বারাসত, 30 জুন: "দলে কিছু ধান্দাবাজ, সুবিধাবাদী লোক রয়েছে । যারা সবসময় চায় দলকে ভাঙিয়ে নিজের আখের গোছাতে ।" এই রকমই বিস্ফোরক মন্তব্য করে শাসকদলকে বিড়ম্বনায় ফেললেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। শুক্রবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী উত্তর 24 পরগনার বারাসতে এসেছিলেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালকে দেখতে ৷ সেখান থেকেই সরব হন দলের প্রতি ৷ তিনি বলেন, "দলের মধ্যে থেকে যারা অনৈতিক কাজ করবে । দলের ঝান্ডা সামনে রেখে খাওয়ার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"
প্রসঙ্গত, সম্প্রতি বেআইনি অটো-টোটো রুটের প্রতিবাদ করতে গিয়ে বারাসতের হেলাবটতলা মোড়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। আঘাত লাগে তাঁর মাথাতেও । অভিযোগ, এই কাজে প্রত্যক্ষভাবে মদত দিয়েছিলেন এলাকার আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় ওরফে বুড়ো ৷ কাউন্সিলর আক্রান্ত হওয়ার ঘটনার পরপরই তৃণমূলের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ আন্দোলনে সরগরম হয়ে ওঠে জেলার সদর শহর বারাসত । ইতিমধ্যে এই ঘটনায় ছ'জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় এখনও অধরা ৷ তাঁর গ্রেফতারের দাবিতে পুলিশের ওপর চাপ দিচ্ছে তৃণমূল নেতারা ।
আরও পড়ুন: অটোর রুটের দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ধুন্ধুমার বারাসতে প্রহৃত কাউন্সিলর
এদিকে, ঘটনার তিনদিন পরও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ার দলীয় কর্মীরা বিক্ষোভ দেখান ৷ এই প্রসঙ্গেই বীজপুরের তৃণমূল বিধায়ক বলেন, "পুলিশ বিষয়টি দেখছে । যাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নিশ্চয় পুলিশ গ্রেফতার করবে । তাছাড়া দেবব্রত পাল শুধু একজন কাউন্সিলর নন । তিনি সমাজসেবীও বটে । মানুষের হয়ে কাজ করেন । মানুষের সমস্যা মেটাতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছন দুষ্কৃতীদের হাতে । দেবব্রত পালের এই প্রতিবাদ প্রশংসার যোগ্য ।" এরপরই দলের লোকজনদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন, তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ।
তাঁর কথায়, "অনৈতিক কিছু ধান্দাবাজ লোক দলে থেকে লুঠপাট চালাচ্ছে । এরা সাধারণত সুবিধাবাদী । যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকেই ঝোঁকে এরা । তৃণমূল,বিজেপি প্রত্যেক দলের এই ধরনের সুবিধাবাদী লোক রয়েছে । কে যে তৃণমূল । আর কে যে বিজেপি । সেটা বোঝাই মুশকিল । তবে, দলে কোনও দুষ্কৃতীর জায়গা নেই ।" ইতিমধ্যেই তা স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ও দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷