বারাসত, 28 মার্চ: "সিনেমায় অভিনয় করে সারাজীবন যা আয় করেছি, তাতেই আমার সংসার ভালোভাবে চলে যায় ৷ তাই, অন্য উপায়ে টাকা রোজগারের প্রয়োজন হয় না ! সেই কারণেই হয়তো ইডি,সিবিআইয়ের আমাকে খুব একটা পছন্দ নয় ৷ আমি ইডি, সিবিআইয়ের হাতের বাইরে রয়েছি !" মঙ্গলবার উত্তর 24 পরগনার বামনগাছিতে 'পথশ্রী' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet on Corruption) ৷
এখন প্রশ্ন উঠছে, সরকারি অনুষ্ঠানমঞ্চ থেকে হঠাৎ করে আগ বাড়িয়ে তিনি কেন নিজের 'সততার পরিচয়' দিতে গেলেন ? তাহলে কি দুর্নীতি ইস্যুতে নিজের দলের নেতা,মন্ত্রী এবং বিধায়কদেরই খোঁচা দিলেন চিরঞ্জিৎ ? যদিও পরে এর ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, "আমি বিলাসবহুল গাড়িতে চড়ি না ৷ আমার জীবনযাপন অতি সাধারণ ৷ সেভাবেই আয় করেছি, যাতে আমার সংসার চলে যায় ৷ আমি শুধু সেটুকুই বোঝাতে চেয়েছি ৷"
রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এদিন উত্তর 24 পরগনার গ্রামীণ এলাকাতেও 'পথশ্রী' এবং 'রাস্তাশ্রী' প্রকল্পের উদ্বোধন করা হয় ৷ এমনই একটি প্রকল্পের উদ্বোধন করতে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনগাছিতে পৌঁছে যান বারাসতের বিধায়ক ৷ সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় বিডিও এবং তৃণমূল জনপ্রতিনিধিদের সামনেই উন্নয়ন নিয়ে কথা বলতে শুরু করেন তিনি ৷ তারপর আচমকাই চলে যান অন্য প্রসঙ্গে ৷ বলেন, "আমি রাজনীতির লোক নই ৷ রাজনীতির বাইরের লোক ৷ তা সত্ত্বেও আপনারা আমাকে বিধায়ক হিসেবে টানা তিনবার জিতিয়েছেন ৷ 12-15 বছর ধরে আপনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ৷ রাজনীতি আমাকে বাঁচিয়ে রাখেনি ৷ আমাকে বাঁচিয়ে রেখেছে আমার অভিনীত সিনেমা ৷ কেন জানেন ? কারণ, আপনারা টিকিট কেটে সেইসব সিনেমা দেখেছেন ৷ তা থেকে সারাজীবনে আমি যা আয় করেছি, তাতেই আমার চলে যাচ্ছে ৷ অসৎ উপায়ে আয় করার প্রয়োজন হয়নি !" ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, দুর্নীতি থেকে নিজের দূরত্ব প্রমাণ করতেই সুকৌশলে নিজের সততার উল্লেখ করেছেন চিরঞ্জিৎ ৷ একইসঙ্গে, দলের দুর্নীতিগ্রস্তদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷
আরও পড়ুন: 'ধনকড়-খেলা শুরু হয়ে গিয়েছে', আনন্দ বোসকে নিয়ে কটাক্ষ চিরঞ্জিতের
মঞ্চে তাঁর মন্তব্য নিয়ে পরবর্তীতে চিরঞ্জিৎকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে চিরঞ্জিৎ দু'রকমের কথা বলেন ৷ একবার তিনি মন্তব্য করেন, "যদি কেউ অন্যায় করে থাকেন, তাঁকে তো ইডি, সিবিআই ডাকবেই ! নিশ্চয় কোথাও কোনও গলদ রয়েছে !" আবার পরক্ষণেই তিনি সকলকে মনে করিয়ে দেন, কাউকে গ্রেফতার করা হলে, বা তাঁকে ইডি-সিবিআই ডাকলেই তিনি অপরাধী হয়ে যান না ৷ যতক্ষণ না আদালতে কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন, ততক্ষণ তিনি কেবলই সন্দেহভাজন ৷