ETV Bharat / state

সংস্কারের কাজ বন্ধ, বেহাল 34 নম্বর জাতীয় সড়ক - বারাসত

খানাখন্দে ভরা রাস্তায় বাড়ছে দুর্ঘটনা । লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় 34 নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ । ক্ষোভ বাড়ছে স্থানীয়দের ।

aa
সড়ক
author img

By

Published : Jun 29, 2020, 4:51 AM IST

বারাসত, 28 জুন: লকডাউনের ফলে বন্ধ হয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ ।সংস্কারের অভাবে বেহাল অবস্থা এই জাতীয় সড়কের । রাস্তার অবস্থা এতটাই খারাপ যেপ্রাণের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে । সেই সঙ্গেসমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও । রাস্তার বড় বড় গাড্ডায় চাকা পড়ে প্রায়ইবিকল হচ্ছে গাড়ি । খারাপ হচ্ছে গাড়ির যন্ত্রাংশও । মার খাচ্ছে হোটেল ব্যবসাও । এইনিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা ক্ষোভ উগরে দিলেও প্রশাসনের হুঁশ ফেরেনি বলেঅভিযোগ ।

সম্প্রতি রাস্তা খারাপের কারণেবারাসতের হেলাবটতলা মোড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক মহিলা । আহত হন মহিলারসঙ্গীও । এরপরই ক্ষিপ্ত জনতা দেহ আটকে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় ।উত্তেজিত জনতাকে শান্ত করতে শেষে পুলিশ প্রশাসন রাস্তা মেরামতের আশ্বাস দেয় ।কিন্তু তারপরও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ । রাস্তা খারাপের কারণে শুধু পথচলতি মানুষই বিপদের মধ্যে পড়ছেন তা নয় । গাড়ি চালাতে গিয়ে বিপাকে পড়ছেন চালকরাও । প্রভাবপড়ছে হোটেল ব্যবসাতেও । রাস্তা খারাপের জন্য অনেক গাড়ি চালক এমনকী সাধারণ মানুষওহোটেলমুখী হচ্ছেন না বলে অভিযোগ ।

এই বিষয়ে গাড়িচালক রজত মণ্ডল বলেন,"রাস্তারঅবস্থা এতটাই খারাপ যে, কোনওগাড়িই ঠিক মতো যাতায়াত করতে পারে না । দেখে মনেই হবে না এটি 34 নম্বর জাতীয় সড়ক । রাস্তার কঙ্কালসারচেহারা বাইরে বেরিয়ে এসেছে । একই সুর শোনা গেছে টোটো চালক টুবাই সাহার গলাতেও ।তাঁর মতে, "বারাসতেরডাকবাংলো মোড় থেকে সন্তোষপুর পর্যন্ত পুরো রাস্তা খানাখন্দে ভরা । রাস্তা দিয়েযাত্রী নিয়ে যেতে সবসময় আশঙ্কার মধ্যে থাকতে হয় । দ্রুত জাতীয় সড়ক সংস্কার করা হোক।" তমাল দে নামে এক পথচারী বলেন, "কোনওরকমে জোড়া তাপ্পি দিয়ে রাস্তামেরামত করা হয় । ফলে কিছুদিন যেতে না যেতে রাস্তার দশা "

বারাসত, 28 জুন: লকডাউনের ফলে বন্ধ হয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ ।সংস্কারের অভাবে বেহাল অবস্থা এই জাতীয় সড়কের । রাস্তার অবস্থা এতটাই খারাপ যেপ্রাণের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে । সেই সঙ্গেসমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও । রাস্তার বড় বড় গাড্ডায় চাকা পড়ে প্রায়ইবিকল হচ্ছে গাড়ি । খারাপ হচ্ছে গাড়ির যন্ত্রাংশও । মার খাচ্ছে হোটেল ব্যবসাও । এইনিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা ক্ষোভ উগরে দিলেও প্রশাসনের হুঁশ ফেরেনি বলেঅভিযোগ ।

সম্প্রতি রাস্তা খারাপের কারণেবারাসতের হেলাবটতলা মোড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক মহিলা । আহত হন মহিলারসঙ্গীও । এরপরই ক্ষিপ্ত জনতা দেহ আটকে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় ।উত্তেজিত জনতাকে শান্ত করতে শেষে পুলিশ প্রশাসন রাস্তা মেরামতের আশ্বাস দেয় ।কিন্তু তারপরও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ । রাস্তা খারাপের কারণে শুধু পথচলতি মানুষই বিপদের মধ্যে পড়ছেন তা নয় । গাড়ি চালাতে গিয়ে বিপাকে পড়ছেন চালকরাও । প্রভাবপড়ছে হোটেল ব্যবসাতেও । রাস্তা খারাপের জন্য অনেক গাড়ি চালক এমনকী সাধারণ মানুষওহোটেলমুখী হচ্ছেন না বলে অভিযোগ ।

এই বিষয়ে গাড়িচালক রজত মণ্ডল বলেন,"রাস্তারঅবস্থা এতটাই খারাপ যে, কোনওগাড়িই ঠিক মতো যাতায়াত করতে পারে না । দেখে মনেই হবে না এটি 34 নম্বর জাতীয় সড়ক । রাস্তার কঙ্কালসারচেহারা বাইরে বেরিয়ে এসেছে । একই সুর শোনা গেছে টোটো চালক টুবাই সাহার গলাতেও ।তাঁর মতে, "বারাসতেরডাকবাংলো মোড় থেকে সন্তোষপুর পর্যন্ত পুরো রাস্তা খানাখন্দে ভরা । রাস্তা দিয়েযাত্রী নিয়ে যেতে সবসময় আশঙ্কার মধ্যে থাকতে হয় । দ্রুত জাতীয় সড়ক সংস্কার করা হোক।" তমাল দে নামে এক পথচারী বলেন, "কোনওরকমে জোড়া তাপ্পি দিয়ে রাস্তামেরামত করা হয় । ফলে কিছুদিন যেতে না যেতে রাস্তার দশা "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.