ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত ন্যাজ়াট থানার সিভিক ভলান্টিয়ার - Corona Positive Civic Volunteer of Nazat Police Station

রাজস্থানের আজমের শরিফে ঘুরতে গিয়েছিলেন । ফেরার পর লালারসের নমুনা পরীক্ষা করা হয় । তাতেই জানা যায়, ন্যাজ়াট থানার ওই সিভিক ভলান্টিয়ার কোরোনায় আক্রান্ত ।

Corona
কোরোনা
author img

By

Published : May 18, 2020, 7:55 AM IST

ন্যাজ়াট, 18 মে : ন্যাজ়াট থানার এক সিভিক ভলান্টিয়ারের শরীরে মিলল কোরোনা ভাইরাস । তিনি সম্প্রতি রাজস্থানের আজমের শরিফ থেকে ফিরেছেন । ইতিমধ্যে তাঁর বাড়ি সিল করা হয়েছে ।

সন্দেশখালি 1 নম্বর ব্লকের বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ার । সম্প্রতি তিনি প্রতিবেশী পরিবাররের ছয়জনের সঙ্গে রাজস্থানের আজমের শরিফে গিয়েছিলেন । সাতদিন আগে তাঁরা ফিরে আসেন । নিয়ম মেনে তাঁদের সাতজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । পাশাপাশি লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই নমুনা পরীক্ষার রিপোর্টে প্রতিবেশী পরিবারের ছয়জনের কোরোনা নেগেটিভ আসে । তবে, ওই সিভিক ভলান্টিয়ারের রিপোর্টে পজ়িটিভ পাওয়া যায় ।

বর্তমানে তিনি বারাসতের কদম্বগাছির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ন্যাজ়াট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি সিল করা হয়েছে । ওই সিভিক ভলান্টিয়ারের সংস্পর্শে এসেছেন এমন 17 জনকে আগামী 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছে । এনিয়ে সন্দেশখালিতে দু'জন কোরোনায় আক্রান্ত হলেন ।

ন্যাজ়াট, 18 মে : ন্যাজ়াট থানার এক সিভিক ভলান্টিয়ারের শরীরে মিলল কোরোনা ভাইরাস । তিনি সম্প্রতি রাজস্থানের আজমের শরিফ থেকে ফিরেছেন । ইতিমধ্যে তাঁর বাড়ি সিল করা হয়েছে ।

সন্দেশখালি 1 নম্বর ব্লকের বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ার । সম্প্রতি তিনি প্রতিবেশী পরিবাররের ছয়জনের সঙ্গে রাজস্থানের আজমের শরিফে গিয়েছিলেন । সাতদিন আগে তাঁরা ফিরে আসেন । নিয়ম মেনে তাঁদের সাতজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । পাশাপাশি লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই নমুনা পরীক্ষার রিপোর্টে প্রতিবেশী পরিবারের ছয়জনের কোরোনা নেগেটিভ আসে । তবে, ওই সিভিক ভলান্টিয়ারের রিপোর্টে পজ়িটিভ পাওয়া যায় ।

বর্তমানে তিনি বারাসতের কদম্বগাছির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ন্যাজ়াট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি সিল করা হয়েছে । ওই সিভিক ভলান্টিয়ারের সংস্পর্শে এসেছেন এমন 17 জনকে আগামী 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছে । এনিয়ে সন্দেশখালিতে দু'জন কোরোনায় আক্রান্ত হলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.