অশোকনগর, 23 এপ্রিল : কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার আবেদন জানানো হয়েছে । সেই তহবিলে অনেকেই দান করছেন । কিন্তু পরিচারিকার কাজ করে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের কথা শোনা যায়নি । এমনই দৃষ্টান্ত তৈরি করলেন তানিয়া দাস ।উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা তানিয়া দাস পেশায় পরিচারিকা । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে গতকাল এক হাজার টাকা দান করেন ।
দীর্ঘদিন পরিচারিকার কাজ করেন তানিয়া । স্বামী পেশায় ভ্যানচালক । দুই মেয়ের বিয়ে হয়ে গেছে । ওই দম্পতির কোনওরকমে সংসার চলে । কোরোনা মহামারী গোটা বিশ্বকে গ্রাস করছে । নিজেরা কী খাবেন, ঠিক নেই । অথচ কোরোনা মোকাবিলায় অতিকষ্টে সঞ্চয় করা এক হাজার টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।
![tania das](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24p-01-onlyphoto-7203502_23042020080127_2304f_1587609087_1037.jpg)
গতকাল তানিয়া অশোকনগর থানার OC অয়ন চক্রবর্তীর হাতে সেই টাকা তুলে দেন । তিনি বলেন, “ পরের বাড়িতে পরিচারিকার কাজ করি । খুব কষ্ট করে দুই মেয়েকে বিয়ে দিয়েছি । বাড়িতে এখন আমরা স্বামী-স্ত্রী দু'জনে থাকি । লোকের বাড়ি কাজ করে করে যে ক’টা টাকা ঘরে জমিয়েছিলাম, আজ তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছি । জানি খুব সামান্য । তবু ছোটো একটা ভালো কাজ করতে পেরে আমারও ভালো লাগছে ।”