ETV Bharat / state

উত্তপ্ত ভাটপাড়ায় জারি 144 ধারা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : May 1, 2019, 1:30 PM IST

Updated : May 1, 2019, 2:47 PM IST

গতরাতে ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে বোমাবাজি চলে । তার জেরেই আজ সকাল থেকে ভাটপাড়া এলাকায় জারি হয়েছে 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

ভাটপাড়া, 1 মে : তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়ায় সকাল থেকে জারি করা হয়েছে 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ সবমিলিয়ে একটি অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে ভাটপাড়া এলাকা ৷ আগামীকাল ভাটপাড়ার জিলাপি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ৷ তাই যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন ৷

এই ঘটনায় BJP-র তরফে অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ করা হয় ৷

BJP নেতা অর্জুন সিং বলেন, "মদন মিত্র কামারহাটি থেকে দুষ্কৃতী নিয়ে এসে কাল পথসভা করেছিল ৷ দুষ্কৃতীদের ছোড়া বোমায় দুই কিশোর আহত হয় ৷ এর ফলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই খারাপ ৷ পুলিশ আধিকারিক সামসের আলি বাড়ি বাড়ি গিয়ে নিরীহ 17 জন লোককে আটক করে ৷ এমন কী কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত পুলিশ ভুল পথে চালিত করছে ৷ নির্বাচন কমিশনকে বলেছি, IC সামসের আলিকে জগদ্দল এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া হোক ৷"

স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা আতঙ্কে আছি ৷ আমরা গরিব মানুষ ৷ দিন আনি দিন খাই ৷ আমরা চাই এলকায় যেন শান্তি ফিরে আসে ৷ "

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদ্দার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

ভাটপাড়া, 1 মে : তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়ায় সকাল থেকে জারি করা হয়েছে 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ সবমিলিয়ে একটি অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে ভাটপাড়া এলাকা ৷ আগামীকাল ভাটপাড়ার জিলাপি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ৷ তাই যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন ৷

এই ঘটনায় BJP-র তরফে অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ করা হয় ৷

BJP নেতা অর্জুন সিং বলেন, "মদন মিত্র কামারহাটি থেকে দুষ্কৃতী নিয়ে এসে কাল পথসভা করেছিল ৷ দুষ্কৃতীদের ছোড়া বোমায় দুই কিশোর আহত হয় ৷ এর ফলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই খারাপ ৷ পুলিশ আধিকারিক সামসের আলি বাড়ি বাড়ি গিয়ে নিরীহ 17 জন লোককে আটক করে ৷ এমন কী কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত পুলিশ ভুল পথে চালিত করছে ৷ নির্বাচন কমিশনকে বলেছি, IC সামসের আলিকে জগদ্দল এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া হোক ৷"

স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা আতঙ্কে আছি ৷ আমরা গরিব মানুষ ৷ দিন আনি দিন খাই ৷ আমরা চাই এলকায় যেন শান্তি ফিরে আসে ৷ "

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদ্দার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_01/05/2019 খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দোলা দাস তার স্বামী ননী গোপাল দাস 47 বছর বয়স. আজ সকালে ডানলপ এর দিক থেকে তার মোটর বাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিল. বি টি রোডের উপর সোদপুর ধানকল মোড়ের কাছে হঠাৎ পাশ থেকে দুই যুবক মোটরসাইকেল করে এসে তাকে লক্ষ্য করে গুলি করে গুলি লাগে ননী বাবুর ডান হাতে. তখন ননী বাবু বাইক ফেলে দিয়ে একটি অটোতে উঠে পালিয়ে কোনরকমে প্রাণে বাঁচেন. তার চিকিৎসার জন্য বাইপাসের ধারে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে. ননী বাবুর বাড়ি খড়দহের আমবাগান এলাকায়.কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনও স্পষ্ট নয়। খড়দহ থানার পুলিশ তদন্তে নেমেছে।
Last Updated : May 1, 2019, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.