গাইঘাটা, 15 জানুয়ারি : কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গাইঘাটার চিকনপাড়ায় এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন । কেন্দ্রীয় মন্ত্রীর এই কর্মসূচিতে সঙ্গে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব ।
রাজ্য সরকার দাবি করছে রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কাজের রিপোর্ট কার্ডও পেশ করেছেন । তাতে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যে বিপুল কাজ হয়েছে । গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে । কিন্তু উত্তর 24 পরগনার গাইঘাটা চিকনপাড়ায় গিয়ে দেখা গেল ভিন্ন ছবি । কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে গ্রামবাসীরা রাজ্যের প্রতি একাধিক ক্ষোভের কথা জানান । তাঁদের অভিযোগ, 100 দিনের কাজ করে পাচ্ছেন না । মেলেনি সরকারি প্রকল্পের ঘর । রাস্তাঘাটেরও দীর্ঘদিন সংস্কার হয় না ।
গ্রামবাসীদের উদ্দেশে মন্ত্রী গজেন্দ্র সিং বলেন,"বিধানসভার নির্বাচনে বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন । সব সমস্যার সমাধান হবে ।" পরে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "2011 সালে তৃণমূল কংগ্রেস মা-মাটি-মানুষ স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসেছিল । কিন্তু কথা রাখেনি তৃণমূল । বাংলার মা মাটি ও মানুষ আজ বঞ্চিত ও নির্যাতিত । গ্রামবাংলার উন্নয়ন হয়নি । শুধু প্রচার হয়েছে।"
আরও পড়ুন : আমফান-ত্রাণে দুর্নীতির অভিযোগে গাইঘাটা ও দেগঙ্গায় বিক্ষোভ BJP-র
মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন চালু প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"নাগরিকত্ব আইন নাগরিকত্ব দেওয়ার জন্য । নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় । তৃণমূল এই আইন নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে । মিথ্যা প্রচার করছে।"