ETV Bharat / state

ভাটপাড়ায় পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই - অশান্ত ভাটপাড়া

ভাটপাড়ায় পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই । মুহুর্মুহু বোমা পড়ছে এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ RAF-র ।

ভাটপাড়ায় বোমাবাজি
author img

By

Published : Jul 15, 2019, 12:31 PM IST

Updated : Jul 15, 2019, 1:29 PM IST

ভাটপাড়া, 15 জুলাই : ফের অশান্ত ভাটপাড়া । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই । মুহুর্মুহু বোমা পড়ছে এলাকায় । এদিকে, পৌরসভায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । ঘেরাও করা হয় ভাটপাড়া ফাঁড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে RAF ।

আজ সকাল সাড়ে ন'টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনে শুরু হয় অবরোধ । বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল । প্রায় দু'ঘণ্টা পর অবরোধ উঠে গেলেও, শুরু হয় নতুন করে অশান্তি । শুরু হয় বোমাবাজি । ভাটপাড়া পৌরসভায় ঢুকে অবাধে ভাঙচুর চালানো হয় ।

ফের উত্তপ্ত ভাটপাড়া, চলছে বোমাবাজি

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় BJP কর্মীকে গুলি করে খুন

ভাটপাড়া ফাঁড়ি ঘেরাও করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । চলে লাঠিচার্জ । উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া, জগদ্দল, ভাটপাড়া । এলাকায় দুষ্কৃতী তাণ্ডব ও অশান্তি অব্যাহত ।

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, দিল্লি থেকে তড়িঘড়ি ফিরলেন অর্জুন

ভাটপাড়া, 15 জুলাই : ফের অশান্ত ভাটপাড়া । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই । মুহুর্মুহু বোমা পড়ছে এলাকায় । এদিকে, পৌরসভায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । ঘেরাও করা হয় ভাটপাড়া ফাঁড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে RAF ।

আজ সকাল সাড়ে ন'টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনে শুরু হয় অবরোধ । বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল । প্রায় দু'ঘণ্টা পর অবরোধ উঠে গেলেও, শুরু হয় নতুন করে অশান্তি । শুরু হয় বোমাবাজি । ভাটপাড়া পৌরসভায় ঢুকে অবাধে ভাঙচুর চালানো হয় ।

ফের উত্তপ্ত ভাটপাড়া, চলছে বোমাবাজি

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় BJP কর্মীকে গুলি করে খুন

ভাটপাড়া ফাঁড়ি ঘেরাও করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । চলে লাঠিচার্জ । উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া, জগদ্দল, ভাটপাড়া । এলাকায় দুষ্কৃতী তাণ্ডব ও অশান্তি অব্যাহত ।

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, দিল্লি থেকে তড়িঘড়ি ফিরলেন অর্জুন

sample description
Last Updated : Jul 15, 2019, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.