ETV Bharat / state

Mamata Banerjee: ইছামতীতে লঞ্চের স্টিয়ারিং হাতে মুখ্যমন্ত্রী

বুধবার টাকিতে অচেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee )৷ ইছামতীতে চালালেন লঞ্চ (Mamata Banerjee conducts launch boat in Ichamati river) ৷

ETV Bharat
Mamata Banerjee
author img

By

Published : Nov 30, 2022, 4:48 PM IST

Updated : Nov 30, 2022, 6:45 PM IST

টাকি, 30 নভেম্বর: জেলা সফরে গিয়ে ফের অচেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee ) ৷ বুধবার তাঁর সফরের শেষ লগ্নে টাকি পর্যটন কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী ৷ এদিন দুপুরে টাকি রাজবাড়ি ঘাট থেকে একটি লঞ্চে করে ইছামতীতে ভ্রমণে বেরোন তিনি। সেখানেই সকলকে চমকে দিয়ে হঠাৎই তিনি লঞ্চের চালকের আসনে বসে পড়েন ৷ পরে লঞ্চের স্টিয়ারিং হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee conducts launch boat in Ichamati river) ৷

লঞ্চ থেকে এদিন নদী তীরবর্তী এলাকা চাক্ষুষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ছাড়াও ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । জানা গিয়েছে, টাকি পর্যটন কেন্দ্রের উন্নয়নে আর কী কী কাজ করা যায় সেই বিষয়টি প্রশাসনের আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

টাকি পর্যটন কেন্দ্র থেকে খাঁ-পুকুরের একটি প্রাথমিক বিদ্যালয়েও এদিন সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথা বলেন সেখানকার পড়ুয়াদের সঙ্গে । পরে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । টাকির ঝটিকা সফর সেরে হেলিকপ্টারে এদিনই কলকাতার উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Taki)৷

ইছামতীতে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Mamata Banerjee: ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা

দু'দিনের সফরে মঙ্গলবারই হিঙ্গলগঞ্জের সামসেরনগরে প্রশাসনিক সভা শেষ করে টাকিতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সড়কপথে সরকারি গেস্ট হাউসে যাওয়ার সময় গতকাল বিকেলে হঠাৎই মুখ্যমন্ত্রী তাঁর পরিচিত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সোজা চলে যান টাকির রাজবাড়ি ঘাটের সামনে । কিছুক্ষণ অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে । টাকির সরকারি গেস্ট হাউসে রাত্রিবাস করার পর বুধবার আচমকাই টাকি পর্যটন কেন্দ্র এবং স্থানীয় একটি প্রাইমারি স্কুলে যান মমতা ৷

স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে খুশি টাকির আমজনতা । এর ফলে টাকির সামগ্রিক উন্নয়নে প্রশাসন আরও তৎপর হবে বলেই আশা করছেন তাঁরা । যদিও অনেকে আবার এও মনে করছেন, মুখ্যমন্ত্রীর মতো সরকারের একজন প্রধানকে এসে যদি উন্নয়নে দিশা দিতে হয় তাহলে স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কি করছেন ? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না-করলে তাঁদের কি ঘুম ভাঙবে না ? এমনই সব প্রশ্ন জাগতে শুরু করেছে স্থানীয়দের একাংশের মনে ।

টাকি, 30 নভেম্বর: জেলা সফরে গিয়ে ফের অচেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee ) ৷ বুধবার তাঁর সফরের শেষ লগ্নে টাকি পর্যটন কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী ৷ এদিন দুপুরে টাকি রাজবাড়ি ঘাট থেকে একটি লঞ্চে করে ইছামতীতে ভ্রমণে বেরোন তিনি। সেখানেই সকলকে চমকে দিয়ে হঠাৎই তিনি লঞ্চের চালকের আসনে বসে পড়েন ৷ পরে লঞ্চের স্টিয়ারিং হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee conducts launch boat in Ichamati river) ৷

লঞ্চ থেকে এদিন নদী তীরবর্তী এলাকা চাক্ষুষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ছাড়াও ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । জানা গিয়েছে, টাকি পর্যটন কেন্দ্রের উন্নয়নে আর কী কী কাজ করা যায় সেই বিষয়টি প্রশাসনের আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

টাকি পর্যটন কেন্দ্র থেকে খাঁ-পুকুরের একটি প্রাথমিক বিদ্যালয়েও এদিন সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথা বলেন সেখানকার পড়ুয়াদের সঙ্গে । পরে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । টাকির ঝটিকা সফর সেরে হেলিকপ্টারে এদিনই কলকাতার উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Taki)৷

ইছামতীতে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Mamata Banerjee: ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা

দু'দিনের সফরে মঙ্গলবারই হিঙ্গলগঞ্জের সামসেরনগরে প্রশাসনিক সভা শেষ করে টাকিতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সড়কপথে সরকারি গেস্ট হাউসে যাওয়ার সময় গতকাল বিকেলে হঠাৎই মুখ্যমন্ত্রী তাঁর পরিচিত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সোজা চলে যান টাকির রাজবাড়ি ঘাটের সামনে । কিছুক্ষণ অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে । টাকির সরকারি গেস্ট হাউসে রাত্রিবাস করার পর বুধবার আচমকাই টাকি পর্যটন কেন্দ্র এবং স্থানীয় একটি প্রাইমারি স্কুলে যান মমতা ৷

স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে খুশি টাকির আমজনতা । এর ফলে টাকির সামগ্রিক উন্নয়নে প্রশাসন আরও তৎপর হবে বলেই আশা করছেন তাঁরা । যদিও অনেকে আবার এও মনে করছেন, মুখ্যমন্ত্রীর মতো সরকারের একজন প্রধানকে এসে যদি উন্নয়নে দিশা দিতে হয় তাহলে স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কি করছেন ? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না-করলে তাঁদের কি ঘুম ভাঙবে না ? এমনই সব প্রশ্ন জাগতে শুরু করেছে স্থানীয়দের একাংশের মনে ।

Last Updated : Nov 30, 2022, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.