ETV Bharat / state

Ration Card Problem: জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত, মিলল না রেশন - Ration Card Problem

বারাসত পৌরসভার ঠিক পাশেই রয়েছে একটি রেশন দোকান ৷ 26 নম্বর ওয়ার্ডের হাটখোলা অঞ্চলের গ্রাহকরা রেশন পেয়ে থাকেন এখান থেকে । এখানকার গ্রাহকদের একাংশের অভিযোগ, তাঁদের মৃত দেখিয়ে রেশন কার্ডের কার্যকারিতা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে রেশন পেতে তাঁদের সমস্যা হচ্ছে (Barasat Ration Card Problem) ৷

ETV Bharat
Barasat Ration Card Problem
author img

By

Published : Nov 5, 2022, 10:14 PM IST

বারাসত, 5 নভেম্বর: জীবিত ব‍্যাক্তি রাতারাতি হয়ে গেলেন মৃত ! রেশন তুলতে এসে এমন কাণ্ড দেখে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় গ্রাহকদের একাংশের । তাঁরা বুঝতেই পারছেন না হঠাৎ কীভাবে তাঁদের রেশন কার্ড 'রেড' হয়ে গেল । অর্থাৎ কার্ডের কোনও কার্যকারিতা না থাকায় রেশন না-পেয়ে শনিবার খালি হাতেই ফিরতে হল ভুক্তভোগী গ্রাহকদের একাংশকে । এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসতের একটি রেশন দোকানে । স্বভাবতই এমন কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে (consumers facing trouble to get ration) । ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি খাদ্য দফতরের আধিকারিকদের ছুটে আসতে হয় ঘটনাস্থলে ।

বারাসত পৌরসভার ঠিক পাশেই রয়েছে সরকার অনুমোদিত ওই রেশন দোকানটি । ওই দোকানের রেশন ডিলার সুজয় কুমার রায় । মূলত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের হাটখোলা অঞ্চলের গ্রাহকরা রেশন পেয়ে থাকেন এখান থেকে । গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার । তার মধ্যে প্রায় পাঁচশো গ্রাহকের সঙ্গে এমন আজব ঘটনা ঘটেছে বলে খবর । এর মধ্যে অনেকে গত মাসের রেশন তুলেছেন ঠিকঠাকভাবে । আবার অনেকে গত মাসের সঙ্গে এই মাসের রেশনও হাতে পাননি এখনও অবধি । তার একটাই কারণ, রেশন কার্ড 'রেড' হয়ে যাওয়া (Barasat Ration Card Problem)।

আরও পড়ুন: প্রতি বর্ষায় ভেঙে যায় সাঁকো, চাঁদা তুলে তা তৈরি করেন গ্রামবাসীরাই

জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে রেশন তুলতে গেলে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক । অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে । এদিন সেই রেশন তুলতে এসেই উপভোক্তাদের একাংশ জানতে পারেন, তাঁদের কার্ডের কার্যকারিতা আর নেই । অর্থাৎ এতদিন যে ব্যক্তি জীবিত ছিলেন, তিনিই রাতারাতি হয়ে গিয়েছেন মৃত (problem in consumers ration card at Barasat) ।

জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত, মিলল না রেশন, বারাসতে বিভ্রাট

এই বিষয়ে ভুক্তভোগী উপভোক্তাদের অভিযোগ, ঘটনার পিছনে রেশন ডিলার এবং খাদ্য দফতরের একাংশের গাফিলতি রয়েছে । নইলে এমন ঘটনা অসম্ভব । ফের আমাদের রেশন কার্ড ঠিক করে দেওয়া হোক । যাতে পুনরায় রেশন পাওয়া যায় ৷ যদিও, কোথাও গাফিলতি হয়ে থাকলে তার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেশন ডিলার সুজয় কুমার রায় ।

বারাসত, 5 নভেম্বর: জীবিত ব‍্যাক্তি রাতারাতি হয়ে গেলেন মৃত ! রেশন তুলতে এসে এমন কাণ্ড দেখে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় গ্রাহকদের একাংশের । তাঁরা বুঝতেই পারছেন না হঠাৎ কীভাবে তাঁদের রেশন কার্ড 'রেড' হয়ে গেল । অর্থাৎ কার্ডের কোনও কার্যকারিতা না থাকায় রেশন না-পেয়ে শনিবার খালি হাতেই ফিরতে হল ভুক্তভোগী গ্রাহকদের একাংশকে । এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসতের একটি রেশন দোকানে । স্বভাবতই এমন কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে (consumers facing trouble to get ration) । ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি খাদ্য দফতরের আধিকারিকদের ছুটে আসতে হয় ঘটনাস্থলে ।

বারাসত পৌরসভার ঠিক পাশেই রয়েছে সরকার অনুমোদিত ওই রেশন দোকানটি । ওই দোকানের রেশন ডিলার সুজয় কুমার রায় । মূলত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের হাটখোলা অঞ্চলের গ্রাহকরা রেশন পেয়ে থাকেন এখান থেকে । গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার । তার মধ্যে প্রায় পাঁচশো গ্রাহকের সঙ্গে এমন আজব ঘটনা ঘটেছে বলে খবর । এর মধ্যে অনেকে গত মাসের রেশন তুলেছেন ঠিকঠাকভাবে । আবার অনেকে গত মাসের সঙ্গে এই মাসের রেশনও হাতে পাননি এখনও অবধি । তার একটাই কারণ, রেশন কার্ড 'রেড' হয়ে যাওয়া (Barasat Ration Card Problem)।

আরও পড়ুন: প্রতি বর্ষায় ভেঙে যায় সাঁকো, চাঁদা তুলে তা তৈরি করেন গ্রামবাসীরাই

জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে রেশন তুলতে গেলে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক । অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে । এদিন সেই রেশন তুলতে এসেই উপভোক্তাদের একাংশ জানতে পারেন, তাঁদের কার্ডের কার্যকারিতা আর নেই । অর্থাৎ এতদিন যে ব্যক্তি জীবিত ছিলেন, তিনিই রাতারাতি হয়ে গিয়েছেন মৃত (problem in consumers ration card at Barasat) ।

জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত, মিলল না রেশন, বারাসতে বিভ্রাট

এই বিষয়ে ভুক্তভোগী উপভোক্তাদের অভিযোগ, ঘটনার পিছনে রেশন ডিলার এবং খাদ্য দফতরের একাংশের গাফিলতি রয়েছে । নইলে এমন ঘটনা অসম্ভব । ফের আমাদের রেশন কার্ড ঠিক করে দেওয়া হোক । যাতে পুনরায় রেশন পাওয়া যায় ৷ যদিও, কোথাও গাফিলতি হয়ে থাকলে তার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেশন ডিলার সুজয় কুমার রায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.