মধ্যমগ্রাম, 13 জুন : সুপ্রিম কোর্ট অবিলম্বে 'এক দেশ এক রেশন কার্ড' প্রয়োগ করতে বলেছে । সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালুর বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো এগোবে খাদ্য দফতর । রবিবার মধ্যমগ্রামে পৌরসভার উদ্যোগে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের এক টিকাকরণ কর্মসূচিতে হাজির হন তিনি । কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী । তখনই সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে রথীন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এখনও দেখা হয়নি , পর্যালোচনা করে দেখতে হবে । আগামীকাল মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন । সেখানে নিশ্চয় আলোচনা হবে এবিষয়ে । সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে কার্যকরী হবে, সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই ৷"
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তির বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "প্রাথমিক পর্যায়ে সংযুক্তি কাজ শুরু হয়েছে । তবে, এখনও চূড়ান্ত কিছু হয়নি । মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন । আধারের সাথে সংযুক্তি হয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে তখন অন্য কেউ আর রেশন তুলতে পারবেন না । যার নামে রেশন কার্ড রয়েছে, তিনিই কেবলমাত্র কার্ড সোয়াপ করে রেশন তুলতে পারবেন ।" 'এক দেশ এক রেশন কার্ড'-চালু হলে বায়োমেট্রিক পদ্ধতিতে দেশের যে কোনও প্রান্তে রেশন তোলা যাবে বলেও জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন...বান্ধবীর সঙ্গে ঝামেলার জেরে বন্ধুকে ঘুষি মেরে খুন, ধৃতকে হোমে পাঠাল আদালত
প্রবীণ নাগরিকদের টিকাকরণ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "জেলা প্রশাসন অনুরোধ করেছিল ষাটোর্ধ্ব প্রবীণদের যত বেশি করে টিকাকরণ করা যায় । সেই অনুরোধ মেনে এদিন স্পেশাল ক্যাম্প করা হয়েছে ষাটোর্ধ্ব মহিলাদের টিকাকরণ দেওয়ার জন্য । প্রতি সপ্তাহে যাতে এই ধরনের বিশেষ ক্যাম্প হয় তা করার চেষ্টা চলছে"। করোনার তৃতীয় ঢেউ যদি উদয় হয়, তবে তা সংক্রমণে লাগাম টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রথীন ঘোষ । মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে এদিন প্রায় চারশো প্রবীণ মহিলাকে টিকাকরণ দেওয়া হয় বলেও জানা গিয়েছে ।