ETV Bharat / state

Sodepur Bus Accident: চালকের স্ট্রোক হওয়ায় লরির পিছনে ধাক্কা মারল বাস, দেখুন সিসিটিভি ফুটেজ

রবিবার রাতে সোদপুর রাজা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে লরিকে ৷ ঘটনায় আহত হন 15 জন ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা (CCTV footage of Sodepur bus accident)৷

ETV Bharat
সোদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা লরিতে
author img

By

Published : Jan 9, 2023, 4:07 PM IST

সোদপুরের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

সোদপুর, 9 জানুয়ারি: বাস চালাতে চালাতেই স্ট্রোক চাস চালকের ৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারল সিগনালে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরিতে ৷ দুর্ঘটনায় আহত হন 15 জন ৷ রবিবার রাতে বিটি রোড সংলগ্ন সোদপুর রাজা রোডের এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের দৃশ্য (CCTV footage of Sodepur bus accident) ৷ স্ট্রোকে আক্রান্ত হয়ে বাস চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

78 নম্বর রুটের ওই বাসটিতে করে টিটাগরের কেলভিন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে পিকনিকে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা ৷ ফেরার সময় বাস চালাতে চালাতেই স্ট্রোক হয় চালক রাজেস সাউয়ের ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর রাজা রোডে সিগনালের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে বাসটি (Sodepur Bus Accident) ৷

বাসটিতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে প্রায় 50 জন ছিলেন ৷ এই দুর্ঘটনার জেরে 15 জন আহত হন ৷ তাঁদের উদ্ধার করেন সোদপুর ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার, এসআই রাধেশ্যাম মাইতি-সহ ট্রাফিকের অন্যান্য অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ ৷ বাস চালক ও আহতদের নিয়ে যাওয়া হয় বলরাম হাসপাতালে ৷ সেখানেই বাস চালক রাজেস সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ আহতদের প্রাথমিক চিকিৎসারা পর ছেড়ে দেওয়া হয় । বাসে থাকা এক শিক্ষক জানান, হঠাৎ করেই বাসের চালক অসুস্থ হয়ে পড়েন, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: চতুর্থবার হামলার শিকার বন্দে ভারত, এবার পাথর পড়ল বোলপুরে!

উল্লেখ্য, দিনকয়েক আগে গুজরাতের নওসারি এলাকাতেও এরকম একটি দুর্ঘটনা ঘটে ৷ সেখানে বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাস চালকের ৷ তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সুরাত থেকে বালসাদগামী বাসটি ধাক্কা মারে আরেকটি বাসে ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় 4 যাত্রীর ৷

সোদপুরের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

সোদপুর, 9 জানুয়ারি: বাস চালাতে চালাতেই স্ট্রোক চাস চালকের ৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারল সিগনালে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরিতে ৷ দুর্ঘটনায় আহত হন 15 জন ৷ রবিবার রাতে বিটি রোড সংলগ্ন সোদপুর রাজা রোডের এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের দৃশ্য (CCTV footage of Sodepur bus accident) ৷ স্ট্রোকে আক্রান্ত হয়ে বাস চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

78 নম্বর রুটের ওই বাসটিতে করে টিটাগরের কেলভিন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে পিকনিকে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা ৷ ফেরার সময় বাস চালাতে চালাতেই স্ট্রোক হয় চালক রাজেস সাউয়ের ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর রাজা রোডে সিগনালের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে বাসটি (Sodepur Bus Accident) ৷

বাসটিতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে প্রায় 50 জন ছিলেন ৷ এই দুর্ঘটনার জেরে 15 জন আহত হন ৷ তাঁদের উদ্ধার করেন সোদপুর ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার, এসআই রাধেশ্যাম মাইতি-সহ ট্রাফিকের অন্যান্য অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ ৷ বাস চালক ও আহতদের নিয়ে যাওয়া হয় বলরাম হাসপাতালে ৷ সেখানেই বাস চালক রাজেস সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ আহতদের প্রাথমিক চিকিৎসারা পর ছেড়ে দেওয়া হয় । বাসে থাকা এক শিক্ষক জানান, হঠাৎ করেই বাসের চালক অসুস্থ হয়ে পড়েন, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: চতুর্থবার হামলার শিকার বন্দে ভারত, এবার পাথর পড়ল বোলপুরে!

উল্লেখ্য, দিনকয়েক আগে গুজরাতের নওসারি এলাকাতেও এরকম একটি দুর্ঘটনা ঘটে ৷ সেখানে বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাস চালকের ৷ তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সুরাত থেকে বালসাদগামী বাসটি ধাক্কা মারে আরেকটি বাসে ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় 4 যাত্রীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.