হাসনাবাদ, ২৮ মার্চ : দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হল হাসনাবাদে। ব্লক কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুইজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দে বলেন, "ভোট শান্তিপূর্ণভাবে তৃণমূল করতে দেবে না। তাই, সন্ত্রাস ছড়িয়ে আগে থেকেই আতঙ্ক ছড়াতে চাইছে। আমাদের উপর হামলা চালিয়েছে।"
কংগ্রেসের অভিযোগ উড়িয়ে হাসনাবাদের তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজি বলেন, "আমাদের দলের কর্মীরা অনুমতি নিয়ে ওই এলাকায় একটি দেওয়ালে লিখছিলেন। সেখানে গিয়ে হামলা চালায় কংগ্রেসের একদল দুষ্কৃতী। আমাদের একজন কর্মী গুরুতর জখম হয়েছেন। আমাদের উপর হামলার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে সেখানে দুষ্কৃতীদের একটি আখড়া ভেঙে দিয়েছে। দুষ্কৃতীদের সেই আখড়া কংগ্রেসের পার্টি অফিস ছিল কি না জানি না।"