ETV Bharat / state

Child Death at Barasat : সময়মতো টাকা দিতে না-পারায় শুরু হল না একরত্তির চিকিৎসা, ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর মৃত শিশুর পরিবারের - ডাক্তারের ফি দিতে না পারায় চিকিৎসা হল না শিশুর

সাড়ে তিনশো টাকা ছিল চিকিৎসকের ফি ৷ সেটা সময়মতো না-দিতে পারায় শুরু হল না একমাসের শিশুর চিকিৎসা ৷ যার জেরেই মৃত্যু হয় শিশুটির (Child Death at Barasat)৷ এর প্রতিবাদে মঙ্গলবার সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালাল মৃত শিশুর পরিবার ৷

Barasat child death
শিশু মৃত্যুর জেরে ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর
author img

By

Published : Jun 28, 2022, 10:38 PM IST

বারাসত, 28 জুন: ডাক্তারের ফি সময়মতো না-দিতে পারায় অসুস্থ একমাসের শিশুকে প্রায় আধ ঘণ্টা ফেলে রাখার অভিযোগ উঠল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে(Child Death Allegation Due to Treatment on Negligence at Barasat)। তার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ । মৃত শিশুর নাম সিন্ধা হালদার । বয়স মাত্র একমাস । মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বারাসত নবপল্লির স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে । ঘটনার পরই বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যুর অভিযোগ তুলে ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত শিশুর পরিবার । বারাসত থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা ৷ ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।

বারাসতের আদ‍্যপক এলাকার বাসিন্দা একরত্তি ওই শিশুটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল ৷ চিকিৎসক সুকান্ত নন্দীর তত্ত্বাবধানে তার চিকিৎসাও চলছিল ৷ পরিবারের দাবি,"নবপল্লির স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই চিকিৎসকের চেম্বার রয়েছে । সেখানেই সপ্তাহ খানেক আগে শিশুটিকে নিয়ে আসা হয় দেখানোর জন্য । তখন সেই চিকিৎসক শিশুটিকে দেখে বলেন, হালকা ঠান্ডা লেগেছে । ওষুধ দিলেই ভালো হয়ে যাবে ৷ সেই মতো ওষুধও খাওয়ানো হয় অসুস্থ ওই শিশুটিকে । কিন্তু, তারপরেও সুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি । শিশুটি আরও অসুস্থ হয়ে যাওয়ায় সোমবার ফের ওই চিকিৎসকের চেম্বারে তাকে নিয়ে আসে পরিবারের লোকেরা । অভিযোগ, তখনই ঘটে এই বিপত্তি ।

আরও পড়ুন : চাঁচলে জল ভর্তি বালতিতে ডুবে মৃত্যু 14 মাসের শিশুর

ডাক্তারের ফি সাড়ে 300 টাকা আগে দিতে না পারায় ক্লিনিকের ভিতরেই শিশুটিকে ফেলে রাখা হয় । পরিবারের লোককেও বের করে দেওয়া হয় সেখান থেকে । এর জেরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় অসুস্থ শিশুটির । শেষে কোনও উপায় না দেখে একরত্তিকে নিয়ে বারাসত হাসপাতালে ছোটেন পরিবারের লোকেরা । সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । সেখানেই রাতের মারা যায় শিশুটি ।

বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যুর অভিযোগ তুলে মঙ্গলবার নবপল্লির ওই ডায়াগনস্টিক সেন্টারে এসে ক্ষোভ উগরে দেন মৃত শিশুর পরিবার । চলে ভাঙচুরও । খবর পেয়ে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ওই ডায়াগনস্টিক সেন্টারের তরফে ।

আরও পড়ুন : গরম জলের পাত্রে পড়ে জখম শিশুর মৃত্যু, মেচেদায় মিষ্টির দোকানে ভাঙচুর

বারাসত, 28 জুন: ডাক্তারের ফি সময়মতো না-দিতে পারায় অসুস্থ একমাসের শিশুকে প্রায় আধ ঘণ্টা ফেলে রাখার অভিযোগ উঠল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে(Child Death Allegation Due to Treatment on Negligence at Barasat)। তার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ । মৃত শিশুর নাম সিন্ধা হালদার । বয়স মাত্র একমাস । মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বারাসত নবপল্লির স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে । ঘটনার পরই বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যুর অভিযোগ তুলে ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত শিশুর পরিবার । বারাসত থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা ৷ ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।

বারাসতের আদ‍্যপক এলাকার বাসিন্দা একরত্তি ওই শিশুটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল ৷ চিকিৎসক সুকান্ত নন্দীর তত্ত্বাবধানে তার চিকিৎসাও চলছিল ৷ পরিবারের দাবি,"নবপল্লির স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই চিকিৎসকের চেম্বার রয়েছে । সেখানেই সপ্তাহ খানেক আগে শিশুটিকে নিয়ে আসা হয় দেখানোর জন্য । তখন সেই চিকিৎসক শিশুটিকে দেখে বলেন, হালকা ঠান্ডা লেগেছে । ওষুধ দিলেই ভালো হয়ে যাবে ৷ সেই মতো ওষুধও খাওয়ানো হয় অসুস্থ ওই শিশুটিকে । কিন্তু, তারপরেও সুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি । শিশুটি আরও অসুস্থ হয়ে যাওয়ায় সোমবার ফের ওই চিকিৎসকের চেম্বারে তাকে নিয়ে আসে পরিবারের লোকেরা । অভিযোগ, তখনই ঘটে এই বিপত্তি ।

আরও পড়ুন : চাঁচলে জল ভর্তি বালতিতে ডুবে মৃত্যু 14 মাসের শিশুর

ডাক্তারের ফি সাড়ে 300 টাকা আগে দিতে না পারায় ক্লিনিকের ভিতরেই শিশুটিকে ফেলে রাখা হয় । পরিবারের লোককেও বের করে দেওয়া হয় সেখান থেকে । এর জেরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় অসুস্থ শিশুটির । শেষে কোনও উপায় না দেখে একরত্তিকে নিয়ে বারাসত হাসপাতালে ছোটেন পরিবারের লোকেরা । সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । সেখানেই রাতের মারা যায় শিশুটি ।

বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যুর অভিযোগ তুলে মঙ্গলবার নবপল্লির ওই ডায়াগনস্টিক সেন্টারে এসে ক্ষোভ উগরে দেন মৃত শিশুর পরিবার । চলে ভাঙচুরও । খবর পেয়ে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ওই ডায়াগনস্টিক সেন্টারের তরফে ।

আরও পড়ুন : গরম জলের পাত্রে পড়ে জখম শিশুর মৃত্যু, মেচেদায় মিষ্টির দোকানে ভাঙচুর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.