ETV Bharat / state

Panihati Councillor Murder : পানিহাটিতে কাউন্সিলর খুনে গ্রেফতার সুপারি কিলার - পানিহাটিতে কাউন্সিলর খুনে গ্রেফতার হরিণঘাটার সুপারি কিলার

পানিহাটিতে সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হল হরিণঘাটার সুপারি কিলার (Contract killer arrested in Panihati Councillor Murder case) ৷

Panihati Councillor Murder Case
পানিহাটিতে কাউন্সিলর খুনে গ্রেফতার হরিণঘাটার সুপারি কিলার
author img

By

Published : Mar 14, 2022, 10:38 AM IST

Updated : Mar 14, 2022, 2:36 PM IST

ব্যারাকপুর, 14 মার্চ : সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় গ্রেফতার হল আততায়ী (Contract killer arrested in Panihati Councillor Murder case) ৷ আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ৷ বাসিন্দারাই প্রথমে তাকে ধরে ফেলেন ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

জানা যাচ্ছে, সুপারি কিলারের নাম অমিত পণ্ডিত ৷ সে নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ৷ স্থানীয়রা জানান, খুনের পর সে এলাকা থেকে পালাতে না পেরে স্থানীয় একটি ঝোঁপে লুকিয়ে পড়ে । পাড়ার লোকজন দেখে ফেলেন ৷ তাঁরা প্রথমে জায়গাটা পাহারা দিয়ে রাখেন । তারপর সেই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

কাউন্সিলরকে খুনের পর এলাকাতেই দা-ঢাকা দেয় আততায়ী

গতকাল অনুপম দত্তকে হত্যার পরই তদন্ত শুরু করে পুলিশ ৷ খুনের সময়ের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে ৷ তাতে দেখা যায়, একজন পিছন থেকে এসে তৃণমূল কাউন্সিলরকে মাথায় গুলি করে পালিয়ে যাচ্ছে ৷ আততায়ীর পরনে ছিল নীল-সাদা রঙের একটি গেঞ্জি ৷ সেই জামার রং ধরে তল্লাশি শুরু হয় ৷ কিন্তু আততায়ী তার আগেই জামা বদলে ঝোঁপের ভিতর লুকিয়ে পড়ে ৷ তবে এলাকার মানুষজন তা দেখতে পেয়ে যান ৷

এদিকে আততায়ী গ্রেফতার হলেও ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ, স্থানীয়দের বলা দেওয়া সত্ত্বেও পুলিশ আততায়ীকে ধরতে তৎপরতা দেখায়নি । এলাকার মানুষজনই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে তাকে বের করে আনে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Political Murder in Purulia : ঝালদায় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বনধের ডাক

ব্যারাকপুর, 14 মার্চ : সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় গ্রেফতার হল আততায়ী (Contract killer arrested in Panihati Councillor Murder case) ৷ আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ৷ বাসিন্দারাই প্রথমে তাকে ধরে ফেলেন ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

জানা যাচ্ছে, সুপারি কিলারের নাম অমিত পণ্ডিত ৷ সে নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ৷ স্থানীয়রা জানান, খুনের পর সে এলাকা থেকে পালাতে না পেরে স্থানীয় একটি ঝোঁপে লুকিয়ে পড়ে । পাড়ার লোকজন দেখে ফেলেন ৷ তাঁরা প্রথমে জায়গাটা পাহারা দিয়ে রাখেন । তারপর সেই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

কাউন্সিলরকে খুনের পর এলাকাতেই দা-ঢাকা দেয় আততায়ী

গতকাল অনুপম দত্তকে হত্যার পরই তদন্ত শুরু করে পুলিশ ৷ খুনের সময়ের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে ৷ তাতে দেখা যায়, একজন পিছন থেকে এসে তৃণমূল কাউন্সিলরকে মাথায় গুলি করে পালিয়ে যাচ্ছে ৷ আততায়ীর পরনে ছিল নীল-সাদা রঙের একটি গেঞ্জি ৷ সেই জামার রং ধরে তল্লাশি শুরু হয় ৷ কিন্তু আততায়ী তার আগেই জামা বদলে ঝোঁপের ভিতর লুকিয়ে পড়ে ৷ তবে এলাকার মানুষজন তা দেখতে পেয়ে যান ৷

এদিকে আততায়ী গ্রেফতার হলেও ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ, স্থানীয়দের বলা দেওয়া সত্ত্বেও পুলিশ আততায়ীকে ধরতে তৎপরতা দেখায়নি । এলাকার মানুষজনই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে তাকে বের করে আনে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Political Murder in Purulia : ঝালদায় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বনধের ডাক

Last Updated : Mar 14, 2022, 2:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.