ক গড়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ আসছে, সেটা বুঝতে পারছি না ৷ যদি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে, সেটা তো একান্ত ইঞ্জিনিয়ারদের বিষয় ৷ সরকারি গাইডলাইন মেনেই সবকিছু হয়েছে ৷"

অন‍্যদিকে, এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "কাটমানি ও দুর্নীতিই এখন তৃণমূলের উন্নয়ন ! কাটমানি ছাড়া কোথায়ও কোনও বরাত পাচ্ছে না নির্মাণকারী সংস্থা ৷ এখানেও তাই হয়েছে ৷ আমি যতদূর জানি, বিনা টেন্ডারেই পার্ক গড়ার বরাত দেওয়া হয়েছিল ৷ সেখানে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ পৌরসভার প্রাক্তন ও বর্তমান, দুই চেয়ারম্যান এই দুর্নীতির সঙ্গে জড়িত ৷ বরাতকারী সংস্থার সঙ্গে কথা বললেই সব জানা যাবে । আমরা চাই, এত বড় দুর্নীতির তদন্ত রিপোর্ট যেন ধামাচাপা পড়ে না যায় ।সকলের সামনে আসে !"

আরও পড়ুন: আগাছা ও জঙ্গলে ভরা 5 কোটি খরচে তৈরি দেশবন্ধু পার্কের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র

বারাসতের সিরাজ উদ্যান নিয়ে দুর্নীতির অভিযোগ

বারাসত, 15 ফেব্রুয়ারি: রক্ষণাবেক্ষণের অভাবে আগেই বন্ধ হয়ে গিয়েছিল বারাসতের সিরাজ উদ‍্যান পার্ক ৷ এবার তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল ! পার্কের সৌন্দর্যায়ন এবং বিভিন্ন রাইডস-এর বরাতের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ ৷ আরও অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া নিয়েও রয়েছে অস্বচ্ছতা ৷ সূত্রের খবর, যে বেসরকারি সংস্থাকে সিরাজ উদ‍্যান পার্ক তৈরির বরাত দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে পার্ক গড়ার অভিযোগ উঠেছে ৷ গোটা ঘটনায় নাম জড়িয়েছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের ৷

দুর্নীতির অভিযোগ সামনে আসতেই পৌর বোর্ডের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে পৌরসভার তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় ৷ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন এবং বর্তমান দুই চেয়ারম্যানকেই দুষেছে গেরুয়া শিবির ৷ যা ঘিরে এখন সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনা জেলার রাজনীতি ৷

বারাসতের চাঁপাডালি বাসস্ট্যান্ডের ঠিক পাশে সিরাজ উদ‍্যান পার্ক ৷ পৌরসভার কয়েক বিঘা জমির উপর ঐতিহ্যবাহী এই পার্কটি গড়ে উঠেছে ৷ পার্ক তৈরিতে স্থানীয় তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের অর্থ রয়েছে ৷ অন‍্যদিকে, পৌরসভার বরাদ্দকৃত অর্থ দেওয়া হয়েছে । সব মিলিয়ে কয়েক কোটি টাকা খরচে গড়ে ওঠে জেলার সদর শহরের সবচেয়ে বড় এই পার্কটি ৷ 2019 সালের 12 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন সিরাজ উদ‍্যান পার্কের । উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: 'দুর্নীতির হাত কবে ধরা পড়বে ?', বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন

আপাতত পার্কটি বন্ধ ৷ পার্কের মূল গেট-সহ পিছনের আরও একটি গেটে এখন বড় তালা ৷ এই পার্কের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নবাব সিরাজউদদ্দৌলার কাহিনী ৷ এই পার্ককে ঘিরে এখন একের পর এক দুর্নীতির অভিযোগ ৷ সূত্রের খবর, নৌকাবিহার, টয়ট্রেন, বোটিং-সহ আমোদ প্রমোদের নানারকম রাইডস আছে ৷ সেগুলি তৈরিতে নিম্নমানের সামগ্রী ব‍্যবহার করার অভিযোগ উঠেছে বরাত পাওয়া বেসরকারি সংস্থার বিরুদ্ধে ৷ তিন বছরে প্রায় কোটি টাকার জিনিস নষ্ট হওয়ায় দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছেন পৌরসভার আধিকারিকরা ৷ তাই বেসরকারি ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পৌরপ্রশাসন ৷ এখন সেই রিপোর্টের অপেক্ষায় পৌর কর্তৃপক্ষ ৷

এ প্রসঙ্গে পৌরসভার বর্তমান চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় বলেন, "তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঠিকই ৷ কিন্তু, বিনা টেন্ডারে বরাত দেওয়ার অভিযোগ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে ৷ আমার মনে হয় না-প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় কোনও বেআইনি কাজ করেছেন ৷ তিনি তো ভালো কাজই করতে চেয়েছিলেন ৷ কিন্তু তার মধ্যে নিম্নমানের সামগ্রীর বিষয়টি উঠে আসবে, তা হয়ত অজানা ছিল ৷ তদন্তে যদি সেরকম কিছু উঠে আসে, তখন পৌর বোর্ড যথাযথ পদক্ষেপ করবে । সাংসদের স্বপ্নের সিরাজ উদ‍্যান পার্ক জনসাধারণের জন্য খুলতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ৷ আশা করছি, শীঘ্রই আমরা তাতে সফল হতে পারব ।" তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "বিষয়টি আমার জানা নেই ৷ আপনার কাছ থেকেই প্রথম শুনলাম ৷ যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেব ৷"

এদিকে, যার সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই তৎকালীন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, "দুর্নীতির অভিযোগ ঠিক নয় । কী কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা আমার কাছে এখনও স্পষ্ট নয় ৷ তবে এটুকু বলতে পারি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছিল ৷ সেই টেন্ডার প্রক্রিয়াতে ছিলেন বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ও ৷ ফলে কেন এখন পার্ক গড়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ আসছে, সেটা বুঝতে পারছি না ৷ যদি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে, সেটা তো একান্ত ইঞ্জিনিয়ারদের বিষয় ৷ সরকারি গাইডলাইন মেনেই সবকিছু হয়েছে ৷"

অন‍্যদিকে, এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "কাটমানি ও দুর্নীতিই এখন তৃণমূলের উন্নয়ন ! কাটমানি ছাড়া কোথায়ও কোনও বরাত পাচ্ছে না নির্মাণকারী সংস্থা ৷ এখানেও তাই হয়েছে ৷ আমি যতদূর জানি, বিনা টেন্ডারেই পার্ক গড়ার বরাত দেওয়া হয়েছিল ৷ সেখানে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ পৌরসভার প্রাক্তন ও বর্তমান, দুই চেয়ারম্যান এই দুর্নীতির সঙ্গে জড়িত ৷ বরাতকারী সংস্থার সঙ্গে কথা বললেই সব জানা যাবে । আমরা চাই, এত বড় দুর্নীতির তদন্ত রিপোর্ট যেন ধামাচাপা পড়ে না যায় ।সকলের সামনে আসে !"

আরও পড়ুন: আগাছা ও জঙ্গলে ভরা 5 কোটি খরচে তৈরি দেশবন্ধু পার্কের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র

Last Updated : Feb 15, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.