ETV Bharat / state

CID Raids in Salt Lake: সল্টলেকে আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা - Salt Lake News

ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী ও আইপিএস দেবাশিস ধরের বাড়িতে সিআইডি(CID Raids in Salt Lake)৷ কীভাবে ও কোথা থেকে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তা জানতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
সল্টলেকে আইপিএস ও ব্যবসায়ীর বাড়িতে সিআইডি তল্লাশি
author img

By

Published : Sep 11, 2022, 6:40 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: সল্টলেকে এল 143 নম্বরে এক আইপিএস-ঘনিষ্ঠের বাড়িতে হানা দিল সিআইডি। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে রবিবার ওই আধিকারিকের সল্টলেকের আবাসনে তল্লাশি চালান তদন্তকারীরা । সিআইডি সূত্রের খবর, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে হানা দিয়ে এক আইপিএসের খোঁজও পেয়েছেন গোয়েন্দারা (CID raids at IPS close Businessman House in Salt Lake)। যাঁর বিরুদ্ধেও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ সামনে আসছে ।

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো অফিসার সেজে টাকা তোলার অভিযোগ রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে ৷ আর সেই নিয়েই চলছে তদন্ত । তাঁর কাছ থেকে পাওয়া সূত্র ধরেই সল্টলেকের(Salt Lake News) তিন জায়গায় তল্লাশি চালাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দাদের একটি তদন্তকারী দল ৷ এই ঘটনায় কলকাতার আরও দুটি জায়গায় তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে ৷ সিআইডি স্ক্যানারে রয়েছেন সুদীপ্ত-ঘনিষ্ঠ পুলিশ কর্তা দেবাশিস ধরও । যিনি বিধানসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কমপালসারি ওয়েটিংয়ে আছেন । শীতলকুচি কাণ্ডের সময় কোচবিহারের এসপি ছিলেন এই দেবাশিস ধর ।

রাজ্য পুলিশ সূত্রের খবর, 2018 সালে রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুকেই ইডি আধিকারিক পরিচয় দিয়ে 2 কোটি টাকার প্রতারণা করেছিলেন এই সুদীপ্ত । সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত বলে ভবানী ভবন সূত্রের খবর ।

আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা

আরও পড়ুন : কৌটো নেড়ে কয়েক কোটি অর্থ সংগ্রহ সিপিএমের, টাকা পৌঁছবে দিল্লিতেও

গৌতম কুণ্ডু অভিযোগে জানিয়েছিলেন, সুদীপ্ত তাঁকে সে সময় ফোন করে বলেছিলেন, ইডির সমস্ত মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে । তাঁর অভিযোগের ভিত্তিতে সে সময় গ্রেফতার করা হয় সুদীপ্তকে । এরপর 2020 সালে একটি অভিযোগ করা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কিছু নথি জাল করে কয়েকজন ব্যবসায়ীকে হুমকি দিয়ে ভুয়ো নোটিশ পাঠিয়ে তোলাবাজি করছে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর ।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, আইপিএস-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কোথা থেকে কীভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তা জানতেই এদিনের তল্লাশি বলে জানা গিয়েছে ৷ ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, তার ভিত্তিতে সল্টলেকে ব্লকের 143 নম্বর বাড়িতে তল্লাশি চালিয়ে এদিন বেশ কিছু নথিও উদ্ধার করেন সিআইডি তদন্তকারীরা ৷

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমের কাউন্সিলরের অফিসেই ছেলের ঝুলন্ত দেহ

কলকাতা, 11 সেপ্টেম্বর: সল্টলেকে এল 143 নম্বরে এক আইপিএস-ঘনিষ্ঠের বাড়িতে হানা দিল সিআইডি। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে রবিবার ওই আধিকারিকের সল্টলেকের আবাসনে তল্লাশি চালান তদন্তকারীরা । সিআইডি সূত্রের খবর, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে হানা দিয়ে এক আইপিএসের খোঁজও পেয়েছেন গোয়েন্দারা (CID raids at IPS close Businessman House in Salt Lake)। যাঁর বিরুদ্ধেও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ সামনে আসছে ।

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো অফিসার সেজে টাকা তোলার অভিযোগ রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে ৷ আর সেই নিয়েই চলছে তদন্ত । তাঁর কাছ থেকে পাওয়া সূত্র ধরেই সল্টলেকের(Salt Lake News) তিন জায়গায় তল্লাশি চালাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দাদের একটি তদন্তকারী দল ৷ এই ঘটনায় কলকাতার আরও দুটি জায়গায় তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে ৷ সিআইডি স্ক্যানারে রয়েছেন সুদীপ্ত-ঘনিষ্ঠ পুলিশ কর্তা দেবাশিস ধরও । যিনি বিধানসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কমপালসারি ওয়েটিংয়ে আছেন । শীতলকুচি কাণ্ডের সময় কোচবিহারের এসপি ছিলেন এই দেবাশিস ধর ।

রাজ্য পুলিশ সূত্রের খবর, 2018 সালে রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুকেই ইডি আধিকারিক পরিচয় দিয়ে 2 কোটি টাকার প্রতারণা করেছিলেন এই সুদীপ্ত । সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত বলে ভবানী ভবন সূত্রের খবর ।

আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা

আরও পড়ুন : কৌটো নেড়ে কয়েক কোটি অর্থ সংগ্রহ সিপিএমের, টাকা পৌঁছবে দিল্লিতেও

গৌতম কুণ্ডু অভিযোগে জানিয়েছিলেন, সুদীপ্ত তাঁকে সে সময় ফোন করে বলেছিলেন, ইডির সমস্ত মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে । তাঁর অভিযোগের ভিত্তিতে সে সময় গ্রেফতার করা হয় সুদীপ্তকে । এরপর 2020 সালে একটি অভিযোগ করা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কিছু নথি জাল করে কয়েকজন ব্যবসায়ীকে হুমকি দিয়ে ভুয়ো নোটিশ পাঠিয়ে তোলাবাজি করছে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর ।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, আইপিএস-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কোথা থেকে কীভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তা জানতেই এদিনের তল্লাশি বলে জানা গিয়েছে ৷ ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, তার ভিত্তিতে সল্টলেকে ব্লকের 143 নম্বর বাড়িতে তল্লাশি চালিয়ে এদিন বেশ কিছু নথিও উদ্ধার করেন সিআইডি তদন্তকারীরা ৷

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমের কাউন্সিলরের অফিসেই ছেলের ঝুলন্ত দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.