বারাসত, 14 মে: "ঘরের ছেলেকে ঘরে ফেরাও" । এই দাবিতে বারাসতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল CITU । গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জেলার 10 হাজার শ্রমিকের একটি তালিকা জেলাশাসককে দিতে চেয়েছিল বাম তারা । সেই তালিকা জেলাশাসক গ্রহণ করেননি বলে জানিয়েছেন CITU নেতা-কর্মীরা ।
জেলাশাসককে শাসক দলের দলদাস বলে কটাক্ষ করেন গার্গী চট্টোপাধ্যায়। এদিকে, ঘটনাস্থানে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটাতে গেলে সাময়িক উত্তেজনা তৈরি হয় । পরে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্যের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও, গার্গী চট্টোপাধ্যায় সহ 32 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গার্গী চট্টোপাধ্যায় বলেন, "জেলার শ্রমিকদের তালিকা তৈরি করে জেলাশাসকের কাছে জমা দিতে এসেছিলাম । কিন্তু, উনি তালিকা নেবেন না বলে জানিয়ে দিলেন । এরকম অমানবিক দলদাস জেলাশাসক দেখিনি। আমাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের পরিবারকে মাসে অন্তত 7 হাজার 500 টাকা করে ভাতা দিতে হবে । আজ শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম। অথচ, পুলিশ আমাদের গ্রেপ্তার করল। এই রাজ্যে কি আন্দোলন করাও যাবে না?"
CITU-র আন্দোলনকে কটাক্ষ করে বারাসত শহর তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, "ওরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে । কুমিরের কান্না । রাজ্যের মুখ্যমন্ত্রীই শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিচ্ছেন।"