বারাসত, 31 অক্টোবর : বাড়ছে সংক্রমণ । তাই সংক্রমণ প্রতিরোধে এবছর বারাসতের কালীপূজোয় দর্শনার্থীদের ভিড় এড়ানোর পরামর্শ দিলেন পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । এই বিষয়ে তিনি জানান, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বারাসতের কালীপূজো জাঁকজমকহীন ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই সকলের কাছে অনুরোধ করব, তাঁরা যেন এটা ভালোভাবে মেনে নেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগামী বছর আবার বারাসতের কালীপূজো জাঁকজমকভাবে করা হবে বলেও জানিয়েছেন তিনি । সেই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ভিড় এড়ানোর পরামর্শও দিয়েছেন পৌরসভার প্রশাসক ।
সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা জেলা । জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে । প্রতিদিনই সেখানে আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে । পুজোর কয়েকদিন সেই সংখ্যা আরও বেড়েছে । ষষ্ঠী থেকে শুক্রবার পর্যন্ত বারাসতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 257 জন । তার মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 179 জন । মারা গিয়েছেন ২ জন ।এখনও পর্যন্ত সদর শহর বারাসতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 41 জন । হোম কোয়ারানটিন, সেফ হোম ও বিভিন্ন হাসপাতালে কোরোনা আক্রান্ত 451 জনের চিকিৎসা চলছে এখনও । তা সত্বেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে বলে দাবি পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের ।
এই বিষয়ে তিনি বলেন, "পুজোর সময় বিশেষজ্ঞরা যেভাবে সংক্রমণ বাড়ার কথা বলেছিল তা আটকানো সম্ভব হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের সহযোগিতার জন্য । মানুষ নিয়মবিধি মেনে চলেছে বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে । তা সত্বেও সংক্রমণ প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । বিশেষ করে দীপাবলি উৎসবের সময় ফায়ার বিগ্রেড, পৌরসভার অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কর্মীদের টিম মোতায়েন থাকবে রাস্তায় ।"