ETV Bharat / state

সুন্দরবনে আমফানের ক্ষয়ক্ষতি দেখে "হতবাক" কেন্দ্রীয় প্রতিনিধিরা

author img

By

Published : Jun 6, 2020, 3:02 AM IST

আমফানের জেরে ক্ষয়ক্ষতি পরিমাণ খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার চার সদস্যের এই দল ঘুরে দেখেন উত্তর 24 পরগনার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের দুর্গত এলাকাগুলি।

সুন্দরবনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

সন্দেশখালি, 5 জুন : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার উত্তর 24 পরগনার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের আমফান দুর্গত এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। নদীপথে আমফানের ক্ষয়ক্ষতি দেখে অবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা। আগামীকাল নবান্নে তাঁরা রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আজ সকাল 10টা নাগাদ চার সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির ধামাখালিতে পৌঁছয়। সেখান থেকে ওই দল লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চার সদস্যের কেন্দ্রীয় ওই প্রতিনিধি দলে ছিলেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, RK দুবে ও সমীরণ সাহা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভাসমে, বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো, সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান-সহ রাজ‍্যের সেচ বিভাগের আধিকারিকরা।

সকাল সাড়ে 10টায় ধামাখালিতে একটি বেসরকারি অতিথি আবাসনে প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধিরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রোজেক্টারের মাধ্যমে প্রতিনিধিদের আমফানে ক্ষয়ক্ষতির নমুনা দেখানো হয়। এরপর কেন্দ্রীয় প্রতিনিধিরা সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে লঞ্চে করে সন্দেশখালির তুষখালি, বেলেখালি, বেড়মজুর-01 ও 02 পঞ্চায়েত, ন্যাজাট 01 ও 02 পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। প্রতিনিধিরা দুর্গত মানুষের সঙ্গে কথাও বলেন। গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন। দুপুরে ধামাখালিতে ফিরে মধ্যহ্নভোজের পর বিকেলে প্রতিনিধিরা মিনাখাঁ ব্লকের কয়েকটি দুর্গত গ্রাম পরিদর্শন করেন। তাঁরা মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত পুটখালি গ্রামে যান। সেখানে দুর্গতদের অভাব অভিযোগ শোনেন।

তবে কেন্দ্রীয় প্রতিনিধিরা সংবাদমাধ্যমের কাছে পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে বিশেষ কিছু বলেননি। তাঁরা জানিয়েছেন, আমফানের ক্ষয়ক্ষতি দেখে নিয়ে তাঁরা শনিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করবেন।

এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরসঙ্গী ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, 'কেন্দ্রীয় প্রতিনিধিরা দুর্গত এলাকায় ঘুরে আমফানে সুন্দরবনের দুরবস্থা দেখেছেন। তাঁরাও হতবাক হয়েছেন কী বিশাল ক্ষতি হয়েছে তা দেখে। প্রতিনিধিরা গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেছেন। আমরা চাইছি, গ্রামের মানুষ যেন আরও ক্ষতিপূরণ পান। কেন্দ্রীয় সাহায্য পেলে ভালো হয়।'

সন্দেশখালি, 5 জুন : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার উত্তর 24 পরগনার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের আমফান দুর্গত এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। নদীপথে আমফানের ক্ষয়ক্ষতি দেখে অবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা। আগামীকাল নবান্নে তাঁরা রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আজ সকাল 10টা নাগাদ চার সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির ধামাখালিতে পৌঁছয়। সেখান থেকে ওই দল লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চার সদস্যের কেন্দ্রীয় ওই প্রতিনিধি দলে ছিলেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, RK দুবে ও সমীরণ সাহা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভাসমে, বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো, সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান-সহ রাজ‍্যের সেচ বিভাগের আধিকারিকরা।

সকাল সাড়ে 10টায় ধামাখালিতে একটি বেসরকারি অতিথি আবাসনে প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধিরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রোজেক্টারের মাধ্যমে প্রতিনিধিদের আমফানে ক্ষয়ক্ষতির নমুনা দেখানো হয়। এরপর কেন্দ্রীয় প্রতিনিধিরা সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে লঞ্চে করে সন্দেশখালির তুষখালি, বেলেখালি, বেড়মজুর-01 ও 02 পঞ্চায়েত, ন্যাজাট 01 ও 02 পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। প্রতিনিধিরা দুর্গত মানুষের সঙ্গে কথাও বলেন। গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন। দুপুরে ধামাখালিতে ফিরে মধ্যহ্নভোজের পর বিকেলে প্রতিনিধিরা মিনাখাঁ ব্লকের কয়েকটি দুর্গত গ্রাম পরিদর্শন করেন। তাঁরা মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত পুটখালি গ্রামে যান। সেখানে দুর্গতদের অভাব অভিযোগ শোনেন।

তবে কেন্দ্রীয় প্রতিনিধিরা সংবাদমাধ্যমের কাছে পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে বিশেষ কিছু বলেননি। তাঁরা জানিয়েছেন, আমফানের ক্ষয়ক্ষতি দেখে নিয়ে তাঁরা শনিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করবেন।

এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরসঙ্গী ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, 'কেন্দ্রীয় প্রতিনিধিরা দুর্গত এলাকায় ঘুরে আমফানে সুন্দরবনের দুরবস্থা দেখেছেন। তাঁরাও হতবাক হয়েছেন কী বিশাল ক্ষতি হয়েছে তা দেখে। প্রতিনিধিরা গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেছেন। আমরা চাইছি, গ্রামের মানুষ যেন আরও ক্ষতিপূরণ পান। কেন্দ্রীয় সাহায্য পেলে ভালো হয়।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.