ETV Bharat / state

"ও তো একটা লম্পট", জ্যোতিপ্রিয়কে বললেন অর্জুন

ব্যারাকপুর পৌরনিগম গঠন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেন এলাকার সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক । রাজ্যে তো BJP আসবে । তখন আমরা বিষয়টি দেখে নেব ।" সেই প্রসঙ্গ টেনেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি অর্জুনকে মূর্খ বলে কটাক্ষ করেন ।

গ্রাফিক্স
author img

By

Published : Nov 24, 2019, 11:51 PM IST

ব্যারাকপুর, 24 নভেম্বর : ব্যারাকপুর শিল্পাঞ্চলের 8 টি পৌরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন পৌরনিগম । যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার । এই নিয়েই BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যার একদিকে অর্জুন সিং ও অপর দিকে জ্যোতিপ্রিয় মল্লিক ।

ব্যারাকপুরে পৌরনিগম গঠন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেন এলাকার সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক । রাজ্যে তো BJP আসবে । তখন আমরা বিষয়টি দেখে নেব ।" সেই প্রসঙ্গ টেনেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি অর্জুনকে মূর্খ বলে কটাক্ষ করেন । বলেন, "একটা অশিক্ষিত, মূর্খ । ওর কথা আমাকে বলবেন না । ওর দম কত পর্যন্ত তা আমার জানা হয়ে গেছে এবং ওর এই দম কোথায় গিয়ে থেমেছে সেটাও জানা আছে । ও ভেবেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে আক্রমণ করে সেখানে দু'টি বোমা মেরে তৃণমূলকে থামানো যাবে । কিন্তু এটা হবে না । কত ধানে কত চাল সেটা আমরা অর্জুনকে বুঝিয়ে দেব । আর ওর সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসই যথেষ্ট ।"

উলটো দিকে জ্যোতিপ্রিয়কে মানসিক ভারসাম্যহীন, লম্পট বলেন অর্জুন । তাঁর কথায়, "জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা বলতে পারেন কেন না ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছে । মাথা খারাপ হয়ে গেছে । আমি ওর পরিবারের প্রতি দয়াশীল হয়ে বলছি জানি না কীভাবে এমন একজনের সঙ্গে তারা দিন কাটাচ্ছে । কারণ ও তো একটা লম্পট ।"

ব্যারাকপুর, 24 নভেম্বর : ব্যারাকপুর শিল্পাঞ্চলের 8 টি পৌরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন পৌরনিগম । যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার । এই নিয়েই BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যার একদিকে অর্জুন সিং ও অপর দিকে জ্যোতিপ্রিয় মল্লিক ।

ব্যারাকপুরে পৌরনিগম গঠন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেন এলাকার সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক । রাজ্যে তো BJP আসবে । তখন আমরা বিষয়টি দেখে নেব ।" সেই প্রসঙ্গ টেনেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি অর্জুনকে মূর্খ বলে কটাক্ষ করেন । বলেন, "একটা অশিক্ষিত, মূর্খ । ওর কথা আমাকে বলবেন না । ওর দম কত পর্যন্ত তা আমার জানা হয়ে গেছে এবং ওর এই দম কোথায় গিয়ে থেমেছে সেটাও জানা আছে । ও ভেবেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে আক্রমণ করে সেখানে দু'টি বোমা মেরে তৃণমূলকে থামানো যাবে । কিন্তু এটা হবে না । কত ধানে কত চাল সেটা আমরা অর্জুনকে বুঝিয়ে দেব । আর ওর সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসই যথেষ্ট ।"

উলটো দিকে জ্যোতিপ্রিয়কে মানসিক ভারসাম্যহীন, লম্পট বলেন অর্জুন । তাঁর কথায়, "জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা বলতে পারেন কেন না ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছে । মাথা খারাপ হয়ে গেছে । আমি ওর পরিবারের প্রতি দয়াশীল হয়ে বলছি জানি না কীভাবে এমন একজনের সঙ্গে তারা দিন কাটাচ্ছে । কারণ ও তো একটা লম্পট ।"

Intro:ব্যারাকপুর পৌরনিগম তৈরি নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।Body:ব্যারাকপুর মহাকুমার টিটাগর পৌরসভা থেকে শুরু করে কাঁচরাপাড়া পৌরসভা পর্যন্ত আটটি পৌরসভা নিয়ে তৈরি করা হচ্ছে ব্যারাকপুর পৌরনিগম। এই ব্যারাকপুর পৌরনিগম তৈরি করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই আটটি পৌরসভার পৌরপ্রধান দের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। খুব সম্ভবত কিছুদিনের মধ্যেই ব্যারাকপুর পৌরনিগম তৈরি হয়ে যাবে।তবে এই বিষয়টিকে নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা..


আজ ব্যারাকপুর পৌরসভায় তৃণমূলের দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কে আক্রমণ করে বলেন, একটা অশিক্ষিত মূর্খ মানুষ তাই ওর সম্বন্ধে কথা না বলাই ভালো। তার দম কত পর্যন্ত তা জানা গেছে এবং তার এই দম কোথায় গিয়ে থেমেছে সেটাও জানা হয়ে গিয়েছে। ও ভেবেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ কে আক্রমণ করে সেখানে দুটি বোম মেরে তৃণমূলকে থামানো যাবে। কিন্তু এটা হবে না। কত ধানে কত চাল সেটা আমরা অর্জুনকে বুঝিয়ে দেব। আর ওর সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস যথেষ্ট।

তারই প্রত্যুত্তরে ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা বলতে পারেন কেননা ওর মানসিক ভারসাম্য হারিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি অত্যন্ত বিশ্বাসী এবং ওর পরিবারের প্রতি দয়াশীল হয়ে বলছি ওনার পরিবারের লোকজন কিভাবে দিন কাটাচ্ছে যে ওরকম একটা লম্পট মানুষের সঙ্গে একসাথে থাকতে পারে।

সব মিলিয়ে ব্যারাকপুর পৌরনিগম তৈরি নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.